মোবাইল ফোন দিয়ে প্রজেক্টের তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা কেমন আছেন সবাই?মনে তো হয় ভালোই আছেন।আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।আজ, "এসো-নিজে করি" সপ্তাহের শেষ দিন।তাই শেষ দিনেও ছোট একটি ডিআইওয়াই পোস্ট নিয়ে আপনাদের সামনে এসেছি।

প্রজেক্টের নামঃমোবাইল দিয়ে প্রজেক্টের তৈরি।
উপকরণঃ

  • জুতার বাক্স
  • আতশ কাচ
  • ব্লেড/চাকু
  • গ্লুগান
  • মোবাইল ফোন
  • সাদা কাগজ

IMG_20210915_062054.jpg

প্রজেক্টের ভেবে ভাববেন না যে আহামরি শ্রম।কিচ্ছুই না।জাস্ট ১০ মিনিটের ব্যাপার।আর কাটাকাটির বিষয়ে আপনার যদি দক্ষতা থাকে তাহলে ১০ মিনিটও লাগবেনা।

কার্যপদ্ধতিঃ

ধাপ-১ঃ
আতশকাচের মাপ অনুযায়ী জুতার বাক্সের প্রস্থের দিকে একটা অংশ কেটে নিতে হবে। ছবির মাধ্যমে বুঝায় দিচ্ছি।
IMG20210818125848.jpg

IMG20210818130533.jpg

ধাপ-২ঃ
এবার কেটে নেওয়া অংশে গ্লুগান দিয়ে আতশকাচটি বসায় দিতে হবে।
IMG20210818130737.jpg

শেষ,,আপনার প্রজেক্টের তৈরি হয়ে গেছে।এবার এটা ব্যবহার করবেন যেভাবেঃ-

১/ফোন থেকে একটি ভিডিও প্লে করে জুতার বাক্সের ভেতোর রাখবেন।আর এটা যেহেতু প্রজেক্টের তাই আতশকাচের সামনাসামনি একটা সাদা কিছু রাখবেন।এক্ষেত্রে আমি সাদা কাগজ ব্যবহার করেছিলাম।

২/কাজটা অবশ্যই অন্ধকার জায়গায় করতে হবে।

৩/ফোনের ব্রাইটনেস একদম ফুল রাখবেন আর ভিডিওটা অবশ্যই উলটা করে বাক্সের ভেতোর রাখবেন।ভিডিও চলাকালীন স্ক্রিন লক করে রাখবেন।

এবার ভিডিও চলাকালীন সময়ের ছবি দেখাই।অন্ধকার তো,সেজন্য ছবিটা খুব একটা ভালো আসেনি।তবে আমি বলতে পারি যে আপনারা যদি চান তো ট্রাই করতে পারেন। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ আমি এতেই দেখেছিলাম।
IMG20210915061326.jpg
দুই-তিনটা ছবি তুলেছিলাম,এটাই একটু বোঝার মতো হয়েছিল।
আশা করি,বানালে বুঝতে পারবেন।

cc.@farhantanvir
shot on.oppo f19 pro
location
date. 15/09/21

Sort:  
 3 years ago 

খুব সহজে বেশ সুন্দর একটা জিনিস তৈরি করেছেন। খেলা দেখার সময় এটা ভালই কাজে লাগানো যাবে। মোবাইল স্ক্রিনে দেখার থেকে এভাবে দেখতে বেশি মজা লাগবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন,ধন্যবাদ❤️

খুব ইউনিক বুদ্ধি ভাই।এরকম ভাবে আমি চিন্তাও করিনি।এভাবে খেলা দেখতে পারলে আমার মনে হয় খুব ভালো লাগবে।অনেক ধন্যবাদ ভাই আপনার ট্যালেন্ট শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ভালোবাসা নিয়েন ভাই ❤️

 3 years ago 

অনেক সুন্দর ভাবে জিনিটা উপস্থাপন করেছেন।ধাপে ধাপে বেশ সুন্দর গুছিয়ে লিখিছেন।অনেকের উপকার হবে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

স্বাগতম❤️

সাধ্যের মধ্যে সবটুকু সুখ, চাক্ষস প্রমান দিলেন।।।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ 🥰

 3 years ago 

এতো কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেললেন।দারুন কাজ হয়েছে। এটাই জুগারু চিন্তা ভাবনা। জুতোর বাক্স দিয়ে প্রজেক্টার। 🤗

 3 years ago 

ধন্যবাদ দাদা❤️

 3 years ago 

চমৎকার আইডিয়া।চোখের ক্ষতি হবে না।সুন্দর প্রজেক্ট বানিয়েছেন আপনি।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

স্বাগতম,, দোয়া রাখবেন দিদিমণি ❤️

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63855.79
ETH 3113.00
USDT 1.00
SBD 4.04