শীতকালে গ্রামের প্রকৃতি যেন তার যৌবন ফিরে পায় ||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য||

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।

আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

বাংলার রূপে মুগ্ধ হয়েছেন কবি, সাহিত্যিকরা তাই তো তাদের গানে,কবিতায় স্থান পায় এই সোনার বাংলা । যারা বাংলাকে কাছ থেকে দেখেছেন। ছয় ঋতুর রূপের জাদুতে মুগ্ধ হয়েছে বিশ্ব । গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তকে ঘিরে রূপ বদলায় দেশের প্রাণ-প্রকৃতি।যদিও বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে ছয় ঋতু দেখা যায় না।তবে বাংলার মানুষ যেই ৩-৪ টি ঋতু পায় সেগুলো কে আপন মনে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়।আমার কাছে পছন্দের ঋতুটি হচ্ছে শীতকাল ।হেমন্তের পরে নেমে আসে শীতকাল।স্বাভাবিক ভাবেই বাংলার মানুষ শীতকালীন আবহাওয়া খুব পছন্দ করে। গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের মানুষ শীত কালের এমন সময়, আলাদা প্রশান্তির আমেজেই থাকে। শীতের রাত্রিটা দীর্ঘ হওয়ায় তীব্র ঠান্ডায় নিঃস্তব্ধ প্রকৃতি থাকে।আবার সকালের পরিবেশ টা আহ!! কী সুন্দর মনমুগ্ধকর পরিবেশ কুয়াশার চাদরে ছেয়ে যায় চারিপাশ।


⬇️চলুন শুরু করি⬇️


ফটোগ্রাফি-১

IMG_20220209_233214.jpg

IMG_20220209_233328.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

হেমন্তকে অতিক্রম করে সমস্ত প্রকৃতিতে শীত যখন সাময়িকভাবে নিজের অধিকার বিস্তার করে।সারা রাত এ পরা শিশির বিন্দু বিন্দু হয়ে গড়িয়ে পড়ে।সকালে কাজ করতে যাওয়া কৃষকের পা ভিজে যায় সকালের শিশিরে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুর চোখ জুড়ানো শোভা।এমন দৃশ্য যেন স্বর্গের রুপ ধারণ করে।

ফটোগ্রাফি-২

IMG_20220209_233418.jpg

IMG_20220209_233129.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

শীতের সকালে গ্রামের মাঠে না গেলে আপনি বুঝতে পারবেন না শীতের সকাল টা কত সুন্দর।শীতের মৌসুমে চারিদিকে উৎপাদিত হয় বিভিন্ন রকমের শাকসবজি।উক্ত ছবিটিতে দেখা যাচ্ছে সকালের শিশির পড়ে ভিজে গেছে অর্ধেক ফুটতে থাকা ফুল। ফুলের গা বেয়ে পড়ছে শিশির বিন্দু। এবং দুরের পূর্ব আকাশে উদিত হচ্ছে সূর্য। কী!!অসাধারণ দৃশ্য।


ফটোগ্রাফি-৩

IMG_20220206_201247.jpg

IMG_20220206_201344.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়।সারা পৃথিবীটা কে যেন এক রূপকথার রাজ্য মনে হয়। এই রূপকথা রাজ্যকে আরও সুন্দর করতে আবির্ভূত হয় বিভিন্ন রকম ফুল। শীতের মৌসুমে গ্রামের মাঠে গেলেই দেখা মেলে সরিষার ফুল। সকালে মৃদু সূর্য আলো ফুলের উপর পরতেই চিকচিকে ওঠে সরিষার ফুল।


ফটোগ্রাফি-৪

IMG_20220209_233918.jpg

IMG_20220206_201104.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

শীতকালে চারিদিকে হিমশীতল পরিবেশ।সকালের গোসল করা হয় দুপুরে। গোসলের পর সবাই সূর্যের আলো পাওয়ার জন্য ফাঁকা স্থানে দৌড়ায়। সূর্যের মৃদু আলো এসে সবাইকে আরাম দেয়। সূর্যের একটুখানি আলো পাওয়ার জন্য গ্রামে যেন এক ধরনের প্রতিযোগিতার হয়।


ফটোগ্রাফি-৫

IMG_20220209_233650.jpg

IMG_20220209_233634.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

এটি গ্রাম অঞ্চলে খেসারির নামে পরিচিত।এটি রান্না করে খেতে অসাধারণ লাগে। এটি শুধুমাত্র শীতকালে পাওয়া যায়। খেসারির ফুল দেখতে অসম্ভব ভালো লাগে।


ফটোগ্রাফি-৬

IMG_20220209_234146.jpg

IMG_20220209_233532.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

শীতের সকালে সূর্য উদিত হওয়ার দৃশ্যটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তাই তো প্রতিবার শীত আসলেই ছুটে যায় গ্রাম্য মাঠে।সিমের ফুল এর আড়াল থেকে সূর্যকে ক্যামেরাবন্দি করলাম। চারিদিকে কুয়াশায় মোড়ানো শীতের সকাল এর রেশ কাটিয়ে সূর্যের উদিত হওয়ার দৃশ্য বেশ ভালই লাগে।

ফটোগ্রাফি-৭

IMG_20220209_233812.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

এমন দৃশ্য শীতের শেষের অর্থ বহন করে। শীতের শেষের দিকে গাছের পাতা পড়ে যায়।এবং বিদায় হয় শীত মৌসুমের।


ফটোগ্রাফি-৮

IMG_20220209_233505.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

দিনের সব আলোর ইতি টেনে যখন দূর নীলিমায় ডুবতে থাকা সূর্যের দৃশ্য অসাধারণ রূপ ধারণ করে।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥
Sort:  
 3 years ago 

ঠিক বলছেন শীত কালে সকল গাছ গাছালি তার যৌবন ফিরে পায়। আপনার প্রতিটা ছবি অনেক ভালো ছিল, আমার কাছে সব ছবি গুলোই ভালো লাগছে। আমাদের শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ শুভ কামনা রইল আপনার জন্য

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ❤️🙏

 3 years ago 

ঠিক কথাই বলেছেন ভাইয়া শীতকালে গ্রাম তার প্রকৃত যৌবন ফিরে পায় আপনার এই কথার সাথে আমি একমত । অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের সামনে । তাছাড়া আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে । ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ 🙏

 3 years ago 

বাংলার রূপে মুগ্ধ হয়েছেন কবি, সাহিত্যিকরা তাই তো তাদের গানে,কবিতায় স্থান পায় এই সোনার বাংলা ।

অনেক সুন্দর ভাবে কিছু কথা আপনি আপনার এই পোস্ট এর মাঝে তুলে ধরেছেন। অনেক সুন্দর ভাবে আপনি গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য তুলে ধরেছেন এবং বর্ণনা করেছেন। দারুন দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 3 years ago 

শীতকালীন ফটোকপি গুলো খুবই অসাধারণ হয়েছে।আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে সময় নিয়ে ছবিগুলো তুলেছেন। বিশেষ করে মটরশুটি ফুল ফটোগ্রাফি খুবই ভালো ছিল আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ধন্যবাদ, ভালো থাকবেন।

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য 🙏

সুন্দর একটি কথা বলেছেন আপনি। শীতকাল আসলেই গ্রাম অঞ্চলের নানারকম শাক-সব্জির চাষাবাদ শুরু হয়ে যায়। সেইসাথে গ্রাম যেন ফিরে পায় তার এক নতুন রূপ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই 🙏

 3 years ago 

বাংলাদেশের প্রতিটি ঋতু একসময় বৈচিত্র্যময় ছিল কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন আর তা আগের মত নেই। আপনার মত শীতকাল আমারও ভীষণ প্রিয়। বিশেষ করে শীতের পিঠাপুলি আর শীতকালীন আবহাওয়া। শিশির ভেজা ঘাস আর খেশারির ফুল দারুন লাগলো আমার কাছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 🙏

ওয়াও কি সুন্দর দেখতে ফটোগ্রাফি গুলো। ঠিক বলেছেন ভাই শীতকালে সকল গাছ গুলো তার নতুন জীবন ফিরে পায়।আসলে প্রকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি গুলো দেখতে খুবই চমৎকার লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া❤️ 🙏

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57500.86
ETH 2337.17
USDT 1.00
SBD 2.36