শীত-গরমের লীলাখেলা (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

ব্যাপক উত্তেজনা নিয়ে লিখতে বসেছি। ১৯৭১ এর সেই যুদ্ধ আবার শুরু হয়ে গেছে।মানে,বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ শুরু হয়েছে।যে জিতবে সেই সেমি-ফাইনাল খেলবে।সো,কি পরিমাণ উত্তেজনা কাজ করতেছে বুঝতেই পারছেন।

যাইহোক,এবার কথায় আসি।মার্চ মাসের ওদিকে একটা টেবিল ফ্যান কিনেছিলাম।গত কয়েকদিন আগে থেকে একটু ডিস্টার্ব দিচ্ছিলো ফ্যানটা।গতকাল বাড়ি থেকে এসে দেখি পুরাই অকেজো হয়ে গেছে।রাত বেশ অনেক হয়েছিলো তাই আর ঠিক করতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

IMG20221106094108.jpg

যেহেতু হাল্কা হাল্কা ঠান্ডা পরেছে তাই ভাবলাম ওতো দরকার নেই ফ্যানের।একটা কাথা মুড়ি দিয়ে শুয়ে পরেছিলাম।তখন বোধয় রাত ২/৩ টা বাজে।গা ঘেমে তো গেছেই তার উপর মশার গুনগুন শব্দ😑।মানে,ফ্যান দিলে ঠান্ডা লাগে না দিলে গরম লাগে।যাবো কোনদিকে!

ফ্যানটা ঘুরানোর এতো চেষ্টা করেছিলাম তাও ঘুরাইতে পারিনি।ঘুম তখনই ভেঙে গিয়েছিল।শুয়ে শুয়ে কি আর করি, একটু ছন্দ মিলিয়েছিলাম।
.
.

ফ্যান হয়েছে নষ্ট,
পাচ্ছি আমি কষ্ট!
ফ্যান দিলে লাগে ঠান্ডা,
তাই ভাবলাম নষ্টই থাকুক,ফ্যান থেকে বিল আসবে আন্ডা।
কাথা গায়ে দেয়ার পর লাগে গরম!
তখন ফ্যানের দরকার পরে চরম।

মোট কথা ফ্যান দিলে লাগে ঠান্ডা, না দিলে লাগে গরম!
সবারই দেখি একই সমস্যা,তাই বলতে পাইনা কোনো শরম।
কবে পরবে কনকনে শীত?
যখন লেপ গায়ে দিয়ে শরীরে আনবো হিট!
গরম-ঠান্ডার লীলাখেলা আর তো লাগেনা ভালো,
একে তো ফ্যান নষ্ট,তার ভেতর এই খেলা জীবন অতিষ্ট করে তুললো।

IMG20221106094049.jpg

এখানে আপনারা যারা আছেন,তাদের অনেকেই বেশ অনেক ডিপ বিষয় নিয়ে লেখালেখি করেন,কবিতা লিখেন।আমার চিন্তা-ভাবনা এখনো ওতটা গভীর হয়নি।সাধারণ কিছু পেলে সেটা নিয়েই একটু ছন্দ মেলানোর চেষ্টা করি।ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ ☺️

আল্লাহ হাফেজ।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.06/11/22

Sort:  
 2 years ago 

কী আর ভাই। একাওরে আমরা জিতলেও আজ পাকিস্তান জিতে গেছে😶 অঘোষিত কোয়াটার ফাইনাল ছিল এটা।

কাথা গায়ে দেয়ার পর লাগে গরম!
তখন ফ্যানের দরকার পরে চরম।

এটা আমার সঙ্গে হচ্ছে এখন। একেবারে আমার মনের কথা বললেন হি হি। দারুণ ছিল আপনার ছন্দটা।

 2 years ago 

ওসব বলে আর লাভ নাই,কমিটি টিমই চ্যাম্পিয়ন হবে🥲।
আপনার না ভাই,সবার সঙ্গেই ওমন হচ্ছে।মেনে নেন।

 2 years ago 

যাক আপনার পুরো ঘটনাটি পড়ে ভালো লাগলো, ফ্যানটা নষ্ট হয়ে গেছে তাই রাত্রে ছন্দ মিলিয়ে কবিতা লেখার প্রচেষ্টা ভালই ছিল। আশা করি আরো ভালো ভালো কবিতা উপহার দিতে পারবেন।

 2 years ago 

দোয়া রাখবেন, ভালোবাসা অবিরাম।

 2 years ago 

দোয়া তো অবশ্যই থাকবে ভাই ধন্যবাদ ভালো থাকবেন

 2 years ago 

এই ওয়েদারটাই এমন ফ্যান দিলে ঠান্ডা লাগে আবার ফ্যান বন্ধ করলে গরম লাগে । কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই সময় ফ্যান চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতে । আপনি তো ফ্যান নষ্ট এবং মশার কামড়ে যন্ত্রণায় ঘুমাতেই পারলেন না । তা না হলে তো ফ্যান ছাড়া মোটামুটি ঘুমানো যেত এই ওয়েদারে । আবার একটি ছন্দ মিলিয়ে ফেলেছেন দেখছি। এরকম আর দু একদিন গেলে খুব ভালো কবিতা লিখতে পারবেন বুঝতে পারছি।

 2 years ago 

ওমন মনে হচ্ছে নাকি!হলে তো মন্দ হয়না😁।ভালোবাসা নিয়েন আপু 🥰

 2 years ago 

মানে,ফ্যান দিলে ঠান্ডা লাগে না দিলে গরম লাগে।যাবো কোনদিকে!

"শীত-গরমের লীলাখেলা" পোস্টের টাইটেল সত্যি অনেক দারুন ছিল। বর্তমান পরিস্থিতিতে এরকমটাই হয়েছে। কখন যে শীত আর কখন যে গরম বুঝতেই পারছি না। ফ্যান বন্ধ করে দিলে গরম লাগে। ফ্যান দিলে ঠান্ডা লাগে। এই হয়েছে বর্তমান আবহাওয়ার অবস্থা। তবে এই সময় ফ্যান নষ্ট হয়ে যাওয়া ভীষণ বিপদের।

 2 years ago 

আসলেই আপু,মানুষ মন নিয়ে ছিনিমিনি খেলে আর ওয়েদার আমার ঘুম নিয়ে খেলছে🤧।

 2 years ago 

নিজের অবস্থার সঙ্গে তাল মিলিয়ে বেশ ভালোই ছন্দ লিখেছেন। ফ্যানটা অনেক চেষ্টা করার পরেও চলল না। যদিও ঠিক বলেছেন, এখন এমনিতে ফ্যান চালালে ঠান্ডা লাগে আবার ফ্যান না চালালেও গরম লাগে। আর এই ঠান্ডা গরমে সবার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ‌‌। আপনার লেখার বিষয়বস্তুটা ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

আপনার ভালো লাগাই আমার স্বার্থকতা আপু।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61098.42
ETH 2470.86
USDT 1.00
SBD 2.64