DIY-"এসো নিজে করি"|| রঙিন পেপার দিয়ে "বাড়ি তৈরি "||১০% লাজুক খ‍্যাঁকের জন্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@fahanshadik বাংলাদেশের নাগরিক।


আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো রঙিন পেপার দিয়ে"এক তলা বিশিষ্ট বাড়ি তৈরি "।আশাকরি আপনাদের ভালো লাগবে।


IMG_20211028_175401.jpg


বাড়ি
Device : Realme Note 5


প্রয়োজনীয় উপকরন

  • রঙিন পেপার
  • আঠা
  • পেন্সিল
  • কাঁচি
  • স্কেল

কাজের ধারা


চলুন শুরু করা যাক


IMG_20211028_174802.jpg

IMG_20211028_174838.jpg

IMG_20211028_174955.jpg

  • ধাপ-০১ঃ
    প্রথমে রঙিন পেপার এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে। এরপর পেপার টিকে চারটি ভাঁজে ভাঁজ করে নিতে হবে।কাঁচি দিয়ে ৯ সে.মি. মাপ করে ।ঘর এর চারটি অংশ কেটে নিতে হবে।

IMG_20211028_175029.jpg

IMG_20211028_174908.jpg

  • ধাপ-০৩ঃ
    ঘর এর চারটি মুল অংশ আঠা গিয়ে ভাবে পরস্পর এর সাথে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।লাগালে ঘর এর উপরের মুল অংশ তৈরি হয়ে যাবে।তারপর.....

IMG_20211028_175057.jpg

IMG_20211028_175152.jpg

  • ধাপ-০৪ঃ
    এই বার ঘর এর উপরের অংশ ছাদ তৈরি এর কাজ।ছাদের মাপে এক টুকরো কাগজ কেটে নিতে হবে। এবং আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।তারপর....

IMG_20211028_175449.jpg

IMG_20211028_175311.jpg

  • ধাপ-০৫ঃ
    ঘর এর সামনের অংশের পিলার তৈরি করার জন্য দুই খন্ড কাগজ আঠা দিয়ে লাগিয়ে ধাপ এর দুই পাশে পিলার লাগিয়ে দিতে হবে।তারপর.....

IMG_20211028_175324.jpg

IMG_20211028_185638.jpg

  • ধাপ-০৬ঃ
    দশ থেকে বারো টুকরো রঙিন লাল কাগজ ব্যবহার করতে হবে।ঘর এর সুন্দর করতে।

IMG_20211028_190316.jpg

IMG_20211028_190252.jpg

অতঃপর হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ঘর তৈরি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বাড়ি তৈরি খুব সুন্দর হয়েছে। আপনার এ বাড়িটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার

ধন্যবাদ আপু ♥️

 3 years ago 

আপনার হাতে কাজটি খুব অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। একটা সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ ভাইয়া ♥️

 3 years ago 

রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন ভাই দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাইয়া ♥️

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা বাড়ি তৈরি করেছেন। এবং কি সেটি দেখতে খুবই সুদর্শনীয় ছিল। এবং অনেক সুন্দর করে উপস্থাপন এটি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

ধন্যবাদ ভাইয়া ♥️

 3 years ago 

হোয়াট এ ক্রেটিভিটি ভাই অসম্ভব সুন্দর হয়েছে।শুধু মাত্র রঙিন কাগজ ব্যবহার করে এতো দারুন একটি ঘর বানিয়েছেন।আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইলো ভাই।

ধন্যবাদ ভাইয়া ♥️♥️

 3 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে এতো সুন্দর বাড়ি তৈরি করেছেন।

ভাইয়া অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু ♥️❤️

 3 years ago 

বাড়ির সামনে দুটি খুঁটি দেখে মনে হচ্ছে রাজপ্রাসাদ। সুন্দর কালার কম্বিনেশনে বাড়িটা বেশ সুন্দর লাগছে। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️

 3 years ago 

অনেক সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে আপনি বাড়ি তৈরি করেছেন এক কথায় অসাধারণ ছিলো। সাথে উপস্থাপন করছেন দারুণ আপনার জন্য শুভ কামনা রইলো

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 60830.20
ETH 2393.05
USDT 1.00
SBD 2.63