হঠাৎ ইফতার মাহফিল(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
আমাদের ব্যাচের সবাই হয়তো বাসা ছেড়ে মেসে চলে এসেছি।কিন্তু একটা ভালো খবর হলো প্রায় ৯০% বগুড়াতে আছি।আগের মতো হয়তো সেভাবে দেখা হয়না কিন্তু সময় পেলেই সবাই একজায়গায় হয়ে বেশ ভালো আড্ডা হয়।সেদিন বোধয় বুধবার ছিল।বিকাল ৪ টার মতো বাজে।হঠাৎ করেই তুরাগ ম্যাসেন দিয়ে বললো,আজ সবাই মিলে ইফতার করা হোক,নাকি?এসব বিষয় আমার আবার খুব ভাল্লাগে।তাই ও বলা মাত্রই রাজি হয়ে গিয়েছিলাম।পরে অন্যদের জানানোর জন্য ও আমায় বলেছিল কিন্তু আমি বলেছিলাম তুই জানা।বেশি কাজে দেবে সেটা।
আরো দুই তিনজনকে জানিয়ে ও আবার আমায় ম্যাসেজ দিয়ে বললো আমার মেসের সামনে আয়,ব্রিজের দিক গিয়ে বসি।
আমার আবার ৪ঃ৫৫ থেকে প্রাইভেট ছিল।তো,আমি ব্যাগ নিয়ে একবারেই বেরিয়েছিলাম।একটা কাবলি পরে ওর মেসের সামনে গিয়ে দেখি আরো দুজন দাঁড়ায় ছিল।পরে চারজন মিলে ব্রিজের উপর গিয়ে বসে ঠিক করলাম কি করা হবে।৫০ টাকা করে তুলেছিলাম।বেশিক্ষন সময় দিতে পারিনি ওখানে।টাকা দিয়েই আমি প্রাইভেটে চলে গিয়েছিলাম।
প্রাইভেট ছুটি হতে হতে ৬ টা পার হয়েছিল।সাইকেলটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মাঠের ভেতর গিয়েছিলাম।গিয়ে দেখি বেশ অনেকজনই ছিল।আর ইফতারে বুড, বুন্দা,বেগুনী(কুমরার না কিন্তু),পিয়াজু,জিলাপী,কলা আর সাথে একটা করে মাউন্টেইন ডিউ এর ব্যবস্থা করেছিল।
IMG20220413182600.jpg

IMG20220413182548.jpg

IMG20220413182546.jpg

IMG20220413182053.jpg

সব ফ্রেন্ড একসাথে ইফতার করেছিলাম।খুব ভালো সময় কেটেছিল।
খেতে ধরে এ ওর পাত থেকে ওটা নিচ্ছে ও ওর পাত থেকে ওটা নিচ্ছে।আমার ডিউটা তো আমি খেতেই পারিনি,তার আগেই নিরব নিয়ে নিয়েছিল।ইফতার শেষে মাঠের ভেতর কিছুক্ষন আড্ডা দিয়েছিলাম সবাই মিলে।তারপর সবাই মিলে যে যার মেসের দিকে হাটা দিয়েছিলাম।

Cc.@farhantanvir
Shot on.oppo f19 pro
Location
Date.16/04/22

Sort:  
 2 years ago 

আমি অবশ্য এখন কুমড়ার বেগুনি ছাড়া খাই না😶,কুমড়া খাও টাকা বাঁচাও😎।

যাইহোক এই ধরনের প্ল্যান গুলো কিন্তু হুটহাট করেই হয়,আর বন্ধুদের সাথে সুন্দর সময়গুলো পার করতে বেশ ভালই লাগে।সুন্দর ছিল মুহূর্তগুলো।

 2 years ago 

বেগুনের বদল কুমরা,তেলের বদল পানি ব্যবহার করে কুমরানী বানাবেন🖤টাকা খুব কম খরচ হবে😁😁।।
ধন্যবাদ ভাই 🥰

 2 years ago 

বেগুনী(কুমরার না কিন্তু),

দারুণ ছিল ভাই হা হা। রমজান মাসে বিকেলে প্রাইভেট ভাবতেই তো কেমন লাগছে। বন্ধুদের সাথে ইফতার পার্টিটা দারুণ উপভোগ করেছেন। অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার সুন্দর মূহুর্ত টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

কুমরার বেগুনী চেখে দেখেছেন? 🤣😂
কি করবো ভাই,বন্ধ দিতে চায়না।যেতে বাধ্য আমি।ভালোবাসা নিয়েন🥰

 2 years ago 

এভাবে বন্ধুদের সাথে একত্রে বসে ইফতার আয়োজনে শামিল হতে পারা অনেক আনন্দের বিষয় ভাই। আপনারা সকল বন্ধু মিলে একসাথে ইফতার করে অনেক অনেক আনন্দময় সময় কাটিয়েছেন,তা আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি। আর সেই আনন্দময় সময় টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বেশি ভালো লেগেছিল যখন তুরাগ মুনাজাত ধরেছিল।ও মাত্রাতিরিক্ত দুষ্ট😁,মুনাজাতে কি না কি চাচ্ছিলো🤣
যাইহোক ভাই ভালোবাসা নিয়েন 🖤

 2 years ago 

খোলা আকাশের নিচে ইফতার বেশ দারুন তো।কুমরানী থাকলে আরো মজা হয়তো,😄😄।ভালোই মজা করেছেন মনে হচ্ছে। ভালো লাগলো।ধন্যবাদ।

 2 years ago (edited)

এই কুমরানীটাই চেখে দেখবো একদিন।হাজার হোক নেত্রী বলেছেন।
আপনাকেও ধন্যবাদ আপু🥰

 2 years ago 

মাঠে ময়দানে খুব সুন্দর পরিবেশে ইফতার মাহফিলের আয়োজন করেছেন এবং এটি দেখে খুবই ভালো লাগল যে সবাই মিলে একসাথে ইফতার করতেছেন। ধন্যবাদ আপনাকে নিজেদের ইফতারের অনুভূতি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আমাদের মেসের পাশের খেলার মাঠ ওটা।খুব ভালো লাগে ওখানে বিকেলের দিকে।খোলা মাঠে মুক্ত বাতাসে ইফতারটা আসলেই ভালো ছিল।

 2 years ago 

আপনার এই আইডিয়াটি আমরাও কাজে লাগাব বলে প্ল্যান সেট করেছি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

প্রথমেই বলি ডিউ আমার খুব পছন্দের। আমাকেও ভাই ইফতার পার্টিতে ডাক দিলে ভুলেও না করি না। আসলেই সবাই মিলে এক সাথে ইফতার করার মজাই আলাদা।

 2 years ago 

কোমল পানীয়গুলোর মধ্যে ডিউটাই আমি বেশি খাই,দামও কম😁😁।
আর সবাই মিলে কিছু করার মজাই আলাদা,তাই ডাকে সারা দেয়াই উত্তম।

 2 years ago 

বন্ধুদের নিয়ে ইফতার পার্টি খুবই ভালো কাজ সবাই এক হলে অনেক ভালো লাগা তৈরী হয়।কতো কথা কতো আনন্দ শুরু হয়। এই সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আসলেই খুব আনন্দ হয়েছিল।মন চায় ৩০ টা দিনই এমন করতে কিন্তু সম্ভব হয়ে ওঠেনা।আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

বন্ধুদের সাথে একসাথে বসে ইফতার করতে অনেক ভালো লাগে। আসলে এই মুহূর্তগুলো অনেক স্মৃতিচারণ ময়। এই স্মৃতি কখনো ভোলা যাবে না। কিন্তু আপনি বেশ সুন্দরভাবে আনন্দের মুহূর্তের ফটো গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন।সত্যি বলতে এই ব্লগগুলোই আমার কাছে স্মৃতির সংরক্ষণাগার,কোনো একদিন এগুলোই দেখবো আর সময়গুলোর কথা মনে করবো।

 2 years ago 

মাঝে মাঝে এরকম বন্ধুদের সঙ্গে ইফতার মাহফিল দিতে অনেক বেশি ভালো লাগে। ইফতারের সঙ্গে সবাই একত্রে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করা যায়। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সকলের সঙ্গে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম ভাইয়া,আসলেই ভালো সময় ছিল।ইনশাল্লাহ আরো ভালোভাবে আরেকদিন করবো।
ভালোবাসা নিয়েন 🖤

 2 years ago 

খোলা আকাশের নিচে বন্ধুদের সাথে ইফতার পার্টি করতে মজাই অন্যরকম লাগে।। দেখে বুঝা যাচ্ছে আপনি খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন।। শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

পরিবেশ,সময় আর খাবার সবই ভালো ছিল কিন্তু সবাই মিলে আমায় পচাইছে খুব🙂।
ওদের কুমরানী খায়িয়ে মেরে ফেলবো ভাবছি🤣।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58522.98
ETH 3089.61
USDT 1.00
SBD 2.41