বিষয়বস্তু এবং ধারণা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিয়ান বন্ধুরা,আসসালামুয়ালাইকুম।আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমি ভালোই আছি।
জীবনে চলার পথে আমাদের অনেক কাজ করতে হয়।মাঝে মাঝে তো এমন অনেক কাজের সম্মুখীন হতে হয় যে আপনি তা স্বপ্নেও ভাবেননি কিংবা করতে হবে বলে জানতেনই না।এসব কাজগুলো ফেস করতে গিয়ে কিন্তু ভেতরে একটা ভীতি কাজ করে। কাজটা কি আমি আদৌ করতে পারবো?ভুলভাল কিছু করে বসবো না তো?
classroom-1300761_640.jpg
Link
আবার এমন কিছু কিছু কাজ করতে হয় যা আমাদের দায়িত্বের ভেতরই পরে কিন্তু সেই কাজের ভেতর একটু বিরতি থাকে।মানে,পাচদিন একটানা কিছু করলেন তারপর আবার দুদিন বন্ধ রেখে আবার পাচদিন করলেন সেই কাজ।এভাবে একটা সিকুয়েন্স মেনে কিছু কাজ করি।
আবার কিছু কিছু কাজ করি যা আমাদের একটাদিনও বাদ দেয়া যায় না। প্রত্যহই সেই কাজ করতে হয়।

এতো কথা বললাম এটা বোঝাতে যে, সবাই এমন কোনো না কোনো কাজ করেই যাচ্ছি।অনেকসময় বইয়ে কিন্তু আমরা পড়ি যে পরিক্ষনের ধাপ ৪ টি।যার প্রথমটি হলো বিষয়বস্তু নির্ধারন আর দ্বিতীয়টি হলো উক্ত বিষয়বস্তু সম্পর্কে পূর্ব থেকে কিছু ধারনা রাখা।শুধু বইয়ের পরিক্ষনেই নয় আমাদের বাস্তব জীবনেও যেকোনো কাজ কিন্তু আগে থেকেই ঠিক করে নিতে হবে এবং তা অনুযায়ী পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে।উপরে যে তিন ধরনের কাজের কথা বললাম,খেয়াল করে দেখবেন যে আমাদের সামনে কিন্তু সেসকল কাজই আসে যেগুলোর মাঝেই আমরা থাকি। হয়তো একটু অন্যরকমভাবে সেই কাজগুলো নিজেকে রিপ্রেজেন্ট করে তবে আমাদের চেনা জানাই হয়।জীবনে নিজের কাজগুলোকে হ য ব র ল অবস্থায় রাখবেন না।কাজগুলোকে একটা গোছের ভেতর আনবেন আর চেষ্টা করবেন সবগুলো কাজ একই নিয়মে আনার।আর অবসর সময় সেই কাজ সম্পর্কে জ্ঞ্যান আহরণ করবেন।দেখবেন,আচমকাই কোনো কাজ সামনে এসে গেলে আর যাইহোক,ভয়টা অন্তত পাবেন না।

Cc.@farhantanvir
Date. 17/10/21

Sort:  
 3 years ago 

জীবনে নিজের কাজগুলোকে হ য ব র ল অবস্থায় রাখবেন না।কাজগুলোকে একটা গোছের ভেতর আনবেন আর চেষ্টা করবেন সবগুলো কাজ একই নিয়মে আনার।

একদম ভাইয়া। আমিও এটাই মানার চেষ্টা করি। আমি নিজের কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি আর একটি নিয়মের মধ্যে থাকার চেষ্টা করি।তা না হলে কাজ ভালো হওয়ার বদলে খারাপ ই হয়।

 3 years ago 

জি আপু😊ধন্যবাদ

লেখা বর্ণনা মুলক হওয়া ভাল। উপদেশ মুলক কিছুটা বিব্রতকর।

 3 years ago 

ঠিক আছে,চেষ্টা করবো শুধরে নেয়ার😊

 3 years ago 

আপনি আরো একটু বিস্তারিতভাবে লেখার দরকার ছিল। এত ছোটখাটো পোস্ট করলে তো হবে না। আপনি শুধুমাত্র একটি ছবি আর ছোট কিছু লেখা দিয়ে তো হবে না ভাই। যে বিষয়টি নিয়ে লিখবেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে লিখবেন। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

আচ্ছা ভাইয়া😔এরকম আর হবে না।😕

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65800.35
ETH 3464.66
USDT 1.00
SBD 2.68