নাড়িরটান (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

নিজ এলাকায় যতদিন থাকা হয় ততদিনে বোধয় বোঝা যায়না যে,এলাকাটার প্রতি কত টান আর ভালোবাসা থাকে।চোখের সামনে একই ঘটনা বারবার ঘটে।এই ধরুন,আমার কথা।সকাল,দুপুর কিংবা রাত যেকোনো সময় বাবা বলতো তার ঔষধ এনে দিতে।আবার বিকেলে শ্রাবনের চায়ের দোকানে মালাই চা বা লাল চা খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দেয়া।একটু রাত হলে মার্কেটের সামনে গিয়ে বেঞ্চের উপর বসে থাকা।বাসায় থাকার শেষ সময়গুলো এভাবেই কাটতো, তাই এগুলোই বললাম।
আর মানুষজনের কথা নাহই বাদই দিলাম।কত জনের সাথে কত কি করে সময় কাটিয়েছি।যতদিন বাড়িতে থেকেছি সেই সময়টুকুর ভেতর এ ঘটনাগুলো হাজারবার ঘটলেও বাড়িতে ঢুকে একবারো মনে হতোনা।
কিন্তু,এখন বাড়ি নিজ এলাকা ছেড়ে মেসে এসে আছি আর তাই ওই স্মৃতিগুলোই মনটাকে কাদিয়ে তুলছে।অচেনা পরিবেশ,আর আমার মেসে আমার চেনা জানা কেউই নেই।তাই বিষয়গুলো আরো গভীরভাবে মনে আঘাত হানে।যতক্ষন রুমে থাকি ততক্ষনই যেন ছিড়ে খায় আমায়।
মেসে এসে উঠেছি ১৩/১৪ দিনের বেশি হলো।একটানা এতোদিন থেকে অনেক খারাপ লাগছিল।তাই ভাবলাম একবার বাড়ি থেকে ঘুরে আসি।দিন ক্ষন নেই হুদাই সোম্বারেই ব্যাক করতে হবে জেনেও রবিবার বিকেলে প্রাইভেট শেষে সন্ধ্যার দিকে রওনা দিয়েছিলাম। ঘন্টা দেড়েকের ভেতর বাসায় পৌছেও গিয়েছিলাম।

IMG20220227193855.jpg

IMG20220227193833.jpg

বাস থেকে নামতেই যেন অদ্ভুত একটা অনুভূতির সূচনা হয়েছিল।হঠাৎ মনটা নেচে উঠেছিল।বাস থেকে নেমে রিক্সা নিয়ে বাসায় যাওয়ার পথে চেনা রাস্তাগুলো দেখেও খুব ভাল্লাগছিলো।মানে,বুঝানোর মতো না যে কতটা খুশি খুশি লাগছিল।
বাসায় গিয়ে গেট নক করার পর ভাই চিল্লায় চিল্লায় বলছিল কে?আমি চুপ করে ছিলাম।ভাবলাম একটু মজা নেই।তিন চারবার কে কে বলার পরও যখন উত্তর পেলোনা ও বুঝে গেছিলো যে এটা আমি।তবুও ইতস্তত হয়ে বলেছিল,ভাইয়া?আর লুকাচুরি না করে বললাম হ্যাঁ। গেট খুলেই মুচকি একটা হাসি দিয়েছিল।হাসিটা দেখে যতটা না ভালো লেগেছিল তার থেকে বেশি কষ্ট পেয়েছিলাম ওর এই হাসি পরেরদিন থেকেই দেখতে পারবোনা।
বাসায় ঢুকতে না ঢুকতেই আম্মু বললো,কালো হয়ে গেছিস আরো।কি আর বলবো,চুপ করে শুনলাম।ফ্রেশ হয়ে খেতে বসে দেখি আমার ফেভারিট মাছের দো-পেয়াজি রান্না করেছে আম্মু।আহা,কতদিন পর যে মায়ের হাতের রান্না খেলাম।

IMG20220227203332.jpg

খেয়ে দেয়ে কিছুক্ষন বাবা আর আম্মুর সাথে গল্প করে শুয়ে পরেছিলাম।জার্নি করে এসে ক্লান্ত লাগছিল।তাই আর বেশি রাত জাগিনি।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.01/03/22

Sort:  
 2 years ago 

ভাই জীবনটা আসলে এমনই। দূরে না গেলে কখনোই কাছের জিনিস গুলোর মূল্য বোঝা যায় না। এক সময় আপনি হয়তো বাড়ির বাইরে থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কিন্তু পরিচিত মানুষ আর পরিচিত জায়গা গুলোর স্মৃতিগুলো থেকে যাবে সারা জীবন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

স্মৃতিগুলো থেকে যাবে সারা জীবন,,,একদম চিরন্তন সত্য🙂।
ভালোবাসা নিয়েন☺️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58752.84
ETH 3153.55
USDT 1.00
SBD 2.44