মানুষ(১০% টু শাই-ফক্স)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,


আশা করি, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।আসলে ভালো আছি বলাটা ঠিক হবেনা,এই মুহুর্তে ভালো থাকার চেষ্টায় আছি বা খারাপ অবস্থাটাকে আড়াল করার চেষ্টা করছি।

IMG20221207184317.jpg

বড় হচ্ছি তো একটু করে।বাস্তবতা বুঝতে শিখতেছি।কখনো দেখে আবার কখনো ঠেকে।তবে কথায় বলেনা যে,বাস্তবতা বড়ই তিতা।আমার অভিজ্ঞতায় আসলেই তাই।চারপাশে নানা রকমের চিড়িয়া দেখি।প্রত্যেকেরই নিজ নিজ কিছু স্বভাব বৈশিষ্ট্য আছে তবে মানুষের তো নিজের স্বভাব বৈশিষ্ট্য আছেই এছাড়াও অন্য চিড়িয়ার স্বভাবও ভালোই আছে।দয়া করে কেউ খারাপ ভাবে নিবেন না,তিক্ত অভিজ্ঞতা আর কষ্ট থেকেই বলছি।

IMG20221207184333.jpg

আমার এই ছোট জীবনের অভিজ্ঞতা থেকে যদি নিজের ভাষায় মানুষের সংজ্ঞা দিতে যাই তাহলে বলবো,

সময় আর প্রয়োজনের সাথে পরিবর্তনশীল,কখনো ফেরেশতা কখনো পশুর মতো ব্যবহারকারী,গভীর ছদ্মবেশধারী,দুই হাত আর দুই পা নিয়ে গঠিত,দেড় কেজির একটা মাথা সম্পন্ন জীবই মানুষ।

আশা করি এটুকুতেই বুঝতে পেরেছেন আমি মানুষ সম্পর্কে কি বুঝাতে চাচ্ছি।হ্যাঁ,আমি নিজেকে এটা থেকে বাদ দিচ্ছিনা।তবে একটা সত্যি কথা কি জানেন!পরিবেশ যেভাবে চাই,সেভাবে পাইনা।আশেপাশে যারা আছে সবগুলোই দুধের মাছি।আজ যাকে ভরসা করতেছি, কাল সে ফর্সা করে দিয়ে চলে যাচ্ছে।

IMG20221207184325.jpg

ঘটনাগুলো শেয়ার করার মতো না,তাই শেয়ার করতে চেয়েও পারছিনা।শুধু একটা কথাই বলতে চাই,এই পোস্ট লেখার আগে আমি একটা মুভি রিভিউ লিখতে বসেছিলাম।সেটা একটু লেখার পর কেটে দিয়েছি,তারপর একটা রেসিপি পোস্ট লিখতে ধরলাম সেটাও লিখতে পারিনি।মন মানসিকতা এতোটা খারাপ হয়ে আছে যা বুঝানোর মতো না।
ভেতরের কথাগুলো নিংড়ে বের করে দিতে মন চাচ্ছে বাট পারছিনা।দিনদিন মানুষকে দেখে ভয় লাগে,একটা কাউকে ভরসা করার সাহস পাইনা।আগামী দিনগুলো আমার জন্য কেমন হবে আমি জানিনা,তবে এই ছোট জীবনের অভিজ্ঞতাই বড্ড তিক্ত হয়ে গেছে।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDo...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBduWScUFFxQ8XYYWKibqh3L.png

দিনশেষে যার কষ্ট তার কাছেই থাকে।মাঝে হয়তো কিছু শান্তনা আসে,অনেক ক্ষেত্রে তার পিছেও কাহিনি লুকিয়ে থাকে।
যাইহোক সবাই ভালো, থাকবেন সুস্থ থাকবেন।মানবজাতির জয় হোক।

আল্লাহ হাফেজ।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.22/01/23


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

হ্যাঁ ভাই আপনার কষ্ট কিছুটা হলেও অনুভব করতে পেরেছি। হয়তো মানুষের কাছ থেকে আপনি যে খারাপ প্রত্যাশা পেয়েছেন যেটা কখনো আশা করেননি। মানুষ যখন খারাপের দিকে চলে যায় পশুর ন্যায় আচরণ করে। তাই মানুষ হিসেবে উচিত সবার সাথে মনুষত্ববোধ দেখিয়ে চলা।

 2 years ago 

আসলে ভাই আপনার কথাগুলো পড়ে খুবই ভালো লাগলো একদম বাস্তব কথাগুলোই তুলে ধরেছেন যদিও কথাগুলো শুনতে তিতা।
মানুষের আজব প্রাণীর নাম যার কিনা উপরের বর্ণ দেখে বিতর বোঝা খুবই কষ্ট।
মানুষকে চেনা যায় তার সাথে মিশে কখনো জিতে অথবা কখনো ঠকে।।

 2 years ago 

আপনার ভেতরের কষ্ট কি সেটা আমি জানিনা।তবে মানুষ বহুরূপী আমরা সকলেই জানি।তাছাড়া সময়ের সঙ্গে সঙ্গে আমরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সমর্থ হই যখন নিজে আঘাত পাই তখন।লেখাটি ভালো ছিল, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57393.77
ETH 2439.11
USDT 1.00
SBD 2.33