তাদের সফলতা(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো। যেই পোস্টটি পড়তে যাচ্ছেন,সেটি বুয়েটের রেজাল্ট যেদিজ পাবলিশ হয় সেদিন রাতের লেখা।কিছু সমস্যার জন্য আজকে সাবমিট করতে হলো।

IMG20220701122833.jpg

সফলতা কাকে বলা হয়?এর সঠিক কোনো সঙ্গা আছে কিনা আমি জানিনা আর থাকলেও আমার জানা নেই।তবে ব্যক্তিগতভাবে আমি যা মনে করি তা হচ্ছে,ছোট থেকে নিজের ভেতরে পুষে আসা বাসনা যেদিন পূর্নতা পায় হয়তো সেদিনই সফলতা পাওয়া যায়।নিজ নিজ জায়গা থেকে সব চাওয়া-পাওয়া মিটিয়ে সুস্থ-স্বাভাবিকভাবে জীবন যাপন করাই সফলতা হতে পারে।সফলতার কোনো লিমিটেশন নেই বলেই মনে হয়।আপনি নিজেকে যে জায়গায় রেখে ভাবছেন আপনি সফল,অন্যজন হয়তো তার থেকেও বড় জায়গায় নিজেকে রেখে সফল হিসেবে গণ্য করতে চায়।মানে,সফলতার কোনো লিমিট নেই আর সফল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো ক্ষেত্র নেই।

জীবনে না অনেক ভাবেই সফলতা আনা যায়।কিন্তু,ছোট থেকে আমাদের বাবা-মা,পরিবেশ,পাশের বাসার আন্টি সবাই একটা ধারণাই দিয়েছেন যে,পড়াশুনা ছাড়া সফল হওয়ার কোনো ওয়ে নেই।বই গিলে খাও।হুম,সত্য কথাই।তবে বই গুলে না খেয়েও জীবনকে সফল করা যায়।

হয়তো ভাবছেন,এসব উলটা পালটা কেন বকছি?আজকে রাতে দুইটা ঘটনার স্বাক্ষী হয়েছি।আজ তো বুয়েটের রেজাল্ট পাবলিশ হয়েছে,জানেন হয়তো।তো সেখানে দেখলাম নটরডেমের এক বড় ভাই প্রথম হয়েছে।ওনার জায়গা থেকে কিন্তু উনি ১০০ ভাগ সফল।সবখানে ওই ভাইয়ের নাম দেখে, খুব মোটিভেট হলাম।স্বপ্ন আরো বড় হতে শুরু করলো।ইনশাল্লাহ এক বছর পর আমি নিজেকেও ওমন জায়গায় দেখতে চাই।

IMG20220701122820.jpg

আবার এই ঘটনার প্রায় ঘন্টা দেড়েক পরের আরেকটা ঘটনা শুনেন।আমরা বাসায় যে পাচজন থাকি,তার মধ্যে একজন হলো আকিল।আইসিটি বিষয়ে ব্যাপক দক্ষ।পড়াশুনায় তেমন মাথা ঘামায়না বললেই চলে।সারাদিন ফোন আর ম্যাকবুক।আমরা চারজন বসে গল্প করছি একটু আগে।হঠাৎ অস্বাভাবিক একটা নাম্বার থেকে আকিলের ফোনে কল আসলো।৬/৭ ডিজিটের হয়তো নাম্বার ছিল।আমরা ভাবলাম সিম কোম্পানি হয়তো।রিসিভ করার পর, ইংলিশে সুন্দর করে গ্রেটিংস জানালো ওপার থেকে।আকিল রিপ্লাই দিলো।কথা আগাচ্ছে দুজনের।মিনিট ৬/৭ কথা বলার পরেই আকিলকে জবের অফার দেওয়া হলো।আর সেটা লন্ডনে ৮ মাস ট্রেইনিং করে আসার পর বাংলাদেশে ওদের যে ব্রাঞ্চ আছে সেখানে এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পদ পাবে।কি যেন একটা নাম বললো কোম্পানির, সঠিক খেয়াল নেই।এখন যদি আকিল গ্রীন সিগনাল দিতে পারে তো জব কনফার্ম।৮ মাস ট্রেইনিং শেষে ও চাইলে আবার দেশেও শিফট করতে পারবে।
দেখেন,ওখানে বসে থাকতে থাকতেই কি হয়ে গেলো।ও কি জানতো ওর জীবনে এমন কিছু ঘটবে?তখনো পাগলের মতো চিৎকার করে বেরাচ্ছে এ ঘর থেকে ও ঘরে।তো কি বলবেন?আকিলের জায়গা থেকে আকিলও কিন্তু শতভাগ সফল।

IMG20220626173321.jpg

দুই ঘটনা অনেক ভাবাইলো বুঝলেন।আসলেই সফল হতে গেলে নির্দিষ্ট কোনো ক্ষেত্র লাগেনা।সেরাটা দিলে সবখান থেকেই সফল হওয়া সম্ভব।
নিজের ভেতরের হিডেন ট্যালেন্টটাই হয়তো আপনাকে আমাকে সামনের দিকে নিয়ে যাবে।গোপনে রাখবেন না,রাখা ঠিক না।প্রতিভাকে বের করুন,যত্ন নিন,দশজনের মাঝে তুলে ধরুন।আজ না হোক কাল,সফলতা আসবে ইনশাল্লাহ।

ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগেনা ভাই।আজই তার উৎকৃষ্ট উদাহরণ তো নিজেই দেখলাম আর আপনাদেরও শুনালাম।কে জানতো,ওর মতো ছেলের জীবনে এদিন আসবে।আমরা যে ওর সাথে থাকি,আমরাই তো চিন্তা করতে পারিনি কখনো।

ওর হিসাব বাদ দিন।ও যে বিষয়ে দক্ষ হয়তো আপনি আমি সে বিষয় বুঝিই না।আবার আপনি আমি যাতে দক্ষ তা হয়তো ও বোঝেনা।এমন ঘটনা থেকে আমাদের ইন্সপায়ার্ড হয়ে নিজের কাজটায় বেস্টটা দিয়ে যাওয়া উচিৎ।হয়তো মনে হচ্ছে,উপদেশ দিচ্ছি।সত্যই না,নিজেকেই রিচার্জ করছি এসব বলে।ও ওর জায়গা থেকে সফল হয়েছে আমাকেও আমার জায়গা থেকে সফল হতে হবে।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.03/07/22

Sort:  
 2 years ago 

আসলে কখন কার সফলতা আসে,তাই বুঝা যায় না।তবে পরিশ্রম করলে সফলতা আসবে।কখন কার সফলতা আসে,বলা যায় না। ভালোই বলেছেন।ধন্যবাদ

 2 years ago 

এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ আপু🌸

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61059.95
ETH 2677.49
USDT 1.00
SBD 2.61