DIY-"এসো নিজে করি"|| রঙিন পেপার দিয়ে "নৌকা তৈরি"||১০% লাজুক খ‍্যাঁকের জন্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@fahanshadik বাংলাদেশের নাগরিক।

আজ - ০৭ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ |শনিবার | শরৎকাল |


আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো রঙিন পেপার দিয়ে "⛵ নৌকা তৈরি"।আশাকরি আপনাদের ভালো লাগবে।


received_1263687117470062.jpeg


নৌকা
Device : Realme Note 5


প্রয়োজনীয় উপকরন

  • রঙিন পেপার
  • আঠা
  • পেন্সিল
  • কাঁচি
  • স্কেল

কাজের ধারা


চলুন শুরু করা যাক


IMG_20211022_151136.jpg

IMG_20211022_232946.jpg

IMG_20211022_222206.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে রঙিন পেপার এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে। এরপর পেপার টিকে এক ভাঁজে ভাঁজ করে নিতে হবে।কাঁচি দিয়ে ১১ সে.মি. মাপ করে।নৌকার মুল অংশ কেটে নিতে হবে।

IMG_20211023_013307.jpg

IMG_20211023_013542.jpg

  • ধাপ-০২ঃ
    নৌকা মুল অংশটি কে ছাট করে নিতে হবে। তারপর নৌকার তলানিতে একটি কাগজ রাখতে হবে। নৌকার তলানির মাপে কাগজটি কে কেটে নিতে হবে এবং আঁটা লাগাতে হবে।তারপর.....

IMG_20211023_013811.jpg

IMG_20211023_013923.jpg

  • ধাপ-০৩ঃ
    নৌকার তলানিতে আঁটা লাগানো শেষ হলে শুকিয়ে নিতে হবে। তারপর নৌকার উপরের ছাওনি দেওয়া জন্য নৌকার ভিতরের অংশের দুপাশে আঁটা দিয়ে কাগজ লাগিয়ে নিতে হবে। তারপর....

IMG_20211023_014000.jpg

IMG_20211023_014015.jpg

  • ধাপ-০৪ঃ
    ছাওনি উপর ১সে.মি. মাপে কাগজ কেটে লাগাতে হবে।তারপর....

IMG_20211023_022356.jpg

IMG_20211023_022336.jpg

  • ধাপ-০৪ঃ
    ৪ সে.মি. মাপে কাগজ কেটে বৈঠা বানাতে হবে।

received_272047608149293.jpeg

received_570277720720116.jpeg
অতঃপর হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত নৌকা তৈরি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বাহ আপনি খুব সহজেই সুন্দর একটি নৌকা বানিয়ে ফেললেন। প্রথমে নৌকাটি দেখে মনে হয়েছিল বানানোর পদ্ধতি খুব জটিল। কিন্তু আপনার বানানোর বিস্তারিত দেখে বোঝা গেল যে খুব সহজেই নৌকাটি বানানো সম্ভব।তাছাড়া আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু ♥️

 3 years ago 

আপনার ডাইটি নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলবো সিম্পল এর মধ্যে গর্জিয়াস যাকে বলে আপনার ডাই পোস্টটি হলো একদম সেটি।
অনেক বেশি ভালো হয়েছে অনেক ।👌
দেখতেও সুন্দর লাগছে।

ধন্যবাদ আপু ♥️

 3 years ago 

অসাধারণ সুন্দর হয়েছে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে নৌকা তৈরি হয় আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি ধাপে ধাপে যত সুন্দর ভাবে নৌকা তৈরি গুলো বর্ণনা করেছে তাতে আমি রঙ্গিন কাগজ দিয়ে নৌকা তৈরি শিখতে পারলাম। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ♥️

 3 years ago 

নাও ছাইয়া দে রে মাঝি
পাল উড়াইয়া দে
মাঝি গা রে গা.......
কোন গান।

আপনার এই নৌকাটা দেখেই এই গানটার কথা আমার মনে পড়ল। কাগজের নৌকাটা খুব ভালো তৈরি করেছেন। এবং উপস্থাপনা টাও ভালো ছিল।।

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া♥️

 3 years ago 

বাহ খুবই ভালো লাগলো আপনার কাগজের তৈরি নৌকাটি। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন ভাইয়া♥️♥️

 3 years ago 

আপনার তৈরীকৃত নৌকাটি খুব সুন্দর হয়েছে। আপনি রঙের কাগজ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন নৌকাটি

ধন্যবাদ আপু ♥️

 3 years ago 

আপনার এই নৌকাটি এতো সুন্দর হয়েছে কি বলব। রঙিন কাগজ দিয়ে দারুন কম্বিনেশন করে বানিয়েছেন। আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ ও শুভকামনা

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন আপু♥️

 3 years ago 

রঙিন পেপার দিয়ে নৌকার চিত্রটি ভালো তৈরি করেছেন। তাই আমাকে অনেক ভালো লেগেছে। তাই আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন ভাইয়া♥️♥️

 3 years ago 

ওয়াও খুব সুন্দর হয়েছে আপনার নৌকা বানানো। আমার কাছে খুব ভালো লেগেছে।
শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন ভাইয়া♥️

 3 years ago 

ভাই আপনার নৌকা নিয়ে আমরা আমাদের নদীতে ঘুরতে চায় ভারা দিবেন নাকি.🤭😁😁😁

অনেক সুন্দর হইছে ভাই ধাপ গুলো দারুন ভাবে তুলে ধরেছেন।

চলে আসেন ভাই নদীতে ঘুরতে নিয়ে যাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15