কলেজ সিলেকশন (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

এস,এস,সি এক্সাম শেষে একটা জিনিস খুবই ভালোভাবে অনুধাবন করতে পেরেছি আর সেটা হলো এই এক্সাম শেষে কম-বেশি সবাই সিদ্ধান্তহীনতায় ভোগে🙂।আর সেটা অবশ্যই কলেজ সিলেকশন নিয়ে😕।কথায় বলে নানা মুনির নানা মত,এই ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাইছি।এলাকায় বড় ভাই অনেক আছে।বাবাও এডমিশন নিয়ে অনেক কথাই বলে।মানে,সাজেশন দেয়ার লোক অনেক আছে।তবে নিজের সুযোগ সুবিধা বুঝে ঠিকটা বেছে নিতে সেই আমাকেই হবে🙂।কলেজ সিলেকশন শুরু হয়েছে ৮ তারিখ থেকে আর তা চলবে ১৫ তারিখ পর্যন্ত।এই কয়টাদিন যে কি পরিমাণ সিদ্ধান্তহীনতায় ভুগছি তা বলে বুঝাতে পারবোনা।পরিক্ষায় নাম্বার খুব একটা বেশি আসেনি,তাই কোন কলেজে চয়েজ দেবো সেটাই বড় চিন্তার বিষয় ছিল।আর তার পাশাপাশি ছিল আনুষাঙ্গিক কিছু বিষয়।বাসা থেকে কোন কলেজটা বেশি কাছে,কোন কলেজের পড়াশুনার মান বেশি ভালো,কোথায় একটু খরচ কম হবে এইসব আরকি।মধ্যবিত্তের সন্তান আর বাড়ির বড় ছেলে আমি।তাই সাত পাচ ভেবেই সিদ্ধান্ত নিতে হবে।সব তো প্রকাশ করা যায়না,আবার সহ্যও করা যায়না😓।এতো প্যারা সহ্য করতে না পেরে আজ সিলেকশন করেই এসেছি।
IMG20220110203539.jpg

কলেজ চয়েজের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ টা আর সর্বনিম্ন ৫ টা চয়েজ দেয়া যায়।সবার মতামত শুনে আমার কাছে এই ৭ টাই ভালো লাগছিলো।তাই আর কারো কথাই শুনিনি🙂,সকাল বেলা গিয়ে নিজে নিজেই সিলেকশন করে এসেছি।আমাদের এদিকে সবচেয়ে ভালো কলেজের তালিকায় বগুড়ার আজিজুল হক কলেজ এক এই থাকে সবসময়।এরপর রাজশাহী সিটি কলেজ।তাই এক দুইয়ে এই দুইটাই দিয়েছি।তবে আমার মার্ক অনুযায়ী এই দুইটাতে চান্স পাওয়ার সম্ভবনা খুব কম।আর ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা ঢাকায় থাকার।তাই বাকি ৫ টা কলেজই ঢাকায় দিয়েছি🙃।
আর এদিকে তো নটরডেম এবং সেন্ট যোসেফ এ ভর্তি এক্সাম নেয়,ইচ্ছা আছে ওই দুইটাতেই এক্সাম দেয়ার😊।এখন আল্লাহ ভরসা,কোন কলেজ কপালে আছে 😟।

© @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 10/01/22

Sort:  
 3 years ago 

আশা করি আপনি আপনার পছন্দের কলেজে চান্স পাবেন। ভেবে চিন্তেই পছন্দ দিয়েছেন মনে হয়। আর হ্যা ভর্তি পরীক্ষা দিয়ে দেখতে পারেন। কে বলতে পারে যদি সিলেক্ট হয়ে যান তাহলে তো কথাই নাই। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

হ্যা ভাইয়া আজ নটরডেম এর ফর্ম ফিলাপ করেছি,,এখন দেখি আল্লাহ কি রাখছে কপালে😊ধন্যবাদ

 3 years ago 

আশা করি আপনি আপনার পছন্দের কলেজে চান্স পাববেন। আপনি খুবই আশা নিয়ে কলেজ সিলেকশন দিয়েছেন। ইনশাআল্লাহ দোয়া করি যাতে আপনি আপনার পছন্দের কলেজে চান্স পান।আমিও যখন কলেজে সিলেকশনের জন্য চয়েজ দিয়েছিলাম মনে মনে খুব টেনশন ছিল পাবো কি পাবো না। পরে দেখলাম আমি যেটিতে প্রথম চয়েজ দিয়েছি সেটিতে আমি চান্স পেয়ে গেছি। 😊😊

 3 years ago 

ইনশাল্লাহ ভালো কিছু হবে,দোয়া রাখবেন।🥰😇

ভাইয়া কি বলল আমি যখন এই অবস্থায় পড়ি তখন আমি নিজেই অনেক প্যারার মধ্যে ছিলাম।কি করব তা ভেবে পাচ্ছিলাম না।আপনার যেহেতু ঢাকায় থাকার ইচ্ছে আপনার ইচ্ছে যেন পূর্ণ হয় এই কমনাই করি।

 3 years ago 

জি ভাই,এই পরিস্থিতিটা যে কতটা প্যারাদায়ক তা বুঝতে পারছি।ধন্যবাদ আপনাকে😊

 3 years ago 
আপনার কলেজ সিলেকশন এর ধাপগুলো সঠিকভাবে করেছেন আপনি। আশা করছি যে কয়টি কলেজ সিলেক্ট করেছেন এর মধ্যে থেকে সৃষ্ট একটি কলেজে চান্স পেয়ে জাবেন ইন শা আল্লাহ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভাইয়া।
 3 years ago 

ভালোবাসা নিয়েন ভাইয়া 🥰

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62639.70
ETH 2439.41
USDT 1.00
SBD 2.64