একটু ভিন্নভাবে ইফতার(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

ভিন্নভাবে ইফতার কথাটা পড়ে আবার অন্যরকম ভাইবেন না।নিত্যদিন ইফতার যেভাবে হয় আজও সেভাবেই হয়েছে কিন্তু ইফতার করার জায়গা আর অনুভূতিটা ছিল ভিন্ন,অভিজ্ঞতার কথাও যদি ভিন্ন বলি তাহলে ভুল হবেনা।
প্রাইভেট শেষ করে ইফতারের জন্য সময় থাকে মিনিট ৩০ এর মতো।আমার ফোনের গ্লাসটা ভেংগে গেছে বেশ কিছুদিন আগে।তো সেটা সারানোর জন্য প্রাইভেট পড়ে গিয়েছিলাম মোবাইল সার্ভিসিং এর দোকানে।বগুড়ায় আমার চেনা জানা কোনো দোকান নেই।আমার খালাতো ভাই সাকিব বলেছিল ওর এক ফ্রেন্ডের দোকানের কথা।তো আমি সেখানেই গিয়েছিলাম। গিয়ে দেখি ভাইয়ার ফ্রেন্ড দোকানে নেই,কোথায় যেন গেছে।আসতে একটু সময় লাগবে।অপেক্ষা করলাম।মিনিট দশেক পর উনি আসলেন।ফোনটা দেখে বললেন,ভাইয়া কাজ করা যাবে কিন্তু এখন তো ইফতারের সময় হয়েই এসেছ আপনি একটু পরে আসেন।এ কথার উপর তো আর কিছু বলা যায়না।দোকান থেকে বেরিয়ে এলাম।আমাকেও তো ইফতার করতে হবে।একটু হেটে এসে দেখি সাতমাথায় বেশ অনেকগুলো দোকানে ইফতার বিক্রি করছে অনটাইম প্লেটে করে।লোকেএ ভিড়ও বেশ ভালোই ছিল।অন্যদিক আর না গিয়ে আমিও সেই ভিড়েই শামিল হয়েছিলাম।এর আগে এভাবে রাস্তার ধারে কখনো ইফতার করিনি।তাই আমার কাছে আজকের ইফতারটা একটু ভিন্নরকমই ছিল।
IMG20220424182643.jpg

IMG20220424182657.jpg

IMG20220424182923.jpg

InShot_20220424_194432289.jpg

প্রতি প্লেট ইফতারের দাম ছিল ৩০ টাকা।আর ইফতারের দোকানের পাশে লেবু আর বেলের সরবতের দোকান ছিল।সেখান থেকে এক গ্লাস লেবুর সরবত নিয়েছিলাম।মন্দ ছিলনা।স্বাদও ভালোই ছিল।
তবে খেতে গিয়ে কেমন কেমন লাগছিল।রাস্তার পাশ দিয়ে কত্ত মানুষ যাচ্ছে,তাদের মাঝে এভাবে খাওয়া😕।এমনিতে এটা সেটা খেলে কিছু মনে হয়না কিন্তু ইফতারের বেলাতে কেন যে এমন মনে হচ্ছিলো।

দেখতে দেখতে রোজা তো শেষ হয়েই এলো।এইতো আর কয়েকটা।তারপরেই ইদ।আগামীকালই বগুড়াতে বোধয় আমার শেষ ইফতার।ইদের ছুটি উপলক্ষে বাড়ি চলে যাবো।
সব মিলিয়ে আজকের ইফতার একটু অন্যরকম অভিজ্ঞতাই যুগিয়েছে আমায়।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Lcation
Date.24/04/22

Sort:  
 2 years ago 

ভিন্ন ধরনের পরিস্থিতিতে পড়ে মাঝে মাঝে এরকম ব্যতিক্রমধর্মী ইফতার করার প্রয়োজন পড়ে। প্রাইভেট শেষ করে আপনাদের হাতে খুব কম সময় ছিল। এই কম সময়ে মোবাইল ফোন ঠিক করা একটু কঠিনই। তবে রাস্তার পাশে হলেও ইফতারের আইটেম মন্দ ছিল না। শুভেচ্ছা রইল ভাই।

 2 years ago 

হুম ভাইয়া,দাম অনুসারে বেশ ভালোই ছিল ইফতার।ভালোবাসা নিয়েন❣️

 2 years ago 

আসলেই ইফতারে একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে আপনার আজকে। কাজের চাপে বিভিন্ন সময় আমিও বাইরে ইফতার করি কিন্তু আপনার মত এরকম করে রাস্তায় ইফতার করা হয়নি। সত্যি আপনার ইফতারের আইটেম গুলো অনেক ভালো ছিল আমার কাছেও দেখে ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একদিন নাহয় একবার ট্রাই করে দেখিয়েন,আশা করি খারাপ লাগবেনা।
ধন্যবাদ 😊

 2 years ago 

আমি ভাই প্রতিদিন রাস্তা থেকেই ইফতার সেরে ফেলি কচিং শেষ করে বাসায় আসতে আসতে বেজে যায় ৭ টার মতো তাই পথেই হয়ে যায় ইফতার অবশ্য এটার অনুভুতিটা দারুন।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ ভালোই প্যারার ভেতর আছেন দেখছি!এইতো রোজা প্রায় শেষের দিকেই।আর কটাদিন সহ্য করুন।
ধন্যবাদ 🤎

 2 years ago 

একদম ভিন্ন ভাবেই হইছে আপনার ইফতার, আমার কাছে ভালোই লাগছে।মাঝে মাঝে সব কিছুতেই এমন ভিন্নতা আনা দরকার তাহলে ভালো লাগে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

মন তো চাচ্ছিলো আজও ওখানে গিয়ে ইফতার করি😁কিন্তু তা হয়নি😔।
ধন্যবাদ ভাই

 2 years ago 

একটু ভিন্নভাবে ইফতার আমার কাছে এধরনের ভিন্ন রকম ইফতার ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 2 years ago 

হুম ভাই,আসলেই দারুন ছিল ইফতারগুলো।আর অভিজ্ঞতাটাও বেশ ছিল।
ভালোবাসা নিয়েন 🤍

 2 years ago 

আপনার ইফতারের আইটেম গুলো দেখে খুব ভালো লাগলো। আমারও একদিন এক রকম ভাবে ইফতারি করতে খুব ভাল লাগে। আসলে প্রতিদিন একই রকমের ইফতারি করতে মন চায় না। আপনার এত সুন্দর ইফতারের মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

এটা কিন্তু ঠিক বলেছেন যে একইভাবে ইফতার করতে প্রতিদিন ভালো লাগেনা।একটু ভিন্নতা হলে বেশ ভালোই মনে হয়।
ভালোবাসা রইলো 🥰

 2 years ago 

আপনার ইফতার আসলেই অনেক ভিন্নভাবে হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। মাঝে আসলে এভাবে সবকিছুতে ভিন্নতা আনা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভিন্নতা যদি ভালো কিছু শেখায় তো ভিন্ন কিছুই ভালো😁
ধন্যবাদ আপনাকেও 💜

 2 years ago 

আপনার ভিন্নভাবে ইফতার করার খাবার গুলো দারুন ছিল পুষ্টি সমৃদ্ধ খাবার দিয়ে ইফতার করা সব সময় উত্তম

 2 years ago 

একদম ঠিক বলেছেন,সারাদিনের খাদ্য ঘাটতি মেটাতে অবশ্যই পুষ্টিকর খাবার প্রয়োজন ইফতারে

 2 years ago 

আসলে ইফতারের বিভিন্ন ধরনের আইটেম না হলে ইফতার দেওয়া জমেই না। আর সবার সাথে একসাথে ইফতার করতে তো মজাই অন্যরকম। বিভিন্ন ধরনের আইটেম আপনার ইফতারে সংযোজন করেছেন ।।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আপনার সুচিন্তিত মন্তব্য আমায় উৎসাহ যুগিয়েছে।ধন্যবাদ আপনাকেও🥰

আসলেই ইফতারে একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে আপনার Iআপনার ইফতারের আইটেম গুলো দেখে খুব ভালো লাগলো Iএকদম ভিন্ন ভাবেই হইছে আপনার ইফতার Iধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য I

 2 years ago 

আইটেমগুলো চিরচেনাই, তবে জায়গা ছিল নতুন।যার জন্য অভিজ্ঞতাটাও নতুন হয়েছে বলা চলে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60872.67
ETH 2913.85
USDT 1.00
SBD 2.32