"এসো নিজে করি - ফ্যান্টম এর কার্টুন মডেল তৈরী।"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সারাদিন শুয়ে-বসেই কেটে যায়।একদিনের একটা পোস্টে মৌয়ের তৈরি একটি মাকড়সা দেখাইছিলাম যেটা ছিল আটা দিয়ে বানানো।কাল ক্যানজানি হঠাতই মনে হলো ওমন করে আমি একটা মানুষ বানানোর ট্রাই করি।কোনো রকমে তৈরিও করেছি।পরে ভাবলাম একটা তো নাম দেয়া দরকার।নামও দিয়েছি।বলতে পারবেন কোন নাম দিয়েছি?
আরে বাবা দেয়ার মতো নাম তো একটাই,@rme ।সেই নামটাই দিয়ে দিছি।পুরোটা কিন্তু মজার ছলেই তৈরি।কেউ সিরিয়াসলি নিয়েন না আবার।

তো চলুন দেখাই কিভাবে আমি @rme দাদার শরীর তৈরি করেছি।


IMG20210727111607.jpg
আটা দিয়ে মানুষ বানাবেন তো আটা নিতে হবেনা?তাই আগে আটাই নিয়েছিলাম।
IMG20210727112233.jpg
হাড়-হাড্ডির ও তো বিষয় আছে নাকি?টুথপিকই নাহয় হাড্ডি হিসেবে দায়িত্ব পালন করুক।
IMG20210727111827.jpg
রক্তের বদল একটু পানি ব্যবহার করেছিলাম।
IMG20210727112845.jpg
তারপর রক্ত-মাংস মানে আটা আর পানি মিশিয়ে কাই করে নিয়েছিলাম।
IMG20210727113153.jpg
বেশ শক্তিসম্পন্ন একটা বলিষ্ঠ বডি বানিয়ে ফেলেছিলাম ওই কাই দিয়ে।
IMG20210727113421.jpg
তারপর বানিয়েছিলাম আসল জিনিস।বুদ্ধিতে ভরপুর একটি মাথা।
IMG20210727114659.jpg
মাথা আছে,বডি আছে তো হাত-পা লাগবেনা?সেই হাত-পায়ের ফ্রেমই আছে ছবিতে।
IMG20210727115627.jpg
প্রায় সম্পন্ন হয়ে গেছে।
IMG20210727121114.jpg
এবার ভূমিষ্ঠ হয়েছে।
নবজাতককে তো হাল্কা রোদে ভিটামিন-ডি এর জন্য বোধয় রোদে রাখা হয়,তাইনা?তো এ ক্যান বাদ যাবে?তাই রোদেও রেখেছিলাম ঘন্টাখানেক।

IMG20210727125130.jpg
রোদ দেয়া শেষ।এবার কাপড় পড়িয়ে বাবু বানিয়ে দাঁড়িয়ে রেখেছি।

আবারো বলতেছি,সম্পুর্নটাই কিন্তু মজার ছলেই করেছি।কেউ সিরিয়াসলি নিবেন না।

CC: @farhantanvir
Location
Date:28/07/21

Sort:  
 3 years ago 

যাক বিষয়টি মজার ছলে করেছেন এবং সুন্দর হয়েছে যদিও আমি দাদাকে কখনো দেখিনি এবং চেহারা কেমন সেটাও জানি না

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।আমি নিজেও দেখিনি কখনো।

 3 years ago 

আপনার লেখাগুলি পড়ে খুব মজা পেলাম।দাদাকে নিয়ে তৈরী পুতুলটি ভালো ছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া🥰

 3 years ago 

দাদা কে যদিও দেখিনি কিন্তু আমি খুব ইনজয় করলাম আপনার ব্লগটি 😇

 3 years ago 

আমার প্লেজার😊ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালো হয়েছে, এই ধরণের DIY প্রজেক্ট আরো চাই :)

বি: দ্রঃ পোস্টের টাইটেলে DIY লেখাটা যোগ করে দিন । এই রকম করতে পারেন টাইটেলটি -

"এস নিজে করি - ফ্যান্টম এর কার্টুন মডেল তৈরী (DIY - creating cartoon model of Phantom)"

 3 years ago 

আপনি যে বিষয়টি এতো সুন্দর ভাবে নিবেন দাদা,তা আপনার ভাবনার বাহিরে ছিল।এতো উৎসাহ যখন দিলেন ইনশাল্লাহ আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।🥰

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 95767.84
ETH 3622.54
USDT 1.00
SBD 3.75