ভালো থেকেই ভালো কিছু(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

আমাদের দেশে শতকরা হিসেবে উচ্চ বিত্তের তুলনাই মধ্যবিত্তের সংখ্যাই বেশি।তাই প্রায় সবক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই সরকার কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান কতৃক বিভিন্ন সুযোগ-সুবিধার একটা আশা করে থাকি।মূলত,সাশ্রয় খোজার চেষ্টা করি আরকি।আলহামদুলিল্লাহ,আমাদের দেশে প্রথাটা চলেও।বয়স্কদের জন্য একটা বাজেট,শীতে দুস্থদের জন্য একটা বাজেট,শিক্ষার্থীদের জন্য একটা বাজেট,বিভিন্ন দোকানিদের জন্য একটা বাজেটসহ আরো নানাবিধ সুযোগ সুবিধা সরকার দেয়ই।শুধু যে সরকার দেয় তা না,সরকারকে সহায়তাকারী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোও নানারকম সেবা দেয়।যেমন,ধরুন-ব্যাংক,বীমা,আঞ্চলিক সংগঠন।সত্যি বলতে দরকার এগুলো,দেশকে এগিয়ে নিয়ে যেতে দরকার।

মূল পর্বে আসি।আমার এস,এস,সি রেজাল্ট হয়েছে প্রায় এক মাসের বেশিই হচ্ছে।আলহামদুলিল্লাহ,সর্বোচ্চ রেজাল্টই করতে পেরেছি।বিষয়টা আমার জানা ছিলোনা।একদিন ফুফু এসে জানালো,এই পাবলিক পরিক্ষাগুলোতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হলে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকেও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়।তো ভাবলাম,কেন ছাড়তে যাবো।সুযোগ যেখানে আছেই।ফ্রেন্ডরাও দেখি করছে আবেদন।তো ওদের সাথেই ডাচ-বাংলা ব্যাংকে আমিও একটা আবেদন করেছিলাম।
IMG_20220212_195055.jpg
Location

ভাগ্যে আছে কিনা জানিনা,তবে ব্যাপারটা ভালো লেগেছে।শুনেছি,আগামী দুই বছর প্রতি মাসে বেশ ভালো অংকের টাকা দিয়ে সাহায্য করবে চূড়ান্ত আবেদনকারীদের।বিষয়টা অবশ্যই ইতিবাচক।

যে দোকানে আবেদন করতে গিয়েছিলাম,সেখানেই শুনেছিলাম প্রায় অনেক ব্যাংকই এমন সুবিধা নেই।তো তারপর ওনাকে বললাম,যে আরগুলোতে কি আবেদন করা যাবে?উনি বলেছিলেন যাবে কিন্তু এবার ডাচ বাংলা ছাড়া আর অন্য কোনো ব্যাংক সার্কুলার ছাড়েনি।
আমাদের এখানে একটা হীড-বাংলা নামের একটা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আছে।ছোট থেকেই নাম শুনে আসছি,আমাদের সম্পর্কও বেশ গভীর সাথে।ওখান থেকে এক আংকেল তার পরেরদিন ফোনে বাবাকে জানাইছিলো যে তারাও একটা সুবিধা দেবে অন্য ব্যাংকগুলোর মতো।
তার বলা সময় অনুযায়ী প্রয়োজনীয় কাগজ নিয়ে তাদের অফিসে গিয়ে সেখানেও আবেদন করে এসেছিলাম।
IMG20220203130625.jpg
Location

মোটামুটি এই দুটোই আবেদনের কথা জেনেছিলাম এবং এ দুটোতেই আবেদন করে রেখেছি।
কর্মসূচিগুলো আসলেই গুরুত্বপূর্ণ।এগুলো থেকে প্রাপ্ত সুবিধা দিয়ে যদি একটা পরিবারের একদিক থেকেও একটু খরচ কম হয় তাহলে তাতেই অনেকটা এগিয়ে যাওয়া যায়।আর যদি একেবারেই দুস্থ একটা ছেলে এর থেকে নিজের পড়াশুনার খরচ চালাতে পারি তো এর থেকে ভালো কিছু আর হয়না😊।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Date.12/02/22

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56