স্বপ্ন(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

স্বপ্ন,ইচ্ছা,কল্পনা এই বিষয়গুলো কিছুটা সাদৃশ্যপূর্ণ।এগুলোই অনেককে বাচতে শেখায়,আবার অনেককে বাচিয়ে রাখে।ছোট থেকে স্বপ্ন বুকের ভেতর আমিও পুষে আসছি।এগিয়ে চলছি সেটাকে মাথায় রেখেই।বেশ কঠিন কঠিন পথ পাড়ি দিচ্ছি এবং সামনেও দিতে হবে।তারপরেও স্বপ্ন হাতের মুঠোয় আসবে কিনা জানিনা🙂।
IMG-20220110-WA0007.jpeg

IMG-20220110-WA0009.jpeg
ছোটবেলায় একটা স্বভাব ছিল আমার।অসুখ হতো,বাবা ডাক্তারের কাছে নিয়ে যেতো।চেম্বার থেকে আসার সময় বাসায় না এসে বাবাকে জোর করে নিয়ে যেতাম খেলনার দোকানে।বারবারই এমন করতাম।তেমনই কোনো একবার ছবির জিনিসগুলো কিনে নিয়েছিলাম।তখন হয়তো খেলার জন্যই নিয়েছিলাম কিন্তু ওটাই আমার স্বপ্ন🙃।
স্ট্যাথেস্কোপ দিয়ে বাবার বুক দেখতাম।ওই আইটেমগুলোর ভেতর একটা চশমা ছিল,সেই চশমা পড়ে বুক দেখতাম।সেসময় ব্রোডিল লিভো নামের একটা ঔষধ খেতাম,যেটা ছিল কাশির।ওই ঔষধ ছাড়া তখন কোনো ঔষধের নাম জানতাম না।তো দেখতাম বাবার বুক আর লিখে দিতাম কাশির ঔষধ😅।
ঢাকায় আসার আগে গোছাগুছি করার সময় একটা বাক্সে ওগুলো খুজে পেয়েছিলাম।ঠিকঠাক ছিলনা।এটা খুলে গেছে ওটা খুলে গেছে😕।তাও যে আছে সেটাই বা কম কি🙃।
আল্লাহ ভরসা,এগিয়ে যাচ্ছি স্বপ্নকে মাথায় রেখে😊।এখন কি হবে না হবে উপর ওয়ালা জানেন🙂।জীবন এখন সংকটপূর্ণ 💔

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.17/01/22

Sort:  
 3 years ago 

আপনার লিখাটি পড়ে নিজের স্বপ্নের কথাও মনে পরে গেলো।গুছানো লিখা আপনার।

তবে,
লিখার পরিমাণ আরো বাড়াতে হবে,লিখার পরিমাণ খুবই কম এই পোস্টে।আপনি একজন আমাদের ভেরিফাইড মেম্বার।আপনার বিগত দিনের লিখাগুলোও পড়েছি কম বেশি। তাই বলবো আপনি কোয়ালিটিফুল পোস্ট করতে পারেন,তা জানি আমি।আশা করছি আপনি আপনার সমস্যাটি বুঝতে পেরেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপু, ভুল ধরে দেয়ার জন্য।পাশে থাকবেন সবসময়। ভালোবাসা নিয়েন 😊

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62716.82
ETH 2447.73
USDT 1.00
SBD 2.65