DIY- এসো নিজে করি" ||রঙিন কাগজের সাহায্যে দোলনা তৈরি || ১০% লাজুক খ্যাঁকের জন্য বরাদ্দ।
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।
আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
🔰দোলনা🔰
📷Device: Realme note 5
চলুন শুরু করি
চলুন শুরু করি
প্রয়োজনীয় উপকরন
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| হলুদ,গোলাপি পেপার | ২ টা |
| আটা | ১ টা |
| কলম | ১টা |
| স্কেল | একটা |
| কাঁচি | ১ টা |
| মোটা কাগজ | ১টা |
কাজের ধারা
- ধাপ-১ঃকাজের জন্য প্রয়োজনীয় উপকরন সমুহ যেমন:রঙিন কাগজ,আটা,কলম,কাঁচি, শক্ত পেপার সংগ্রহ করে নিতে হবে। তারপর......
- ধাপ-২ঃদোলনার পায়ে তৈরি করার জন্য গোলাপি কাগজ কেটে রোল করে নিতে হবে। তারপর....
- ধাপ-৩ঃ শক্ত কাগজের ওপর হলুদ পেপার আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।তারপর.....
- ধাপ-৪ঃ উক্ত কেটে রাখা গোলাপি রঙের পায়ের সাথে হলুদ কাগজ কেটে ডিজাইন করে পেচিয়ে নিতে হবে।তারপর......
- ধাপ-৫ঃ শক্ত পেপারের ওপর চিকন করে গোলাপি রঙের কাগজ কেটে ডিজাইন করতে হবে।তারপর......
- ধাপ-৬ঃ দোলনা তৈরি করার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। দোলনার চারটি পায়ে খুব সুন্দর ভাবে আঠা দিয়ে লাগাতে হবে।তারপর....
- ধাপ-৭ঃএই বার দোলনার মুল অংশ বাসার জায়গা তৈরি করার ধাপ।খুব সূক্ষ্মভাবে মাপ যোগ করে।চার খন্ড কাগজ কেটে নিতে হবে। তারপর.....
- ধাপ-৮ঃ শক্ত কাগজ এর উপর পাতলা কাগজ দিয়ে বসার জায়গাটা সুন্দর করে করতে হবে। এবং এই কাগজগুলোর লাগিয়ে নিতে হবে। তারপর.....
- ধাপ-৯ঃকাগজের অংশটুকু কোয়েলের মত করে দাগ দিয়ে নিতে হবে তারপরেই গুলো কেটে পেচিয়ে ফুল বানিয়ে নিতে হবে।তারপর......
- ধাপ-১০ঃ প্রতিটি অংশগুলোকে একত্রিত করে । দোলনার মূল অংশের কাজ সম্পন্ন করতে হবে।
তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই দোলনা























আপনি খুবই দারুন একটি দোলনা তৈরী করছেন,দেখতে খুবই সুন্দর লাগে।আপনার প্রতিটা কাজের ধাপ আমার কাছে ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য।শুভ কামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ❤️🙏
জাষ্ট ওয়াও!!! রঙিন কাগজের সাহায্যে দোলনা তৈরিটি অনেক সুন্দর হয়েছে। আপনার দোলনাটি আমায় ধার দিবেন আমি একটু বসে দোলনা খেতাম আর কী🤪🤪🤪। আপনার সৃজনশীলতা সত্যি আমাকে মুগ্ধ করেছে। সুন্দর সুন্দর ডাই আপনার কাছ থেকে আরো আশা করছি। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধার নয় ভাইয়া আপনাকে একবার গিফট করতে চাই। অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ❤️🙏
ওকে 💖💖💖💖
❤️🙏
বাহ অসাধারণ হয়েছে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে দোলনা তৈরি করেছেন যে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার তৈরি প্রতিটা ধাপে ধাপে আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া ❤️🙏
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে দোলনা তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের দোলনা টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এই রকম দোলনা দেখে। ধন্যবাদ আপনাকে এরকম একটি দোলনা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া❤️🙏
আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর দোলনা তৈরি করেছেন এক কথায় অসাধারণ। আপনি সময় নিয়ে অত্যন্ত দক্ষতার সহকারে দোলনা তৈরি কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া ❤️🙏
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ❤️🙏
ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি দোলনা তৈরি করেছেন। দোলনাটি দেখে তো মনে হচ্ছে বসে দোল খাই। তাছাড়া আপনি দোলনা তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
দোল খাওয়ার জন্য চলে আসেন আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ❤️🙏
অসাধারণ ভাবে আপনি রঙিন কাগজের সাহায্যে দোলনা তৈরি করেছেন দারুন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ❤️🙏
অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️🙏
রঙ্গিন কাগজ দিয়ে দোলনাটি অসাধারন সুন্দর হয়েছে ।বিশেষ করে উপস্থাপনের ছবিটিতে অনেক ফুটে উঠেছে।শুভ কামনা রইল ভাইয়া আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া ❤️🙏