আর মাত্র ৮ দিন (১০% টু শাই ফক্স)

in আমার বাংলা ব্লগ2 years ago

থাম্বনেইলের ছবি দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন কি নিয়ে লিখতে যাচ্ছি!প্রকৃতপক্ষে আমি অন্যদের মতো ফুটবলের পাগল ভক্ত না।আর যদি একদমই সত্য স্বীকার করতে হয় তাহলে বলবো,ওতো ভালোভাবে বুঝিই না ফুটবল।বাট,দেখতে খুব ভালো লাগে।
IMG20221111163228.jpg

ফুটবল ভক্ত না হলেও ওয়াল্ড কাপের এই সময়টা ভালো লাগার অনেক কারণ আছে।যে বিষয়টা সবচেয়ে বেশি টানে তা হলো,পিচ্চি থেকে বুড়া সব শ্রেণির মানুষের মাঝে এই আয়োজন নিয়ে উত্তেজনা চলে।
কে আর্জেন্টিনা কে ব্রাজিল এই নিয়ে মাঝে মাঝে ঝগড়াও বেধে যায়।কোন পাড়া কত বড় পতাকা বানায় তা নিয়েও প্রতিযোগিতা শুরু হয়ে যায়।মানে চারিদিকে উৎসব উৎসব ব্যাপার হয় একটা।
রাস্তার ধারের হকারদের নতুন আইটেম হিসেবে আসে পতাকা,জার্সি,মাথায় বাধা কাপড়।কম-বেশি সব বাসার উপড়েই উড়তে থাকে বিভিন্ন দেশের পতাকা।আসলেই এই বিষয়গুলো অনেক বেশিই ভালো লাগা তৈরি করে দেয়।

IMG20221111163156.jpg
খেলা না বুঝলেও ক্লাস ৪ থেকেই ওয়াল্ড কাপ দেখতে যেতাম।মানে ২০১৪ সাল থেকে আরকি।খেলা তো বেশিরভাগই রাত ১২ টার পর হয়।আমি ঘুমিয়ে যেতাম।বাবা বাহিরে পর্দায় খেলা দেখতো।তো আমি আগেই বলে রাখতাম,কাউকে পাঠাবা আর আম্মু তখন আমায় ডাক দিয়ে দিবে।আমি খেলা দেখতে যাবো।হয়তো কোনোদিন জাগনা পেতাম আবার কোনোদিন পেতাম না।
১৮' এর সময় তো ক্লাস ৮ এ উঠেছি।সেবার একা একাই যাওয়া শিখেছি।আর্জেন্টিনা বোধয় লাস্ট ম্যাচে ফ্রান্সের কাছে ৪ টা গোল খেয়ে আসর থেকে বিদায় নিয়েছিল।ওইদিন গালে পতাকা আকিয়ে নিয়েছিলাম🫠।বাট তাও শেষ রক্ষা হয়নি।

IMG20221111163202.jpg

এবার তো আছি বগুড়াতে।যদি পার্থক্য করতে যাই তাহলে বলবো,আমাদের ওখানেই হয়তো একটু বেশিই উৎসবমুখর পরিবেশ থাকে।এবারো হয়তো তাই আছে।খেলা শুরু হওয়ার পর কি হবে জানিনা,তবে প্ল্যান আছে আর্জেন্টিনার ম্যাচগুলোর সময় মেসের সবাই একসাথে পর্দায় খেলা দেখতে যাবো।
ভেবেছিলাম জার্সি কিনবো।কিন্তু পরে আর কিনলাম না কেন জানেন?কারণ বেশ অনেকগুলো। ফ্রেন্ড সার্কেলের প্রায় সবগুলোই ফুটবল বিশেষজ্ঞ।জাস্ট ওয়াল্ড কাপের সময় নাচানাচি করি জন্য ওরা সিজনাল বলে মজা নেবে।আবার আরেকটা কারণ হলো,টিম হিসেবে আর্জেন্টিনা ফেভারিট হলেও জার্সির রঙ একটুও ভালো লাগেনা🥲।

যাইহোক,আর ৮ দিন বাকি।তারপরেই ওয়াল্ড কাপ শুরু হবে।সবাই খেলা উপভোগ করবেন,নিজের পছন্দের টিমকে সাপোর্ট করবেন কিন্তু লিমিট ক্রস করে কিচ্ছু করবেন না🙏।
আমি সিজনাল ফ্যান।তাই ফুটবল নিয়ে ওতো কিছু বলতে পারবোনা।জাস্ট মজা নেওয়ার জন্যই ফুটবল দেখি।ঘুরে ফিরে একটাই কথা বলে শেষ করবো, এবার আর্জেন্টিনা কাপ নিবে

🇦🇷🇦🇷🇦🇷🤘🇦🇷🇦🇷🇦🇷

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.12/11/22


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

received_3387705208174259.jpeg

received_665979178268294.jpeg

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাই থাম্বনেইলের ছবি দেখেই বুঝে গিয়েছি আপনি কিসের কথা বলছেন।

ওইদিন গালে পতাকা আকিয়ে নিয়েছিলাম🫠।বাট তাও শেষ রক্ষা হয়নি।

আপনি যে দলের সাপোর্ট করেন ইমোশনাল হয়ে সেই দলকে নিয়ে একটু বেশি মাতামাতি করবেন এটা স্বাভাবিক। তবে যথাযথ পারফরমেন্স না করলে একটু কষ্ট হতেই পারে।

 2 years ago 

এবার ইনশাল্লাহ সব ভালো হবে।আমরা আশাবাদী। বেস্ট একটা একদশ সাজানো হয়েছে।

 2 years ago 

আর মাত্র ৮ দিন আছে। তারপরেই দেখা যাবে কে কাপ নিয়ে যায় ‌। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপনার গল্পটি পড়ে খুবই ভালো লাগলো আমার কাছে। খুবই সুন্দরভাবে লিখেছেন। ফুটবল খেলা আমার কাছে খুবই ভালো লাগে। সবাই মিলে রাত্রেবেলায় খেলা দেখার মজাটাই আলাদা।

 2 years ago 

হ্যাঁ ভাই,এবারো প্রায় সব ম্যাচই রাত ১ টায়।দেখে ভালোই মজা পাওয়া যাবে।

 2 years ago 

আপনার মত আমিও সিজনাল ফ্যান। শুধুমাত্র বিশ্বকাপের সময় ফুটবল খেলা দেখা হয়। এই বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অন্যরকম একটা উত্তেজনা কাজ করে। যেবার মুখে পতাকা আঁকলেন সে বারই আর্জেন্টিনা এমন গোলটা খেলো। যাইহোক আশা করি এবার ভালো কিছু হবে। সবাই অনেক আনন্দ নিয়ে খেলা উপভোগ করতে পারবে।

 2 years ago 

হ্যাঁ,খেলায় উত্তেজনা কাজ করে জন্যই দেখা আরকি।নাহলে তো তেমন বুঝিই না খেলা😂।
ধন্যবাদ আপু।

 2 years ago 

উই লাভ আর্জেন্টাইন, আপনার মতো আমিও সেইম ভাবে খেলা দেখতাম সব সময় আমার খেলা নিয়ে জ্ঞান হবার পর থেকেই আমি আর্জেন্টাইন ফ্যান এবারো জার্সি কিনেছি পতাকা কিনেছি আবেগ সেতো ধরে রাখার জিনিস না।ধন্য বাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাই শুনে ভালো লাগলো।ইনশাল্লাহ ভালো কিছু হবে।জমজমাট একটা আসর হবে।

 2 years ago (edited)

আমি ভাবলাম আটদিন পরে কি না কি হবে। তবে আমি একজন ব্রাজিল সাপোর্টার হয়েও বলতে চাই আপনার আর্জেন্টিনার বিগত পারফরমেন্স অনেক ভালো। এবারের বিশ্বকাপটা জমে উঠবে। শুভেচ্ছা রইল 🌼

 2 years ago 

তাই নাকি ভাই!গ্রেটেস্ট শো অন আর্থ,এ তো কম কিছু না।
যাইহোক ভাই,জমজমাট একটা আসর হোক,সেটাই প্রত্যাশা।

 2 years ago 

আর্জেন্টিনা আর ব্রাজিলকে নিয়ে মাতামাতিটা বেশি থাকে। তবে আরও অনেক ফুটবল টিম রয়েছে তারাও ভালো খেলে তবে আমি বুঝি না কেন যে এই দুই দলকে নিয়ে এত মাতামাতি। আপনার মত আমিও ফুটবল ভক্ত নই। ক্রিকেট খেলাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই ক্রিকেট খেলায় সবচেয়ে বেশি দেখা হয়। ফুটবলের মধ্যে বিশ্বকাপ খেলা টাই দেখা হয়। যাইহোক, আশা করি এবার আর্জেন্টিনা ভালো কিছু করবে।

 2 years ago 

ইনশাল্লাহ, মেসির স্বপ্নটা পূরন হলে আসলেই ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63