কর্মফল ঠিকই মিলে যাবে

in আমার বাংলা ব্লগ3 years ago

অন্যের থেকে মোটিভেশনাল গল্প শুনতে এবং তা থেকে মোটিভেট হতে আমার বেশ ভালোই লাগে।সময় খারাপ গেলেই সেগুলো বেশ কাজে আসে।আজ ফিজিক্স প্রাইভেটে পরিক্ষা নিয়ে কথা চলছিল।প্রসংগক্রমে স্যার একটি গল্প শুনিয়েছিলেন।তো মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি।

অফিসের বসের আন্ডারে একজন ম্যানেজার ছিল।ম্যানেজারের আন্ডারে আবার কিছু স্টাফ ছিল।তো একদিন কোনো কারণে অফিসের বস ম্যানেজারের সাথে অনেক রাগারাগি করেন।এতে ম্যানেজারের মাথায় রাগ উঠে এবং বসকে বকতে না পেরে তার আন্ডারে থাকা এক স্টাফের উপর রাগ ঝাড়ে।এবার স্টাফেরও সেই একই দশা।ও আবার ওর নিচের পোস্টের কাউকে না পেয়ে অফিসের দারোয়ানের সাথে রাগারাগি করে।
দারোয়ান কি করবে এবার?ও কার উপর রাগ ঝাড়বে?ওকেও তো রাগ ঝাড়তে হবে।
ও আর কাউকে না পেয়ে বাড়ি ফিরে বউয়ের উপর রাগারাগি করে।কাহিনী এখানেই শেষ না।বউয়ের কি রাগ নাই?হ্যাঁ, তার রাগও আছে আর রাগ ঝাড়ার মানুষও আছে।ছেলেটার উপর ব্যাপক রাগারাগি করে।সারাদিন পড়াশুনার নাম নাই,খালি খেলা।
এবার বেচারা কি করবে?ওর নিচে তো আর কেউই নাই।রাস্তায় বের হয়ে একটি ঢিল দয়ে কুকুরকে মেরে সে তার রাগ ঝাড়ে।
কুকুর ঢিলের আঘাতে দৌড়াতে দৌড়াতে আচংকাই এক লোককে কামড় দিয়েছিল।বলুন তো সেই লোকটি কে?আর কেউ নয়,সেই লোক হলো অফিসের বস।

hands-1917895_640.webp
Link
তো কি বুঝলেন?আপনি যে কাজই করেন না কেন,তার প্রতিদান আপনি ঠিকই পাবেন।প্রত্যাহিক জীবনে ছোট বড় নানা কারণে আমরা কত লোকের উপর রাগারাগি করি,বকাঝকা করি।এতে অনেকেই প্রকাশ না করলেও রাগ ঠিকই হয়।আর সে কাজের ফলও আপনি ঠিকই পান।তাই,চেষ্টা করবেন অন্যের সাথে রাগারাগি না করার কিংবা হিনঃমনতা প্রকাশ না করার।

Cc.@farhantanvir
Date.09/10/21

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64544.47
ETH 3417.27
USDT 1.00
SBD 2.48