শান্তির মা কি মারা গেছে?

in আমার বাংলা ব্লগ3 years ago

শান্তি,খুব ছোট্ট একটি শব্দ।কিন্তু এর ব্যাপকতা অন্যান্য শব্দের থেকে অনেক বেশি।এই ছোট্ট শব্দটাকে নিজের দখলে নিতে কারো জীবনের মেয়াদই ফুরিয়ে যায়।
dove-41260_640.png
Pixabay

প্রায় প্রত্যেকের জীবনেই কম-বেশি এমন একটা মানুষ আছে যার জন্য আমাদের এক বুক ভালোবাসা জমা থাকে।নিজের জীবনটা যদি তার জন্য কখনো বাজি রাখতে হয় তাও আমরা পিছু পা হবো না।সে হতে পারে,মা-বাবা,ভাই-বোন,বন্ধু বা স্ত্রী কিংবা সন্তান।মনে হয় যে পৃথিবীর সমস্ত শান্তি তার কাছে গেলেই পাওয়া যাবে।

হঠাৎ একদিন দেখলেন আপনার সেই প্রিয় মানুষটা আপনার এক জোড়া স্যান্ডেল নিয়ে পালিয়ে গেছে।পরিস্থিতিটা মেনে নেওয়া কষ্টকর হলেও কাহিনীটা ভেবে কিন্তু একটু হাসি আসবেই।যে মানুষটার জন্য আপনি নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত ছিলেন,সি মানুষটা কিনা আপনার এক জোড়া জুতা নিয়ে হারিয়ে গেছে।যার জন্য পুরো জীবনটা তুলে রেখেছিলেন সে যখন জীবনটা না নিয়ে জীবনের সাথে জড়িত খুব সামান্য কিছু নিয়ে গায়েব হয়ে যায় তখন বিষয়টা কষ্টকর হলেও কিন্তু হাসি পায়।
আমরা সবসময় ব্যস্ত থাকি এগুলো নিয়ে যে;কার কাছে কি আছে?কার কাছে কি পাবো?এধরনের কাজগুলো নিয়ে।মনোযোগ সবসময় এগুলোতেই থাকে।যখন আপনি কাউকে ভালোবাসবেন,কাউকে পাশে পাবেন আর আপনার চিন্তা-ভাবনা যদি এমন হয় যে আপনি দিতে ইচ্ছুক নিতে নন তাহলে চলতি পথে কিন্তু অনেক ভালো মানুষের দেখা আপনি পাবেন।দেয়া-নেয়ার এই হিসাবটা যদি একটু পালটে ফেলা যায় তাহলেই কিন্তু ভালো কিছু আবেগ,খুনশুটি,সম্পর্কের সাথে আমরা জড়িয়ে থাকতে পারবো।আর এতে কি হবে জানেন?সেই ছোট্ট শব্দটাকে আমরা অর্জন করতে পারবো।

boys-1793421_640.jpg
Pixabay
এই শব্দটাকে নিয়ে আমাদের একটা কথা আছে।যেটা কিনা হলো,"শান্তির মা মারা গেছে।"আসলে শান্তির মা বা বাবা কিংবা শান্তি কেউই মারা যায়নি।অনেকসময় আমরা নিজেরাই শান্তিকে মেরে ফেলি।আমরা যদি চাই তাহোলেই এই শান্তিকে ধরে রাখতে পারি।চোখ বন্ধ করলেই বুকের ভেতোর দিয়ে একটা শান্তির বাতাস বয়ে যাবে।
যারা আপনার জন্য এক বুক ভালোবাসা নিয়ে বসে আছে,তাদের চিনতে শিখুন।কখনো যদি তার প্রয়োজনে আপনি এক গ্লাস পানি দেন,একদিন দেখবেন সে আপনার প্রয়োজনে এক সাগর পানির ব্যবস্থা করে দেবে।জাস্ট চিন্তা ধারাটাকে একটু ঘুরায় ফেলুন।

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

Cc.@farhantanvir
Date.24/08/21

Sort:  
 3 years ago 

কখনো যদি তার প্রয়োজনে আপনি এক গ্লাস পানি দেন,একদিন দেখবেন সে আপনার প্রয়োজনে এক সাগর পানির ব্যবস্থা করে দেবে।

সবটুকুই ভাল লেগেছে। তবে এই দুই লাইন সবচেয়ে বেশী ভাল লেগেছে। ভালবাসার মানুষের জন্যে আমাদের এই দেয়া-নেয়া চলতে থাকুক :)

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া🥰

 3 years ago 

খুব গভীর এবং জটিল ভাবে বিষয়টি বর্নণা করেছেন। মূলত আপনি যার জন্য জীবন দিতে প্রস্তুত সে আপনার জুতা নিয়ে পালিয়েছে। অর্থাৎ সে হয় আপনার মনের কথা জানত না। না হয় সে আপনার জীবনের চেয়ে জুতার মূল‍্য তর কাছে অধিক।
কিন্তু আপনার দরকারে সে আপনাকে তার জীবন তো দূরে থাক তার জুতাও আপনাকে দিত না। এরকম বন্ধু কিছু থাকা ভালো এতে করে মানুষ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়।

 3 years ago 

সঠিক বলেছেন ভাইয়া😊

 3 years ago 

🙂🙂

 3 years ago 

খুব সুন্দর বর্ননা করেছেন।টাইটেল দেখে আমি একটু মজা পেয়েছি।তবে এটি সত্যি আমরা অনেক সময় নিজেরাই কাছে আসা শান্তিকে দূরে সরিয়ে দেই।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একটু দৃষ্টি আকর্ষনের জন্যই ওমন টাইটেল দিয়েছি😁😁

 3 years ago 

আপনার একটি কথা আমার খুব চমৎকার লেগেছে। শান্তির মা কখনোই মারা যায় না, বরং আমরাই শান্তিকে মেরে ফেলছি।ঠিক বলেছেন আপনি♦

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনার ভালো লাগাই আমার স্বার্থকতা❣️

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64038.60
ETH 3148.89
USDT 1.00
SBD 3.97