প্রিয়তমা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।ইদানীং আমাদের দেশেও বেশ ভালো মানের সিনেমা তৈরি হচ্ছে।আর সেগুলোতে দর্শকের ভীড় এবং উন্মাদনাও দেখার মতো।এবার ইদে তো সাকিব খানের প্রিয়তমা মুভিটা মার্কেট গরম করে রেখেছিল।যেহেতু ছুটিতে ছিলাম তাই মুভিটা নিয়ে কিছু বলা হয়ে ওঠেনি।তাই আজ মুভিটা দেখার অভিজ্ঞতা নিয়েই কিছু বলবো।

IMG20230707150852.jpg

আমি কিন্তু মুভি রিভিউ দিচ্ছিনা আজকে,আমি শুধু আমার অভিজ্ঞতাটা নিয়ে একটু বলবো বলেই ভেবেছি। যেহেতু মার্কেটে বেশ হাকডাক হচ্ছিলো এই মুভি নিয়ে তাই স্রোতের বিপরীতে যাওয়ার সাহসটা হয়নি।গা ভাসিয়ে সুমন আর মারুফকে নিয়ে আমিও গিয়েছিলাম সিনেপ্লেক্সে।কিন্তু দূর্ভাগ্যবশতঃ হাউসফুল হওয়ায় আড়াই ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরেও টিকেট পাইনি তিনজনের কেউই।

IMG20230707144533.jpg

আবার সপ্তাহখানেক পরে গেলাম আমি আর সুমন মিলে।রুমে বসে থাকতে থাকতেই হঠাৎ ভাবলাম মুভি দেখে আসি আর মারুফ সেদিন মেসে ছিলনা।তাই দুজন মিলেই গিয়েছিলাম।সেদিন অবশ্য হাউসফুল না হলেও লোকজন মোটামুটি অনেক ছিল।আমরা গিয়েছিলাম দুপুর ৩:১৫ এর শো দেখতে।শো চলেছিল ৬ টা অব্দি।
মুভি দেখার তেমন নেশা না থাকলেও মাঝে মাঝে দেখার শখ জাগে।আর সিনেপ্লেক্স তো!দেখে একটু শান্তি পাওয়া যায় আর এই গরমে তিনটা ঘন্টা এসির মধ্যে থাকাটাও তো স্বর্গীয় সুখের থেকে কম না।তবে এই মুভিটা এসির বাতাস সেভাবে উপভোগ করতে দেয়নি।কারণ মুভিটা মোটামুটি দৃষ্টি এবং মনোযোগ আকর্ষী ছিল।
IMG20230725150158.jpg

যেহেতু একদিন ব্যর্থ হয়ে ফিরে আসার পর দ্বিতীয় দিন গিয়ে টিকেট পেয়েছি তাই মুভিটা দেখার মাধ্যমে কিছুটা যুদ্ধ জয়ের স্বাদ পাচ্ছিলাম।কিছুটা ইমোশন,কিছুটা একশন আর খানিকটা রোমান্টিক সিনের মধ্যে দিয়েই মুভিটা উপভোগ করেছি সবাই।মুভিটার স্ক্রিপ্ট আর এক্টিং অনুযায়ী দর্শকের মন কাড়া স্বাভাবিকই ছিল।আমি চেষ্টা করবো নেক্সট পোস্টে মুভিটার রিভিউ দেয়ার।এই পোস্টের শেষে অবশ্য মুভিটা দেখার একটা লিংক এড করে দেবোনি,যদি কেউ দেখে না থাকেন তো দেখতে পারেন।

IMG20230707152735.jpg

শো শেষ হয়েছিল ৬ টার একটু আগে বা পরে হবে হয়তো।এরপর ধীরে ধীরে সবাই ভেতর থেকে বের হয়ে যে যার মতো ফিরে যাচ্ছিলো।আমি আর সুমন'ও মেসের দিকে আসার জন্য একটা রিক্সা নিয়েছিলাম।এরপর যখন মেসে পৌঁছালাম দেখি মারুফ বাড়ি থেকে এসেছে।সবটা শোনার পর ও অবশ্য একটু মন খারাপই করেছিল।বাট বিষয়টা যেহেতু হঠাৎ ঘটে গেছে তাই ওকে বোঝাতে আর কষ্ট হয়নি।তবে এই আক্ষেপটা কেটেছে একসাথে জাওয়ান দেখার মাধ্যমে।
তো এই ছিল আজকের মতো।আশা করি সামনের দিন মুভিটার রিভিউ দিতে পারবো।যদিও মুভিটা ইউটিউবে পাবলিশ হয়নি তবে আপনারা চাইলে বায়োস্কোপথেকে মুভিটা দেখতে পারেন।মুভিটার নির্দিষ্ট প্যাকেজ ১৮ টাকা দিয়ে কিনে বেশ আরামসে মুভিটা উপভোগ করতে পারবেন।

সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।দেখা হবে ইনশাল্লাহ নেক্সট পোস্টে।সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি,

আল্লাহ হাফেজ।

©@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.18/09/23

received_665979178268294.jpeg

received_3387705208174259.jpeg

Sort:  
 last year 

ভাই আপনি বাংলা ছবি দেখতে গিয়ে তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকিট না পেয়ে ফিরে এসেছেন এটা তো ইতিহাস হা হা। এই বছরে প্রিয়তমা নিয়ে বেশ হাইপ উঠেছে। তবে আমার মধ্যে দেখার কোনো আগ্রহ জন্মায়নি। কারণ শুনেছি বেশ ইমোশনাল ছবি এটা। তবে সিনেপ্লেক্সে গিয়ে আপনার ছবি দেখার মূহুর্ত টা ভালো লাগল আমার কাছে।।

Posted using SteemPro Mobile

 last year 

প্রিয়তমা মুভিটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল কিছুদিন আগে। আপনারা আড়াই ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকেট না পেয়ে বাসায় চলে এসেছিলেন। তার মানে বুঝাই যাচ্ছে এখনো মুভিটা খুব ভালো চলছে সিনেপ্লেক্সে। যাইহোক অবশেষে মুভিটা দেখতে পেরেছেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো। আমিও শুনেছি মুভিটা সবদিক দিয়ে দারুণ। এই মুভির রিভিউ এর অপেক্ষায় রইলাম। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65792.35
ETH 2676.19
USDT 1.00
SBD 2.90