সিয়াম ও তুবার সাথে(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম, আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
গত বছর এস,এস,সি এক্সামের মাস খানেক আগে বাইক চালানো শিখেছিলাম একটু একটু।সেই মোমেন্টসটা অবশ্য আপনাদের সাথে শেয়ারও করেছিলাম।
ওই সেদিন বাইক চালানো শেখার পর আর সেভাবে চালানো হয়নি।মানে সোজা কথায় বলতে গেলে,একটা বাইক চালানোর জন্য যা যা করতে হয় বা কিসের কি নাম তাও ভুলে গিয়েছিলাম।একদিন শিখেছিলাম তাও ৯/১০ মাস আগে,মনে রাখা একটু মুশকিলই তো।
তবে বাইক দেখলে চালাইতে ইচ্ছা করে।বাট যার বাইক তাকে বলার সাহস পাইনা এই ভেবে যে,আমার নিজের ভেতরই কনফিডেন্স কাজ করেনা যে আমি পারবো।
গতকালের লেখায় আপনাদের বলেছিলাম যে পূজার ছুটিতে সবাই মিলে সেজো খালার বাসায় ঘুরতে গিয়েছিলাম।খালুর একটা বাইক আছে ডিসকোভার-১৩৫ সিসি।
দুইটা খালাতো ভাই,সিয়াম ও সৌরভ।সিয়াম আমার দুই বছরের ছোট এবং সৌরভ ভাইয়া দুই বছরের বড় হলেও দুজনের সাথেই আমার ফ্রেন্ডলি সম্পর্ক।বন্ধুর থেকেও বেশি কিছুই বলা যেতে পারে।
বিকেলবেলা সিয়াম নিজেই বললো,চল বাইক নিয়ে ঘুরে আসি।সাথে তুবাকেও নিই।আমিও তাতে না করিনি, কারণ ওর সাথে বাইরে গেলে একবার হলেও চালানোর সুযোগ পাবো।
কিছুক্ষন পর তিনজন মিলে বের হয়েছিলাম।বাড়ির রাস্তা পেরিয়ে যাওয়ার পরে ওকে বলেছিলাম,তুই পিছে বস।আমি চালাই আর তুই আমায় একটু বলে বলে দিস।আমার কথানুযায়ী ও পিছে এসেছিল আর আমায় সব শিখে দিয়েছিল।যেহেতু,আগের একবার অভিজ্ঞতা আছে তাই খুব বেশি অসুবিধা হয়েছিলনা।
এর আগে যদিও ফাকা মাঠে চালিয়েছিলাম তবে এবার একদম রাস্তায়।এবারের অভিজ্ঞতা সত্যই একটু বেশিই ভয়ানক ছিল।কারণ,আমরা দুজন ছাড়াও সাথে তুবা ছিল।ও যদি বুঝতো আমি চালাতে জানিনা,নিশ্চয় গাড়িতে উঠতোনা😆।
আল্লাহর রহমতে কিছু হয় নাই।চালাইতে চালাইতে মাঝে মাঝে ভয় পেলেও চালাতে পেরেছিলাম।
রাস্তার কথা না বললেই নয়।একে তো ছিল বিকেলবেলা আর তার উপর রাস্তার দুপাশে ইয়া বড় বড় গাছ আর নিচে ধানের জমি।পুরাই রিফ্রেশমেন্ট!
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.16/10/22
নয় দশ মাস আগে একটু বাইক চালানো শিখেছিলেন শুনে ভালো লাগলো। কিন্তু এখন আমারও একটু সুযোগ পেয়ে বাইক চালাতে এসেছেন। আপনার খালাতো ভাই দেখিয়ে দিয়েছে এতে করে বেশি অসুবিধা হয়নি। যেহেতু আগের অভিজ্ঞতা ছিল কিছুটা এই কারণে বিশেষ অসুবিধা হয়নি। পরবর্তীতে আরো ভালই চালাতে পারবেন। যে কোন কিছু প্রথম শিখলে সেটা অন্য রকমের একটা অনুভূতি হয়।
হ্যাঁ,সেটা নিয়ে এক্সাইটমেন্ট বলে বুঝানোর মতো হয়না আপু।
ভালোবাসা রইলো🍁🥰