যা দেখছি সবই অচেনা লাগছে

in আমার বাংলা ব্লগ3 years ago

মনের ভেতর ভীতি নিয়ে সব স্টিমিয়ানদের জানাই ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।
২০১৯ সাল।ক্লাস ৮ এ জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৯ এ উঠেছিলাম।সাইন্স বিভাগ নেয়ায় ফিজিক্স,কেমিস্ট্রি,বায়োলজি আর হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো যুক্ত হয়েছিল।৮ এ যে বিজ্ঞান বইয়ে এই সব সাব্জেক্ট একসাথে ছিল ৯ এ এসে বিস্তারিত রুপ নিয়ে আলাদা ভাগ হয়েছে।৯ এর শুরুর দিকে কিচ্ছুই বুঝতাম না।মাথার উপর দিয়ে যেত সবকিছু।তারপরেও প্রথম ৪/৫ মাস ওতো গায়ে লাগায়নি।ধীরে ধীরে সব বিষয়গুলোই ক্লিয়ার হয়ে গেছিলো অবশ্য।মোটামুটি একটা আয়ত্তের ভেতর এসেছিল।

IMG_20211107_195031.jpg

IMG20211107194859.jpg

হঠাৎ করে করোনা সাহেবের আগমন।পুরো দেশ স্তব্ধ।শিক্ষাখাতে বেহাল দশার সূচনা হয়েছিল।৭/৮ মাস চর্চার বাহিরে থাকায় সব প্রায় ভুলেই গিয়েছিলাম।প্রায় ১ বছর পেরিয়ে স্কুল খোলার পর এস,এস,সি এক্সামের সিলেবাস শর্ট করার পাশাপাশি এক্সামের বিষয় করা হলো তিনটি।১০০ মার্কের এক্সাম প্রাকটিক্যাল সহ ৩৭ মার্কে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।ছাত্র হিসেবে ওতটা খারাপ না।তিন সাবজেক্টের তিনটিই প্রায় কমপ্লিট।কিন্তু তারপরেও ইদানিং মাত্রাতিরিক্ত ভয় লাগছে এক্সাম নিয়ে।ফিজিক্স পড়তে গেলেই সব নতুন লাগছে।মনে হয় কখনো দেখিনি।এদিকে s=vt প্রতিপাদন করছি ওদিকে v=ir ভুলে যাচ্ছি।কেমিস্ট্রিতে জৈব যৌগ পড়তে গিয়ে অজৈবগুলো ভুলে যাচ্ছি।
অথচ,সবই পড়েছি।এমন নয় পারতাম না,পারতামও।কিন্তু এই সময় এসে এমন হচ্ছে যার জন্য কনফিডেন্স লো হয়ে যাচ্ছে।গভীরভাবে ভাবতে গেলে মাথা আউলায় যাচ্ছে।আর আছে ৭ দিন,তার আগে এমন হচ্ছে।কি যে হবে!!!

cc.@farhantanvir
shot on. Oppo f19 pro
Location
Date.07/11/21

Sort:  
 3 years ago 

করোনার জন্য দেশের শিক্ষাব্যবস্থা অনেক পিছিয়ে গেছে।জীবনের সব থেকে বর ক্ষতি হয়েছে আমার এই করোনার জন্য।তবুও ভাগ্যের দোহায় দিয়ে নিজেকে সামলে নিয়েছি। ভয় কে জয় করতে শিখুন নিজের চেষ্টার সাথে থাকুন ভালো কিছু হবে।শুভ কামনা রইল।

 3 years ago 

ইনশাল্লাহ ❣️ ভালোবাসা সীমাহীন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61195.23
ETH 2975.65
USDT 1.00
SBD 2.47