বাড়ির বড় ছেলে তো(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

আজকের গল্পের ক্যাপশন চার শব্দের হতে পারে।কিন্তু ওই চারটে শব্দ যে কত দায়িত্ব আর কত ত্যাগের ফল তা কেবল তারাই বুঝবেন যারা বাড়ির বড় সন্তান।বাবার পরেই কোনো পরিবারের সব ভার সেই পরিবারের বড় সন্তানের।

চার সদস্যের পরিবার আমার।বাবা,মা আমি আর ছোট ভাই।বাবা তো হার্টের পেশেন্ট তাই ভারি কাজ করা নিষেধ।আর শুধু ভারি কাজ না,বাবাকে তেমন কাজের মধ্যে রাখাই হয়না।আম্মু তো সংসারের কাজেই ব্যস্ত।আর ভাই তো কেবল থ্রি-তে পড়ে।বোঝেইনা কিছু।তো,বাজার থেকে শুরু করে সংসারের অনেক কাজই আমি করতাম।এখন তো থাকি মেসে,কাজগুলো যে কিভাবে করছে বাবা সেটা ভাবি অনেক সময়।বাজার করা তাও মানা যায় কিন্তু হটাৎ করে রাত ১১/১২ টার দিকে বাবা/আম্মুর ঔষধ আনা,আম্মুর প্রয়োজনীয় এটা সেটা আনা কাজগুলো যে এখন কিভাবে হচ্ছে জানিনা।জিজ্ঞাসাও করতে পারিনা।

যারা আমার গত পোস্টটা পড়েছিলেন তারা জানেন যে,আমি বাসায় গিয়েছিলাম।মেসে আসার পর পাল্টেছে শুধু আমার বর্তমান ঠিকানা।আমার দায়িত্ব যেগুলো ছিল সেগুলো রয়েই গেছে।বাসায় গিয়েছিলাম রাতে।আমি সকালে ঘুম থেকে উঠার পর আম্মু বললো বাবা ডিটারজেন্ট নেই,ডিম নেই।আনতে হবে।তখনই বুঝলাম আমার কাজগুলো কেমনভাবে হচ্ছিলো আমার অবর্তমানে।গোসল করে সকালের খাবার খেয়ে বাজারে গিয়েছিলাম।

IMG20220228111717.jpg

IMG20220228111727.jpg

প্রথমে কিনতে গিয়েছিলাম ডিম।ডিম কেনা হলে তারপর গিয়েছিলাম ডিটারজেন্ট কিনতে।
IMG20220228112208.jpg

IMG20220228112314.jpg

ডিটারজেন্ট কিনতে গিয়ে পড়েছিলাম এক সমস্যায়।আম্মু বলেছিল,ইউনি ওয়াশ নিতে।তো দোকানে গিয়ে দেখলাম নেই।আবার আম্মুকে ফোন করে ঘড়ি ডিটারজেন্ট নিয়েছিলাম।সাথে সুন্দর একটা বোল দিয়েছিল।কথায় বলে প্রচারেই প্রসার।আর এই বোল হচ্ছে ঘড়ির প্রচারক।

IMG_20220304_194550.jpg

জিনিসগুলো কেনা হলে রিক্সা নিয়ে বাসায় এসেছিলাম।

এই ছোট জীবনে যা বুঝেছি তা হলো,দায়িত্ব কখনো কমে না।ক্রমাগত বাড়তেই থাকে এবং ভারি হতে থাকে।আল্লাহ তায়ালা সবাইকে তাদের উপর অর্পিত দায়িত্ব পূরন করার তৌফিক দান করুক🖤।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.04/03/22

Sort:  
 3 years ago 

আপনি ঠিক বলেছেন। বাবার পরেই বড় সন্তানের ওপর দায়িত্ব থাকে। আসলেই বড় সন্তানরা সবসময় ত্যাগের মধ্যে সুখ পায়।যাই হোক আপনি আপনার আম্মুর কথামতো সকল জিনিসপত্র কিনে এনেছেন এবং আসলেই বড় ছেলেরা সবসময় কাজ করে যায়। সবসময় এটা সত্য কথা।

 3 years ago 

ঠিক বলছেন ভাই,বড় সন্তানরা বাবা মায়ের একটা ভরসার জায়গা।সবসময় চেষ্টা করবো তাদের অনুগত থাকার।ভালোবাসা নিয়েন🌺

 3 years ago 

আসলেই দায়িত্ব জিনিস টা অনেক বড়।সবাই দায়িত্ব নিতে পারে না।তবে আপনি যতটুকু পারছেন, বাবা মায়ের পাশে থাকছেন।এটাও অনেক বড় কিছু। তবে হ্যা বড় ছেলেই মানে অনেক বড় দায়িত্ব। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একটু একটু করে বুঝতে শিখছি,হয়তো আগামীতে আরো অনেক দায়িত্ব কাধে নিতে হবে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য🖤

 3 years ago 

দায়িত্ব জিনিসটি হচ্ছে এমন একটি জিনিস যদি আপনি দায়িত্বে থাকেন তাহলে আপনার অনেক কাজ থাকবে আর যদি আপনি কোন বিষয়ে দায়িত্ব না দেন তাহলে আপনি সারাদিন ঘুরে বেড়াবেন একটি কাজ খুঁজে পাবেন না। বাড়ির বড় ছেলেদের পরিবারের প্রতি দায়িত্ব একটু বেশি থাকে। আপনি চেষ্টা করেছেন খুবই সুন্দর ভাবে আপনার সে দায়িত্ব বোধ থেকে কাজ করার জন্য।

 3 years ago 

যতটা সম্ভব আমি আমার দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি।ইনশাল্লাহ আগামীতেও এমনভাবেই চলতে পারবো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90284.37
ETH 3086.81
USDT 1.00
SBD 2.93