দি ককরচ থিওরি

in আমার বাংলা ব্লগ3 years ago

যেকোনো কাজ শুরু করতে গেলে সেটা নিয়ে পরিকল্পনা করতে হয়।সেসময় অনেকে বলে আরে যা,"তোর দ্বারা এটা হবেনা।কাজটা করার জন্য যে বুদ্ধি,ক্ষমতার দরকার তার কোনোটাই তোর ভেতোর নেই।পারবিনা তুই।"কাজ শুরু করার আগেই এমন নেগেটিভ কমেন্ট শুনি জন্য আমরা সেই কাজের দিকে আর অগ্রসর হই না।যদি আপনারাও এমন করে থাকেন তাহলে একটা গল্প শুনাই,আশা করি কাজে দেবে।
IMG_20210820_151238.jpg

দুজন মহিলা একটি রেস্টুরেন্টে বসে নাস্তা করছিল।হঠাৎ করে একটা তেলাপোকা এসে তাদের টেবিলে বসলো।তেলাপোকা দেখে এক মহিলা তো চেয়ার থেকেই পড়ে গেছে আরেকজন এতো জোড়ে চিৎকার করে উঠেছিল যে রেস্টুরেন্টে বসা বাকি লোকগুলো তার দিকে তাকিয়ে ছিল।সবাই ভাবতে লাগলো যে এতো বড় দুইজন মানুষ, সামান্য তেলাপোকা দেখে এত্ত ভয় পেল?তারপর তেলাপোকাটি উড়ে গিয়ে টেবিলের পাশ দিয়ে যাওয়া ওয়েটারের কাধের উপরে বসলো।সবার নজর এখন ওই ওয়েটারের দিকে।ওয়েটার কি করে সেটাই সবাই দেখতেছে।মহিলা দুইজনের মতো ভয় না পেয়ে ওয়েটার তার হাত কাধের উপর তুলে আস্তে করে তেলাপোকাটিকে ফেলে দিল।

আসলে আমাদের জীবনটা কিন্তু কিছুটা এমনই।সবাই আমাদের বলে তোমার তো পয়েন্ট কম,রেজাল্ট ভালো না,চেহারা খারাপ,কিচ্ছু হবেনা তোমায় দিয়ে।এই কথাগুলোই আমাদের জীবনের তেলাপোকা।এই কথাগুলোকে ভয় পেয়েই আমরা সামনে আগাইতে পারিনা।
শুধু যে অন্যরা বলে তা কিন্তু না অনেকসময় আমরা নিজেরাই নিজেদের বিরোধিতা করি।মানে কোনো একটা কাজ করবেন,ঠিক তখনই আপনার মনে হলো যে না,এ কাজ আমার দ্বারা হবেনা,খুব কঠিন।অনেক সময় নিজেদের ভেতোরে থাকা কম আত্মবিশ্বাস আমাদেরকে এগিয়ে যেতে দেয়না।

আমাদের হওয়া উচিত সেই ওয়েটারের মতো।কে কি বললো সেগুলো গায়ে মাখলে চলবেনা।নিজের গতি বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে।সবার কথাকে তেলাপোকার মতো শু করে ফেলে দিতে হবে,সাথে নিজের ভেতোরের কম আত্মবিশ্বাসকেও।তাহলেই সমস্যার সমাধানও হবে এবং উন্নতিও আসবে।

Cc.@farhantanvir
Date.20/08/21

Sort:  
 3 years ago 

বাহ ভালো একটি বিষয়ে লিখেছেন। আমার কিছু বন্ধু আছে আমি কোনো কাজ করতে গেলেই ওর আমাকে নিরুৎসাহিত করে। বলে তুই এটা পারবি না।

 3 years ago 

শু করে দিন

 3 years ago 

🙂😔

 3 years ago 

বাস্তবতা কেন্দ্রিক কথা। সুন্দর ছিল গল্পটা। শুভেচ্ছা রইলো তোমার জন্য।

 3 years ago 

ভালোবাসা নিয়েন

 3 years ago 

খুব সুন্দর ব্যাখ্যা করেছেন ভাইয়া, কোনো কাজ করতে হলে আগে নিজের আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোবল থাকা প্রয়োজন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

স্বাগতম 🥰

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51