লেভেল ৪ হতে আমার অর্জন -by @farhanatonni( ১০% shy-fox)

আসসালামু আলাইকুম

20220114_142850.jpg

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এবিবি স্কুলের লেভেল ৪ এর লিখিত পরিক্ষা দিচ্ছি। আমি এবিবি স্কুলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং অবশ্যই আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য এবং মডারেটরগণ এর প্রতি আন্তরিক ভালোবাসা,শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কারণেই আজকে আমি এখনো পর্যন্ত বাধাহীন ভাবে স্টিমিটে কাজ করতে পারছি। আমার বাংলা ব্লগ এ নতুন আশা থেকে শুরু করে প্রতিনিয়ত তাদের সাপোর্ট পেয়েছি। তাদের সাহায্যেকারি মনভাব আমাকে তাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা দুটোই বাড়িয়ে দিয়েছে। লেভেল ৪ এ @moh.arif ভাইয়া এবং @alsarzilsiam ভাইয়াকে আমাদের খুব সুন্দর এবং সহজ ভাবে আমাদের পাঠটি বুঝিয়ে দিয়েছেন।

আমি এখন আমার পরিক্ষা শুরু করছি।


১.আমার প্রথম প্রশ্ন ছিল p2p কি?

★ p2p হলো পারসন টু পারসন ট্রান্সফার। আমরা আমাদের স্টিমিট একাউন্ট থেকে যদি অন্য কোন ইউজারের একাউন্ট এ সরাসরি SBD/steem ট্রান্সফার করি তাহলে তাকে p2p বলে।

আমার বাংলা ব্লগ কখনোই p2p তে সাপোর্ট করে না। তবে কোন বিশেষ কারণে p2p ট্রান্সফার এ মেমো উল্লেখ করে তারপর করা যাবে। এখানে মেমো উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ।


২.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

★ ধাপ-১:প্রথমে আমার ওয়ালেট এ যাব। তারপর স্টিম ডলারএ যাব। এরপর ট্রান্সফার এ যাব।

Screenshot_20220114-120232_Chrome.jpg

Screenshot_20220114-120215_Chrome.jpg

ধাপ২:এরপর লেভেল৪টেস্ট লিখবো।এমাউন্ট লিখবো। মেমো উল্লেখ করবো। নেক্সট ক্লিক করবো। এক্টিভ কি দিয়ে ওকে লিখব।

Screenshot_20220114-120500_Chrome.jpg

Screenshot_20220114-120352_Chrome.jpg

Screenshot_20220114-120341_Chrome.jpg



২.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

★প্রথমে ওয়ালেট এ যাব। তারপর স্টিম এ যেয়ে ট্রান্সফার লিখব। এরপর মেমো এমাউন্ট এবং টু দিয়ে নেক্সটে ক্লিক করবো এরপর এক্টিভ কি দিয়ে সাইন ইন করবো।

GridArt_20220114_122132984.jpg



৩.P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

GridArt_20220114_122752538.jpg

প্রথমে ওয়ালেট এ যাব। তারপর trx যেয়ে ট্রান্সফার লিখব। এরপর মেমো এমাউন্ট এবং টু দিয়ে নেক্সটে ক্লিক করবো এরপর tron active কি দিয়ে সাইন ইন করবো।



৪.Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

GridArt_20220114_131124002.jpg

★প্রথমে ওয়ালেটে যাবো তারপর মারকেট এ যাবো। এরপর ০.০১ sbd লিখবো। বাই স্টিমে যেয়ে ক্লিক করবো। এরপর এক্টিভ কি দিয়ে সাইন ইন করে দিব।



৫.Poloniex Exchange site এ একটি Account Create করুন।

Screenshot_20220114-131535_Poloniex.jpg

একাউন্ট ক্রিয়েট করলাম।


৬.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

GridArt_20220114_132542709.jpg
প্রথমে Poloniex একাউন্ট এ যাব। এরপর ডিপোজিট এ ক্লিক করবো স্টিম লিখে সার্চ করবো। তারপর মেমো এবং এড্রেস কপি করবো।

GridArt_20220114_132829181.jpg

এরপর আবার স্টিমিট ওয়ালেটে যাবো। তারপর স্টিম এ গিয়ে ট্রান্সফারে যাবো। মেমো এবং এড্রেস কপি করে বসিয়ে দিব।এমাউন্ট বসাবো। এক্টিভ কি দিয়ে সাইন ইন করে দিব।

20220114_133317.jpg

আমার স্টিম গুলি ডিপোজিট হচ্ছে। এতে কিছুটা সময় লাগবে।


৭.আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

GridArt_20220114_134848036.jpg

★প্রথমে Poloniex একাউন্টে গিয়ে ডিপোজিট লিখে সার্চ করতে হবে। এরপর trc20 তে ক্লিক করতে হবে। এরপর এড্রেস কপি করতে হবে।

GridArt_20220114_135202585.jpg

এরপর স্টিমিট ওয়ালেট এ গিয়ে ট্রন ট্রন্সফারে যেতে হবে। এরপর সুইচ টু ট্রন এ ক্লিক করে এড্রেস কপিটি বসিয়ে দিতে হবে।এরপর ট্রন প্রাইভেট কি দিয়ে সাইন ইন করতে হবে।

20220114_135504.jpg

ডিপোজিট হয়ে গিয়েছে।



৮.Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

GridArt_20220114_141513659.jpg
★প্রথমে ট্রেডে যেতে হবে তারপর সেল এ ক্লিক করতে হবে। এরপর প্রাইজ দিয়ে কনফার্ম করে দিতে হবে।

GridArt_20220114_143540476.jpg
এরপর একই ভাবে ট্রেডে গিয়ে সেল trx এ যাব। তারপর প্রাইজ লিখে কনফার্ম করে দিব।

এবিবি স্কুলের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যার ফলে আমরা সহজ এবং সুন্দর ভাবে আমাদের কাজ গুলো করে যেতে পারছি।অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।

@farhanatonni

Sort:  
 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ৪ প্রশ্নসমূহ গুলোর সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
 3 years ago 

অনেক সুন্দর করে পোস্টে বর্ণনা করেছেন আপনি। আশা করি খুব তাড়াতাড়ি আপনি ভেরিফাইড হয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্যেও
 3 years ago 

আপনি লেভেল - 4 এর এক্সামের সবকিছু সুন্দর ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন।
আশা করছি আপনি পরবর্তীতে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলবেন।

শুভকামনা রইলো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যেও আমার অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। ❤️
 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লেভেল 4 এর পরীক্ষা দিয়েছেন। আশা করি অনেক তাড়াতাড়ি লেবেল ফাইভ এর পরীক্ষা দিয়ে ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে আপু ❤️ভালোবাসা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58188.83
ETH 2585.51
USDT 1.00
SBD 2.40