রেসিপি : ||নতুন আলু দিয়ে সিলভার কার্প মাছ রান্না রেসিপি || ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।


আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


PhotoCollage_1643983757337.jpg


📷Device: Realme note 5


মাছ রান্নার জন্য প্রয়োজনীয় উপকরন


উপকরণপরিমাণ
মাছ৪ পিছ বড় সাইজ
লবন৬ চা চামচ
গরম মসলা৫ গ্রাম
তেল১০ গ্রাম
পিঁয়াজ৪ টা বড় সাইজ
রসুন২ টা
জিরা২ গ্রাম
আলু২৫০ গ্রাম

IMG_20220204_164753.jpg

IMG_20220204_164726.jpg

  • ধাপ-১ঃপ্রথমে প্রয়োজনীয় উপকরণ গুলো সংগ্রহ করে নেওয়ার পর।আলু গুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে।এবং মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে রাখতে হবে।তারপর.........

IMG_20220204_164817.jpg

IMG_20220204_164844.jpg

  • ধাপ-২ঃচুলার উপর পানি দিয়ে।আলু গুলোকে সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ হতে ১৫-২০ মিনিট লাগবে।তারপর...

IMG_20220204_164929.jpg

  • ধাপ-৩ঃ মরিচ, পিঁয়াজ, রসুন গুলো ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে।তারপর.....

IMG_20220204_165015.jpg

IMG_20220204_165110.jpg

  • ধাপ-৪ঃমসলা এবং পিঁয়াজ,মরিচ, রসুন গুলো ভালোভাবে বেটে নিতে হবে।এবং লবন, মরিচ এর গুরা মাখিয়ে নিতে হবে। তারপর.....

IMG_20220204_164654.jpg

IMG_20220204_164624.jpg

  • ধাপ-৫ঃ মাছ গুলো ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। তারপর....

IMG_20220204_165156.jpg

IMG_20220204_165340.jpg

  • ধাপ-৬ঃধুয়ে রাখা মাছ গুলো ভেজে নিতে হবে। তারপর.....

IMG_20220204_165223.jpg

IMG_20220204_165250.jpg

  • ধাপ-৭ঃ উক্ত বেটে রাখা মসলা গুলো চুলার উপর দিয়ে ভেজে নিয়ে।উক্ত সিদ্ধ করা আলু মসলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর.....

IMG_20220204_165502.jpg

IMG_20220204_165440.jpg

  • ধাপ-৮ঃআলু এবং মসলার মধ্যে পানি ঢেলে দিয়ে। ১০মিনিট রাখতে হবে।পানি গরম হয়ে গেলে।উক্ত মাছ ভাজি গুলো ফুটন্ত মসলা এবং আলুর মিশ্রিত পানির মধ্যে ছেড়ে দিতে হবে।এমন ভাবে বেশ কিছুহ্মন তাপ দেওয়ার পরে তৈরি হয়ে যাবে পছন্দের আলু দিয়ে মাছ রান্না রেসিপি।

IMG_20220204_165528.jpg

😋তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে মাছ রান্না রেসিপি😋

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

Sort:  
 2 years ago 

সিলভার কাপ মাছ আলু দিয়ে অনেক রান্না করে খেয়েছি। মেসের বড় ভাই সিলভার কাপ মাছ কে গরিবের ইলিশ মাছ বলতো। সিলভার কাপ মাছ যেকোনো তরকারির সাথে রান্না করলে মোটামুটি বেশ মজা লাগে।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ 🙏❤️

 2 years ago 

নতুন আলু খেতে এমনিতেই তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যদি সিলভার কার্প মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয় তাহলে তো আরো ইয়াম্মি লাগে। তেমনি আপনার রেসিপি টা দেখেই আমার খুব লোভ হচ্ছে 😋😋😋 আজকে তো অসাধারণ একটি রেসিপি আমাদেরকে উপহার দিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু 🙏

 2 years ago 

নতুন আলু দিয়ে সিলভার কাপ মাছ রান্নার রেসিপি আপনি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করেছেন। আপনার এই সিলভার কাপ মাছ রান্নার রেসিপি কে দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। নতুন আলু দিয়ে যেকোনো ধরনের রেসিপি রান্না করলে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে step-by-step শেয়ার করার জন্য। শুভকামনা রইলো ভাইয়া।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া❤️🙏

নতুন আলু দিয়ে মাছ রান্না করলে তা খেতে সত্যিই অসাধারণ লাগে। আপনার রান্না টি অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া 🙏❤️

ওয়াও অসাধারণ একটা নতুন আলু দিয়ে সিলভার কার্প মাছ তৈরি করেছেন। আমার কাছে এ রকম আলু ও মাছের রেসিপি খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা নতুন আলু দিয়ে সিলভার মাছ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া 🙏❤️

 3 years ago 

নতুন আলু দিয়ে ছোট বেলায় পিকনিক খাইতাম।আপনার নতুন আলু দিয়ে রেসিপি দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল।আপনি নতুন আলু দিয়ে মাছের সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 3 years ago 

নতুন আলু দিয়ে যে কোন তরকারি রান্না করলেই তা খেতে খুব সুস্বাদু হয়। আপনার আজকের সিলভার কাপ মাছের রেসিপিটি খুবই লোভনীয় লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছে। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু 🙏🙏

 3 years ago 

বাহ, আপনি যে খাবারটি পরিবেশন করেন তা সত্যিই সুস্বাদু, যখন আমি এটি দেখি তখন আমার ক্ষুধার্ত হয়ে ওঠে, একটি সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ❤️🙏

 2 years ago 

আপনাকে স্বাগতম

নতুন আলু দিয়ে যেকোনো রেসিপি তৈরি করা হোক না কেন তা ভালো হতেই হবে। নতুন আলু দিয়ে সিলভার মাছের অসাধারণ একটি রেসিপি তৈরি করে। আর এই রেসিপিটি প্রতিটির ধাপ আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সামনে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ 🙏❤️

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23