টাইটেল: লেভেল ২ হতে আমার অর্জন - By @farhansajid2003 [১০% লাজুক খ্যাঁক-কের জন্য]

আমি @farhansajid2003 আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন মেম্বার।আমি @abb-school থেকে ক্লাস করে লেভেল টু অর্জনের জন্য পোস্ট করতে যাচ্ছি।


IMG_20220212_095541.jpg


প্রশ্ন নং-১: Posting key এর কাজ কি ?

১)পোস্ট ও কমেন্ট করা।
২)পোস্ট ও কমেন্ট এডিট করা।
৩)আপভোট ও ডাউনভোট দেয়া।
৪)কোন পোস্ট রিস্টিম করা।
৫)কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট।
৬)কাউকে ফলো ও আনফলো করা।


প্রশ্ন নং-২: Active key এর কাজ কি ?

১)ট্রান্সফারের কাজ করা যায়।
২)পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
৩) SBD Steem কনভার্সন।
৪)উইটনেস ভোট দেয়া।
৫)প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন।
৬) নতুন ব্যবহারকারী তৈরি করা যায়।
৭)কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া।


প্রশ্ন নং-৩ঃ: Owner key এর কাজ কি ?

১ উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করা ।
২)ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা ।
৩)একাউন্ট রিকভার করতে করা ।


প্রশ্ন নং-৪: Memo key এর কাজ কি ?

১) এনক্রিপ্ট করা মেসেজ পাঠানো ।
২) কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখা ।


প্রশ্ন নং-০৫: Master password এর কাজ কি ?

মাস্টার পাসওয়ার্ড অ্যাকাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী। যেটি একাউন্ট খোলার সময় আমরা পাই।মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম সম্পন্ন করা যায়। অন্যান্য যে সকল কী রয়েছে, সে সব গুলোই মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে। একাউন্ট রিকভার করতেও মাস্টার পাসওয়ার্ড লাগবে।সুতরাং বলা যায় যে মাস্টার পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।


প্রশ্ন নং-০৬: Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

আমি পিডিএফ ফাইল ডাউনলোড করে পেনড্রাইভে রেখেছি। মাস্টার পাসওয়ার্ডটি আমি একটি খাতায় লিখে সেটিকে আমার পার্সোনাল ড্রয়ারে তালাবদ্ধ করে রেখেছি।মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমি আমার গুগল ড্রাইভে রেখেছি। আমি লক ফোল্ডারে রেখেছি । এভাবে সংরক্ষণ করেছি ।


প্রশ্ন নং-০৭: পাওয়ার আপ কেন জরুরী?

পাওয়ার আপ করা জরুরী কারণ এর মাধ্যমে স্টিম পাওয়ার বৃদ্ধি পায়। স্টিম পাওয়ার কম থাকলে ভোটিং ভ্যালু কম হয়। ফলে কিউরেশন রিওয়ার্ড অর্জন করা যায় না।অন্যদিকে পাওয়ার বেশি থাকলে ভোটিং ভ্যালু বৃদ্ধি পায় এবং কিউরেশন রিওয়ার্ড অর্জন করা যায়। এজন্য পাওয়ার আপ করা জরুরি।


প্রশ্ন নং-০৮: পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

পাওয়ার আপ করার জন্য প্রথমেই স্টিমিট ওয়ালেট এ যেতে হবে।Active Key দিয়ে লগইন করতে হবে । তারপর স্টিম একাউন্ট এর পাশে যে ডাউন সাইনটা থাকবে সেখানেক্লিক করতে হবে।পাওয়ার আপ অপশনে ক্লিক করার পর একটা ড্রপ ডাউন বক্স আসবে। যেখানে আমি কত স্টিম পাওয়ার আপ করবো, সেই এমাউন্ট লিখতে হবে। এরপ পাওয়ার আপ লেখাটিতে ক্লিক করতে হবে। তারপর আবার একটি ফিল্ড আসবে সেখানে তথ্যগুলো একটিভ কি দিয়ে কনফার্ম করতে হবে।ক্লিক করলেই পাওয়ার আপ হয়ে যাবে।


প্রশ্ন নং-০৯: সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।


প্রশ্ন নং-১০: মেমো ফিল্ড এর কাজ কি?

স্টিম ট্রান্সফার এর সময় কোন উদ্দেশ্যে এ স্টিম ট্রান্সফার করা হবে, তা লেখার জন্য মেমো ফিল্ড ব্যবহার করা হয়।


প্রশ্ন নং-১২: ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তর : ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।


প্রশ্ন নং-১৩: ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করবেন। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

আমি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন এর কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চাইলে এক্ষেত্রে ডেলিগেশন এর পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে।


এই ছিলো লেভেল টু থেকে আমার অর্জন।

Sort:  
 2 years ago 

লেভেল 2 পাস করতে হলে আপনাকে অবশ্যই একটি সাদা কাগজে লেভেল 2 এর বিষয়গুলো লিখে একটা ছবি নিয়ে তারপর লেভেল 2 এর পরীক্ষা দিতে হবে। আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

ভাইয়া আপনি level-2 বিষয়গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।বোঝা যাচ্ছে আপনি মনোযোগ দিয়ে ক্লাস গুলো করেছেন এবং সেটার প্রতিফলন আপনার পোস্টে দেখা যাচ্ছে ।চেষ্টা করবেন কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলার ।আপনার পরবর্তী ধাপের জন্য শুভকামনা রইল ।

 2 years ago 

লেভেল 2 ক্লাস করে মনে হয় আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। সবগুলো বিষয়ে অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করতে পেরেছেন। আমরাও এবিবি স্কুলের ক্লাস গুলো করে অনেক কিছুই শিখতে পেরেছি। আশা করব পরবর্তী ক্লাসগুলো করে অনেক কিছুই শিখতে পারবেন আপনি। কমিউনিটির নিয়মকানুন সুন্দর ভাবে মেনে চলার চেষ্টা করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ

লেভেল ২ হতে অনেক কিছু অর্জন করেছেন দেখছি ভাইয়া।স্টেপ বাই স্টেপ খুব সুন্দর বর্ণনা করেছেন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো সামনে অনেক ভালো কিছু আশা করছি এবং সুন্দর সুন্দর পোস্ট আপনার কাছ থেকে আশা করছে শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া

 2 years ago 

বাহ বেশ ভালোই শিখেছেন আপনি দেখে মনে হচ্ছে। লেভেল টু হতে প্রাপ্ত প্রত্যেকটি বিষয়ে খুব সুন্দর পরিচ্ছন্ন ভাবে আপনার পোস্টে তুলে ধরেছে। শুভকামনা রইলো আপনার পরবর্তী জার্নির জন্য।

ধন্যবাদ

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি লেভেল-২ এর অর্জিত বিষয়গুলো মোটামুটি ভালো ভাবেই উপস্থাপন করেছেন। আপনার জন্য পরবর্তী লেভেলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আমি মনে করি ভাইয়া আপনি লেভেল টু ক্লাস অরে অনেক কিছু শিখতে পারছেন ও বুঝতে পারছেন। আশা করি বাকি ক্লাসগুলো করলে সুন্দরভাবে বুঝতে পারবেন। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

লেভেল 2 থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন মনে হচ্ছে। এই লেবেলগুলো ক্লাস করলে অনেক কিছুই শিখতে পারা যায়। আমিও এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আপনি পরবর্তী লেবেলগুলোর প্লাস করে খুব শীঘ্রই এগিয়ে আসুন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60855.42
ETH 3369.56
USDT 1.00
SBD 2.50