রেসিপি : || ইলিশ মাছ ভুনা রেসিপি ||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।


আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


PhotoCollage_1645039260907.jpg


📷Device: Realme note 5

ইলিশ মাছ ভুনা জন্য প্রয়োজনীয় উপকরন


উপকরণপরিমাণ
মাছ৬ পিচ
লবন০৯ গ্রাম
গরম মসলা০৬ গ্রাম
সরিষার তেল৫০ গ্রাম
পিঁয়াজ৪ টা বড় সাইজ
জিরা০৪ গ্রাম
মরিচ৫ গ্রাম

চলুন শুরু করি


IMG_20220217_004603.jpg

  • ধাপ-১ঃ প্রথমে ইলিশ মাছ ভুনা করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ রেডি করে নিতে হবে। তারপর গরম মসলা, মরিচ, পিঁয়াজ পাটায় খুব ভালো ভাবে বেঁটে নিতে হবে। তারপর.....

IMG_20220217_004530.jpg

  • ধাপ-২ঃমরিচ এর গুরা,সজের গুরা,লবন এই গুলো নিদিষ্ট পরিমাণ মত নিয়ে তুলে রাখতে হবে।যাতে বেশি না হয়ে যায়।তারপর......

IMG_20220217_004506.jpg

IMG_20220217_004448.jpg

  • ধাপ-৩ঃ এখন চুলার উপর করাই বসিয়ে ৪-৫ মিনিট রেখে দিতে হবে। চার-পাঁচ মিনিট রেখে দেওয়ার পর করাই গরম হলে।সরিষার তেল ঢেলে দিতে হবে। তারপর.......

IMG_20220217_004627.jpg

  • ধাপ-৪ঃউক্ত কেটে রাখে পেঁয়াজগুলো করাই এর উপর দিয়ে দিতে হবে।পিঁয়াজ গুলো বাদামি রং ধারন করবে।তারপর....

IMG_20220217_004656.jpg

  • ধাপ-৫ঃ উক্ত বেটে রাখা গরম মসলা ও জিরা চুলার রাখা তেলের উপর ছেড়ে দিতে হবে। তারপর.......

IMG_20220217_004743.jpg

IMG_20220217_004722.jpg

  • ধাপ-৬ঃমাছ গুলোকে ভালোভাবে মসলা দিয়ে মাখিয়ে নিতে হবে।১০-১২ মিনিট ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে। তারপর.....

IMG_20220217_004800.jpg

  • ধাপ-৭ঃ ভালোভাবে মাছ গুলো সিদ্ধ হইলে। পানি দিয়ে ঢেলে দিতে হবে। ৯-১০ মিনিট রাখতে হবে।তারপর.....

IMG_20220217_004827.jpg

অবশেষে তৈরি হয়ে গেল ইলিশ মাছ ভুনা 😋।

বাঙালি সব সময় ভোজন রসিক।খাবার পেলে সব কিছু ভুলে যায়।আমার ও খাবার পেলে মাথা ঠিক থাকে না।সেটা যদি হয় আবার ইলিশ মাছ তা হলে তো কোথায় নেই। ইলিশ মাছ রান্না আমার সব সময় ভালো লাগে।বাঙালির সকল আচার-অনুষ্ঠানে ইলিশ মাছ থাকে।বিশেষ করে ইলিশ ভুনা,সরিষা ইলিশ ভুনা,ইলিশের পাতুরি আমার সব থেকে প্রিয়। তবে ভুনা ইলিশ বেশি খাওয়া হয় আপনার খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ইলিশ মাছ আমার প্রিয় একটি মাছ।আপনার রেসিপি দেখে জিভে পানি চলে এলো।দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের সামনে অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া🙏❤️

 3 years ago 

আপনার ইলিশ মাছের ভুনা রেসিপি খুবই সুন্দর হয়েছে ।ইলিশ মাছ খেতে অনেক সুস্বাদু লাগে এই মাছ খেতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। আপনি খুব সুন্দর রেসিপি তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 
ইলিশ মাছ রেসিপি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখতে অনেক লোভনীয় লাগতাছে, মনে হয় খেতেও অনেক সুস্বাদু হবে। অনেক সুন্দর হয়েছে। এবং প্রতি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল,,,

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 3 years ago 

আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি ইলিশ মাছ ভুনা রেসিপি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল সেই সাথে অনেক লোভনীয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 3 years ago 

অনেক উন্নত মানের একটি রেসিপি নিয়ে আপনি হাজির হইছেন।ইলিশ মাছ আর খিচুড়ি আমার পছন্দের খাবার। আপনার ইলিশ মাছ রান্না খুবই ভালো হইছে।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 3 years ago 

ইলিশের রেসিপি মানেই মজাদার আর লোভনীয় রেসিপি। রান্না শেষে ছবি দেখেই বোঝা যাচ্ছে রেসিপি টা কতটা লোভনীয় হয়েছে। মজাদার আর লোভনীয় ইলিশ রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 3 years ago 

ইলিশ মাছের কথা শুনলেই কেমন যেন একটা অনুভুতি আসে । কারণ ইলিশ মাছ খেতে অনেক সুস্বাদু মজা লাগে । আপনার তৈরি করা ইলিশ মাছের রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে । রেসিপিটি তৈরি করার পাশাপাশি অনেক সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি রেসিপি আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🙏❤️

 3 years ago 

ইলিশ মাছ ভুনা আমার খুবই প্রিয় 👌মাঝেমধ্যেই বাড়িতে প্রস্তুত করে খাওয়া হয় 🍲আপনি খুব লোভনীয় ভাবে রেসিপিটি প্রস্তুত করেছেন😋 সেই সাথে দারুন উপস্থাপনা করেছেন👌 বিশেষ করে মাছের পিচ গুলা দেখে ইচ্ছে করছে এখনই তুলে খেয়ে ফেলি😋 শুভেচ্ছা রইল আপনার জন্য ভাইয়া🌹🌹

ধন্যবাদ ভাইয়া 🙏❤️

 3 years ago 

খুবই সুন্দর একটি ইলিশ মাছের রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার আজকের এই ইলিশ মাছের রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই রেসিপিটি দেখার পরে আমার কাছে মনে হয়েছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। এটি দেখার পরে আমার অনেক লোভ লেগে গেছে যদি এটি খেয়েছে দেখতে পারতাম তাহলে ভাল হত।

চলে আসেন ভাইয়া।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ❤️🙏

 3 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ। সবার আবেগের সাথে জড়িয়ে আছে এই মাছটি। আপনার ইলিশ মাছ ভুনা রেসিপি দেখে জিভে জল চলে আসলো, আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য 🙏❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 62725.12
ETH 2456.82
USDT 1.00
SBD 2.62