শম্পা'স ডাইন-এর ফটোগ্রাফি (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

IMG_20221024_004302.jpg

গতকাল আপনাদের বলেছিলাম যে,শম্পা'স ডাইনের ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছিল।তাই আলাদা করেই একটা ফটোগ্রাফি পোস্ট করবো।

আমরা ওখানে যেতে যেতে তখন ৫ টার পরেই গিয়েছিলাম।মানে সূর্য অস্ত যাবে আরকি তখন।রেস্টুরেন্টটা তো একে ৬ তলায় আর তার উপর একদকম রাস্তার পাশ দিকটাতে।আর বাহির দিক গ্লাস দেয়ায় সূর্য ডোবা একটু ভালোভাবেই দেখা যাচ্ছিলো।তাই,ছবিগুলো আমার কাছে একটু ভালো লেগেছিল।

আচ্ছা চলুন এবার,একদম শুরু থেকে শেষ অব্ধি দেখাই।


IMG-20221014-WA0015.jpg

এইটা মেইন গেট।ঢোকার পরেই হাতের বাম পাশে রয়েছে ফটোগ্রাফি ওয়াল এবং ডানপাশে রিসিপশন।
IMG_20221024_004841.jpg

IMG_20221024_004915.jpg

ভেতর অংশটা তিনটা অংশে ভাগ করা বলা যায়।মাঝে বিশাল অংশ জুড়ে আছে বড় কোনো আয়োজনের ব্যবস্থা আর পাশ দিয়ে আছে কাপল সিট আর এক পাশে আছে ফ্রেন্ডদের জন্য ব্যবস্থা।
IMG_20221024_005055.jpg

উপরের ছবিটা ভালোভাবে লক্ষ্য করলে হয়তোবা একটা আর্টিফিশিয়াল গাছ দেখতে পারবেন।ওইটা মূলত ছবি তোলার জন্যই।
IMG_20221024_005034.jpg
মূলত এই ছিল রেস্টুরেন্টের ভেতরে।এবার কিছু র‍্যানডোম ছবি দেখাই।
IMG-20221014-WA0022-01.jpeg

IMG-20221014-WA0027-01.jpeg

IMG-20221014-WA0023-01.jpeg

IMG-20221014-WA0005-01.jpeg

IMG-20221014-WA0025-01.jpeg

IMG-20221014-WA0026-01.jpeg

বলেছিলাম তো,সানসেট একটু ভালোভাবেই দেখা যাচ্ছিলো।তাই আর ক্যামেরাবন্দী না করে থাকতে পারিনি।
হয়তো এমন পারফেক্ট টাইমিং এর জন্যই সবকিছু এতো ভালো লেগেছিল আমার কাছে।
আশা করি,আপনাদেরও ভাল্লাগবে।আজ এ পর্যন্তই থাক তাহলে।

আল্লাহ হাফেজ।

cc.@farhantanvir
Shot on. Samsung galaxy m62
Location
Date.24/10/22

Sort:  
 2 years ago 

শম্পা'স ডাইন এর খুব সুন্দর কিছু ছবি আপনি শেয়ার করেছেন। ফটোগ্রাফির জন্য আলাদা করে প্লেস সাধারণত দেখা যায় না। এই রেস্টুরেন্টে আছে দেখে ভাল লাগলো। ইন্টেরিয়র ডিজাইন খুবই সুন্দর করেছে। প্রতিটি ছবি সুন্দর লাগছে দেখতে। বড় প্রোগ্রামের জন্য আলাদা সিটিং, কাপলদের জন্য আলাদা সিটিং এবং বন্ধুদের জন্য আলাদা সিটিং এই এরেঞ্জমেন্টও খুব ভাল করেছে। আরটিফিসিয়াল গাছটি দেখতেও বেশ সুন্দর লাগছে। আপনার সানসেটের ছবিসহ অন্যান্য রেন্ডম ছবিগুলো ভাল হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। শুভ কামনা এবং অফুরান ভালোবাসা 💚

 2 years ago 

রেস্টুরেন্ট এর পরিবেশ টা দারুন।বেশ প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আছে।ফ্যামিলি,ফ্রেন্ড বা প্রিয়জন দের সাথে গেলে নিরিবিলি পরিবেশে অনেক সুন্দর সময় কাটানো যাবে।খাবারে পেট ভরবে,আর দৃশ্যে মন ভরবে।আপনার ফটোগ্রাফ গুলো দারুন হয়েছে।ডাইনের পরিবেশ টি সুন্দরভাবে তুলে ধরতে পেরেছেন। ধন্যবাদ সুন্দর একটি জায়গা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সময় পেলে অবশ্যই আসবেন।ভাল্লাগবে আশা করি।
ভালোবাসা নিরন্তর 😊

 2 years ago 

রেস্টুরেন্টে এর পরিবেশ টা অনেক ভালো লাগলো।এই পরিবেশ গুলো তে ফ্যামিলি মেম্বার দের সাথে সুন্দর সময় অতিবাহিত করা যায়। বিশেষ করে ভালো লেগেছে সূর্য ডোবার দৃশ্য টা। সবমিলিয়ে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রেস্টুরেন্টে এর ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভাইয়া রেস্টুরেন্টে এর লোকেশন টা ডুকে ভালো ভাবে বুঝতে পারলাম না।যদি একটু নামটা বলতেন কোথায় রেস্টুরেন্টে টা।

 2 years ago 

এর আগের পোস্টে বলেছিলাম তো ভাইয়া তাই আর বলা হয়েছিলোনা এটাতে।
বগুড়া জিলা স্কুলের পাশে রানার প্লাজার সিক্সথ ফ্লোরের ফুড কোর্টের একটা রেস্টুরেন্ট এটা।

 2 years ago 

শম্পা স ডাইন এর কিছু সুন্দর ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। তবে আমি আপনার এই পোস্ট করে যতটুকু বুঝলাম আপনি সুন্দর মুহূর্তটা সেই সময়ে অতিবাহিত করেছেন যখন সূর্যটা ডুবে যাচ্ছিল। আসলে সূর্যাস্ত দেখতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি আপনিও তার ব্যতিক্রম নয় দেখছি। সুন্দর মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি সুন্দর কিছু ফটোগ্রাফিও আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি।মানুষ সূর্যাস্ত দেখে সাগর পাড়ে দাঁড়িয়ে আর আমি রেস্টুরেন্ট থেকে😂

 2 years ago 

শম্পা'স ডাইন এই ধরনের জায়গার কখনো নামও শুনি নাই ভাই । কিন্তু আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মনে হইতেছে জায়গাটি অনেক সুন্দর হবে। আর তাছাড়া আপনি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমাদের এখানকার একটা রেস্টুরেন্ট এটা।এর আগের পোস্টে বিষদ বলেছিলাম।
ভালোবাসা নিবেন ভাই 💛

 2 years ago 

ফটোগ্রাফিটি দেখে বোঝা যাচ্ছে রেস্টুরেন্ট টি দেখতে বেশ সুন্দর। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর দেখাচ্ছে যে আপনি বললেন বাহির থেকে সানসেট দেখা যাচ্ছে। সানসেট আমার কাছেও দেখতে বেশ ভালো লাগে।আর্টিফিশিয়াল গাছ টিও বেশ সুন্দর লাগছে। আপনাকে ধন্যবাদ রেস্টুরেন্টের সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ, ডেকোরেশনটা আসলেই জোস ছিল।

 2 years ago 

শম্পা'স ডাইন নামটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের এখানেও ঠিক এই রকম একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে। সেটা অবশ্য তিন তলায়। কিন্তু এটা দেখলাম ছয় তলায়। আর এই জন্য মনে হচ্ছে গ্লাসের অপর পাশ থেকে সূর্যাস্ত খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছিল। আর ভেতরের ডেকোরেশন গুলো সত্যি ভীষণ সুন্দর। আসলে এরকম জায়গায় খেতে গেলে শুধু দেখতে ইচ্ছে করে। আর আমাদের জন্য ছবি তোলাটা তো একেবারে অবশ্যক। ভীষণ ভালো লাগলো দেখে। কিন্তু ভাইয়া পোষ্টের মধ্যে লেখাটা একটু কম হয়ে গেল মনে হয়। কিছুটা বাড়িয়ে লেখার চেষ্টা করবেন।

 2 years ago 

ইনশাল্লাহ আপু,বিষয়টা এবার থেকে মাথায় রেখেই কাজ করবো😊।
অনেক অনেক ধন্যবাদ 💓

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65