রেসিপি : ||দুধ পুলি পিঠা তৈরি রেসিপি||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।


আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


PhotoCollage_1645363014300.jpg


📷Device: Realme note 5

দুধ পুলি রেসিপি জন্য প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
ময়দা১ কেজি
চিনি১ কেজি
তেল৫০০ গ্রাম
নারিকেল৩টা বড় সাইজ
তেজ পাতা১০ পিচ

চলুন শুরু করি


IMG_20220220_185722.jpg

IMG_20220220_185807.jpg

  • ধাপ-১ঃদুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে প্রয়োজনীয় উপকরন সমূহ রেডি করে নিতে হবে। এবং ময়দা গুলো গরম পানি দিয়ে সিদ্ধা করে নিতে হবে।তারপর.....

IMG_20220220_185855.jpg

IMG_20220220_185839.jpg

  • ধাপ-২ঃ ময়দা গুলোকে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে ছেনে নিতে হবে।বল এর মতো গোল আকৃতির করে নিতে হবে।তারপর.....

IMG_20220220_190238.jpg

IMG_20220220_190129.jpg

  • ধাপ-৩ঃ রুটি তৈরি করা বেলনা তে ময়দা তৈরি করা ছোট রোল গুলো দিয়ে রুটি তৈরি করে নিতে হবে। গোল আকৃতির করে কেটে নিতে হবে। তারপর......

IMG_20220220_190104.jpg

IMG_20220220_190044.jpg

  • ধাপ-৪ঃ নারিকেল গুলো কে কেটে চিনি দিয়ে মাখিয়ে ভাজি করে নিতে হবে। তারপর......

IMG_20220220_190152.jpg

IMG_20220220_190313.jpg

  • ধাপ-৫ঃ উক্ত ছোট ছোট কেটে রাখা গোল আকৃতির ময়দা গুলোর মধ্যে নারিকেল ভাজি দিয়ে দুপাশ এক সাথে করে আটকিয়ে নিতে হবে। তারপর......

IMG_20220220_190431.jpg

IMG_20220220_190533.jpg

  • ধাপ-৬ঃ করাই এর উপর তেল দিয়ে উক্ত বানানো কাঁচা পিঠা গুলো তেল এর উপর ছেড়ে দিয়ে ভাজি করে নিতে হবে। তারপর....

IMG_20220220_190554.jpg

  • ধাপ-৭ঃ তেল এর উপর থেকে নামিয়ে পিঠা গুলোকে ঠান্ডা করার জন্য ১০-১২ মিনিট রেখে দিতে হবে। তারপর.....

IMG_20220220_190328.jpg

IMG_20220220_190403.jpg

  • ধাপ-৮ঃদুধ এর মধ্যে চিনি দিয়ে ভালো ভাবে তাপ দিয়ে নিতে হবে।১৫-২০ মিনিট তাপ দেওয়া লাগবে।তাপ দেওয়া শেষ হলে ভাজি করা পুলি গুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর.....

IMG_20220220_190618.jpg

তৈরি হয়ে গেল পছন্দের দুধ পুলি পিঠা

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর ভাবে দুধ পুলি পিঠা তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে এটি খুবই সুন্দর সুস্বাদু হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপির তৈরীর প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 2 years ago 

দুধ পুলি পিঠা তৈরীর অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। দুধ পুলি পিঠা বরাবরই খুবই সুস্বাদু লাগে আমার কাছে আপনার এই রেসিপিটি দেখে সত্যিই আমার জিভে জল এসে গেল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।❤️🙏

 2 years ago 

দুধ পুলি বাঙালির অতি পরিচিত আর জনপ্রিয় একটি পিঠা। আপনার রেসিপিটা দেখে খুব লোভ লাগছে ভাই খুব সুন্দর করে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন এবং গুছিয়ে লিখেছেন শুভ কামনা এবং ধন্যবাদ।শেয়ার করার জন্য।

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 🙏

 2 years ago 

কি মজার একটি রেসিপি দিলেন।ছবি দেখেই খেতে ইচ্ছে করছে।আমি পিঠা অনেক পছন্দ করি। নারিকেল দিয়ে পিঠা আমার কাছে আরো ভালে লাগে।কুলি পিঠা এমনেই অনেক ভালো লাগে।আর দুধে ভিজালে আরো টেষ্টি হয়।ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু

 2 years ago 

ওয়াও! খুবই মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করেছেন দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। দুধ পুলি পিঠা আসলে এভাবে আমি কখনো খেয়ে দেখিনি, দুধ-চিতই খেয়েছি। দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জ্বী ভাই অনেক সুস্বাদু ছিল। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

দুধ পুলি পিঠা তৈরি রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে ভাই অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

চলে আসেন ভাইয়া।গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 2 years ago 

এই পিঠাটি আমার খুবই প্রিয় একটি পিঠা কিন্তু দুঃখের বিষয় অনেকদিন যাবত এটি খাইনা। আপনার পোস্টটি পড়ে রেসিপিটি জানতে পারলাম। আশা করি কোন একদিন বানিয়ে খেতে পারব। সুন্দর এই রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য ❤️🙏

 2 years ago 

দুধ পুলি পিঠা আমার খুব পছন্দের পিঠা। অনেকেই পুলি পিঠা ভেজে খায় কিন্তু দুধে ভিজায় না। ওই পুলি পিঠার চেয়ে দুধে ভেজানো পুলি পিঠা খুবই সুস্বাদু হয়ে থাকে এবং আমার খুব প্রিয়। আর এই প্রিয় পুলি পিঠার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া 🙏

 2 years ago 

অসাধারণ হয়েছে আপনারা রেসিপি টি।

এই পিঠাগুলো খেতে ভারি মজাদার। আমি প্রায় এই পিঠাগুলো তৈরি করি বাসায়। মুখেই লেগে থাকে। শুধু শেষে দুধের মধ্যে ভেজানো হয়নি। একবার তার চেষ্টা করে দেখব। আর আসলেই আপনার রেসিপি টি দেখতে খুবই লোভনীয় হয়েছে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল☺️☺️

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু

 2 years ago 

একদম লোভ লাগিয়ে দিলেন। পিঠার রেসিপি মানে মজাদার রেসিপি। কিভাবে দুধ পুলি পিঠা তৈরি করতে হয় এবং দুধে ভেজাতে হয় তা আমাদের মাঝে তুলে ধরেছেন। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44