DIY- এসো নিজে করি" ||রঙিন কাগজের সাহায্যে দোলনা তৈরি || ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।


আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


IMG_20220125_235310.jpg

🔰দোলনা🔰


📷Device: Realme note 5

চলুন শুরু করি

প্রয়োজনীয় উপকরন


উপকরণপরিমাণ
হলুদ,গোলাপি পেপার২ টা
আটা১ টা
কলম১টা
স্কেলএকটা
কাঁচি১ টা
মোটা কাগজ১টা

কাজের ধারা


IMG_20220125_234401.jpg

  • ধাপ-১ঃকাজের জন্য প্রয়োজনীয় উপকরন সমুহ যেমন:রঙিন কাগজ,আটা,কলম,কাঁচি, শক্ত পেপার সংগ্রহ করে নিতে হবে। তারপর......

IMG_20220125_234441.jpg

  • ধাপ-২ঃদোলনার পায়ে তৈরি করার জন্য গোলাপি কাগজ কেটে রোল করে নিতে হবে। তারপর....

IMG_20220125_234523.jpg

IMG_20220125_234541.jpg

  • ধাপ-৩ঃ শক্ত কাগজের ওপর হলুদ পেপার আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।তারপর.....

IMG_20220125_234619.jpg

IMG_20220125_234636.jpg

  • ধাপ-৪ঃ উক্ত কেটে রাখা গোলাপি রঙের পায়ের সাথে হলুদ কাগজ কেটে ডিজাইন করে পেচিয়ে নিতে হবে।তারপর......

IMG_20220125_234658.jpg

IMG_20220125_234717.jpg

  • ধাপ-৫ঃ শক্ত পেপারের ওপর চিকন করে গোলাপি রঙের কাগজ কেটে ডিজাইন করতে হবে।তারপর......

IMG_20220125_234757.jpg

IMG_20220125_234912.jpg

  • ধাপ-৬ঃ দোলনা তৈরি করার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। দোলনার চারটি পায়ে খুব সুন্দর ভাবে আঠা দিয়ে লাগাতে হবে।তারপর....

IMG_20220125_234927.jpg

IMG_20220125_234958.jpg

  • ধাপ-৭ঃএই বার দোলনার মুল অংশ বাসার জায়গা তৈরি করার ধাপ।খুব সূক্ষ্মভাবে মাপ যোগ করে।চার খন্ড কাগজ কেটে নিতে হবে। তারপর.....

IMG_20220125_235029.jpg

IMG_20220125_235111.jpg

  • ধাপ-৮ঃ শক্ত কাগজ এর উপর পাতলা কাগজ দিয়ে বসার জায়গাটা সুন্দর করে করতে হবে। এবং এই কাগজগুলোর লাগিয়ে নিতে হবে। তারপর.....

IMG_20220125_235155.jpg

IMG_20220125_235210.jpg

  • ধাপ-৯ঃকাগজের অংশটুকু কোয়েলের মত করে দাগ দিয়ে নিতে হবে তারপরেই গুলো কেটে পেচিয়ে ফুল বানিয়ে নিতে হবে।তারপর......

IMG_20220125_235449.jpg

IMG_20220126_005115.jpg

  • ধাপ-১০ঃ প্রতিটি অংশগুলোকে একত্রিত করে । দোলনার মূল অংশের কাজ সম্পন্ন করতে হবে।

IMG_20220125_232322.jpg

IMG_20220125_232257.jpg

তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই দোলনা

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

Sort:  
 3 years ago 

আপনি খুবই দারুন একটি দোলনা তৈরী করছেন,দেখতে খুবই সুন্দর লাগে।আপনার প্রতিটা কাজের ধাপ আমার কাছে ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য।শুভ কামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ❤️🙏

জাষ্ট ওয়াও!!! রঙিন কাগজের সাহায্যে দোলনা তৈরিটি অনেক সুন্দর হয়েছে। আপনার দোলনাটি আমায় ধার দিবেন আমি একটু বসে দোলনা খেতাম আর কী🤪🤪🤪। আপনার সৃজনশীলতা সত‍্যি আমাকে মুগ্ধ করেছে। সুন্দর সুন্দর ডাই আপনার কাছ থেকে আরো আশা করছি। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

ধার নয় ভাইয়া আপনাকে একবার গিফট করতে চাই। অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ❤️🙏

ওকে 💖💖💖💖

 3 years ago 

বাহ অসাধারণ হয়েছে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে দোলনা তৈরি করেছেন যে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার তৈরি প্রতিটা ধাপে ধাপে আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে দোলনা তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের দোলনা টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এই রকম দোলনা দেখে। ধন্যবাদ আপনাকে এরকম একটি দোলনা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া❤️🙏

 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর দোলনা তৈরি করেছেন এক কথায় অসাধারণ। আপনি সময় নিয়ে অত্যন্ত দক্ষতার সহকারে দোলনা তৈরি কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 3 years ago 

  • ওয়াও দেখে আমি প্রথমেই অনেক মুগ্ধ হয়েছি। আমার কাছে অনেক অসাধারণ লেগেছে এটি দেখতে। যেন ইচ্ছে করতেছে আমি এখন দোলনাতে বসে পড়ি। দেখে মনে হচ্ছে আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে এটি তৈরি করেছেন। এককথায় খুব চমৎকার একটি কাজ করেছেন। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে এটি তৈরি করেছেন। ধাপে ধাপে খুব সুন্দর করে বর্ণনা করেছেন।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ❤️🙏

 3 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি দোলনা তৈরি করেছেন। দোলনাটি দেখে তো মনে হচ্ছে বসে দোল খাই। তাছাড়া আপনি দোলনা তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

দোল খাওয়ার জন্য চলে আসেন আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ❤️🙏

 3 years ago 

অসাধারণ ভাবে আপনি রঙিন কাগজের সাহায্যে দোলনা তৈরি করেছেন দারুন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️🙏

 3 years ago 
  • রঙ্গিন কাগজ দিয়ে দোলনা তৈরি জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে এরকম দোলনা আমিও তৈরি করেছিলাম কিন্তু আমার তৈরি দোলনা থেকে আপনার তৈরি দোলনা অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। দোলনা তৈরীর পদ্ধতি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক দক্ষতার সাথে এই দোলনাটি তৈরি করেছেন। এত সুন্দর একটি দোলনা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য রইলো শুভকামনা।

অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️🙏

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে দোলনাটি অসাধারন সুন্দর হয়েছে ।বিশেষ করে উপস্থাপনের ছবিটিতে অনেক ফুটে উঠেছে।শুভ কামনা রইল ভাইয়া আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া ❤️🙏

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57653.84
ETH 2354.20
USDT 1.00
SBD 2.35