যতটুকু পারি পরিষ্কার থাকার চেষ্টা করি(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমি ভালো আছি।

পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।নিজে যতটুকু পারি পরিষ্কার থাকার চেষ্টা করি।সত্যি বলতে বাসায় আম্মুর পর মনে হয় আমিই সব দেখাশুনা করে রাখি।বাবা তো আরামপ্রিয় লোক,এসব তার চোখে ধরেনা।খাওয়া ঘুম তার সবচেয়ে পছন্দের কাজ😅।দাদি বেচে থাকতে অবশ্য এসব বিষয়ে খুব কঠোর ছিলেন।খুব সিমসাম টাইপের লোক ছিলেন তো তাই ছোট ছোট বিষয়গুলোও তার আড়াল হতোনা।দাদি তো নেই এখন🙂,তাই বলে কি তার করা কাজগুলো আর পরে থাকবে🙃।কাউকে না কাউকে তো করতেই হয়।কাজগুলো ছোট ছিল তবে কেউ সহজে তা করতে চাইবেনা😅।
দাদি মারা যাওয়ার কিছুদিন আগের ঘটনা।প্রাইভেট থেকে বাসায় আসছিলাম।তখন বাসার গলিতে।দাদি দেখি গলির একপাশে বসে কি যেন করছে।তা কাছে গিয়ে দেখি গলির পাশে যে ছোট ছোট গাছগুলো থাকে সেগুলো খুটে খুটে তুলছেন।প্রথমে বললাম যে,ধুর এগুলো কি করেন।হুদাই,ঘরে শুয়ে থাকেন যান।এখন বুঝি কেন করতেন🙂।
কষ্ট করে বাড়ি ঘর দুয়ার গড়ে তুলেছেন।তাই যত্ন নিতে আপোষ করেননি।তখন তিনি ছিলেন তাই আমার গায়ে লাগেনি,এখন তিনি নেই।কাজগুলোও কেউ করেনা।তাই আমার এখন বুঝতে বাকি নেই কেন এ ধরনের কাজগুলো তিনি করতেন।
IMG20220123115848.jpg

IMG20220123115903.jpg

চলার পথে এরকম দেখলে ইদানিং নিজের ভেতর একটা খিচখিচানি কাজ করে🙂।ঢাকায় যাওয়ার আগে ওতোটাও খারাপ লাগছিলোনা বাট আসার পর দেখি বেশ অনেকবড় হয়ে গেছে।ঢাকা থেকে এসে পরেরদিনই গোসলের আগে লেগে পরেছিলাম ওই লাজে😊।
IMG20220123124118.jpg

IMG20220123124131.jpg
প্রায় ঘন্টাখানেক লেগেছিল।কিছু মনে হয়নি,কারণ ফোনে গান ছেড়ে দিয়ে কাজ করছিলাম😁।কাজ শেষে বালতি কোদাল সব ধুয়ে নিজের পা পরিষ্কার করে ডিরেক্ট বাথরুমে🥴,সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে ফিটফাট হয়ে আরামের ঘুম দিয়েছিলাম 😊।
নিজের কাজ নিজে করতে লজ্জা রাখলে চলেনা।অন্যের বলা কওয়া গায়ে মাখলে আর যাইহোক,বাচার মতো করে বাচা যায়না🙃।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.25/01/22

Sort:  
 3 years ago 

আপনার পরিষ্কার-পরিচ্ছন্নতার নমুনা দেখে খুবই ভালো লাগলো। সবাই যদি তার নিজ নিজ এলাকা, বাড়িঘরে এভাবে পরিষ্কার রাখত তাহলে বাংলাদেশে আর নোংরা থাকতোনা। সেন্টমার্টিন বা কক্সবাজার বেড়াতে গেলেই আমরা দেখতে পাই আমাদের পরিষ্কার এর নমুনা। জাতি হিসেবে আমরা কতটা পরিষ্কার তার উদাহরণ সর্বত্র ছড়িয়ে আছে। সবারই উচিত ব্যক্তি, পরিবার, সমাজ সবশেষে সর্বত্র এই সচেতনতা পৌঁছে দেয়া।

 3 years ago 

একদম উৎকৃষ্ট কথা বলেছেন ভাই,ব্যক্তিগত ভাবে সচেতন হতে পারলে সবই সম্ভব🌺ভালোবাসা নিয়েন💚

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62561.21
ETH 2449.99
USDT 1.00
SBD 2.64