গিটারের ম্যান্ডেলা আর্ট। (১০% shy-fox)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও আজকে আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। এখন আমার পড়ালেখা বা পরিক্ষার খুব বেশি চাপ নেই। তাই অনেক সময় পাচ্ছি আর্ট করার জন্য। তাই এখন প্রায় আপনাদের সাথে আর্ট পোস্ট শেয়ার করার করার সুযোগ পাচ্ছি। সাধারণত একটি আর্ট করতে আমার অনেক বেশি সময় লাগে। এখন আমার তেমন লেখাপড়ার চাপ নেই বলেই অনেক সময় দিয়ে আমি আর্ট গুলো করতে পারি। তাহলে চলুন দেখে নি আমার আজকের আর্টটি।

20211127_221920.jpg
https://what3words.com/dryness.hotness.roadmap

উপকরন:

20211127_191529.jpg

১। পেন্সিল
২।রাবার
৩। কম্পাস
৪।স্কেল
৫। কাগজ
৬।মার্কার পেন।

অংকনের ধাপগুলি -১

প্রথমে আমি একটি গিটার একে নেওয়ার চেষ্টা করেছি। তারপর এর তার একে নেব।

CollageMaker_20211127_212023070.jpg

অংকনের ধাপগুলি -২

এরপর গিটারের সাইড দিয়ে মিউজিক এর চিহ্ন একে নিব।

CollageMaker_20211127_212108343.jpg

অংকনের ধাপগুলি --৩

এরপর পেন্সিল মার্কের উপর দিয়ে একটি গাড় কাল মার্কার পেন দিয়ে মার্ক করে নিব।

CollageMaker_20211127_212145014.jpg

অংকনের ধাপগুলি -৪

এরপর আমি ডিজাডিজাইনের কাজ শুরু করবো। আমি গিটারের থেকে শুরু করছি। কম্পাস দিয়ে অর্ধ বৃত্ত একে নিয়ে। নিচের চিত্রের মতো করে খানিকটা ডিজাইন করে নেব।

CollageMaker_20211127_212432955.jpg

অংকনের ধাপগুলি -৫

এরপর আমি মিউজিক এর চিহ্ন গুলোকে মার্কার পেন দিয়ে হাইলাইট করার চেষ্টা করব।

CollageMaker_20211127_212721873.jpg

অংকনের ধাপগুলি -৬

এরপর পেন্সিল দিয়ে গিটারের পাশ দিয়ে হাল্কা কালার করে নেওয়ার চেষ্টা করব।

CollageMaker_20211127_212506716.jpg

অংকনের ধাপগুলি -৭

এরপর কম্পাসের সাহায্যে বেশ খানিকটা এভাবে ডিজাইন করে নিতে হবে।

20211127_181825.jpg

অংকনের ধাপগুলি -৮

এরপর মাঝের বৃত্তের ডিজাইন করে নিতে হবে। নিচে দেখানো হলো।

20211127_213723.jpg

অংকনের ধাপগুলি -৯

এরপর আমি উপরের অংশে ডিজাইন করে নেব। কম্পাসের সাহায্য আমি আবার কিছু অর্ধ বৃত্ত একে নিব। এবং ডিজাইন করা শুরু করবো।

20211127_213746.jpg

20211127_184345.jpg

অংকনের ধাপগুলি -১০

এরপর উপরের অংশের ২ পাশেই আমি আমার ডিজাইন শেষ করবো।

20211128_075000.jpg

অংকনের ধাপগুলি -১১

এরপর আমি আবারও কম্পাসের সাহায্য নিয়ে নিচের অংশের কাজ শেষ করে নিব। অর্ধ বৃত্ত এবং ফুল একে।

20211128_075018.jpg

20211127_185816.jpg

20211127_185518.jpg

20211127_185322.jpg

অংকনের ধাপগুলি -১২

আমার পুরো চিত্র আঁকার কাজ এর মধ্যেই শেষ হলো। কিন্তু এবার কাজ পুরো চিত্রতে পেন্সিল দিয়ে হাল্কা কালার করে নেওয়ার। এবং নিজের নাম সাইন করে নেওয়ার।

20211127_225705.jpg

এবার আমি কিছু ছবি তুলে নিব আমার পুরো চিত্রটির

20211127_191753.jpg

20211127_191744.jpg

20211127_191723.jpg

20211127_191709.jpg

20211127_222326.jpg

20211127_222050.jpg

20211127_221946.jpg

20211127_221932.jpg

20211127_213823.jpg

CollageMaker_20211127_213604832.jpg

ছবি সম্পর্কে কিছু কথা

আমি এই ছবিটি আসর এর আজানের পর থেকে নিয়ে প্রায় এশার আজান এর পর পর্যন্ত সময় নিয়ে ছবিটি এঁকেছি। অনেক সময় নিয়ে খুব মনোযোগ দিয়ে আজকের আর্টটি করা লেগেছে। হলুদ কাগযে করার আগে আমি অন্য একটি কাগজে আমার আর্টের ফিগারটি একে নিয়েছিলাম। সেই চিত্রটিও আপনাদের সামনে তুলে ধরলাম-

CollageMaker_20211128_082248171.jpg
https://what3words.com/dryness.hotness.roadmap

এই ছিল আমার আজকের প্রজেক্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের কমেন্ট এবং সাপোর্ট আমাকে আমার কাজের প্রতি উৎসাহিত করে। ভালো লাগলে আমাকে জানাবেন। ভুল হলে অবশ্যই আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

মোবাইলের মডেলসামস্যাং A30s
ফোটোগ্রাফার@farhanatonni
লোকেশননড়াইল

20211126_204517.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে।

@farhanatonni

Sort:  
 3 years ago 

ওয়াও আপু আপনার গিটারের ম্যান্ডেলার আর্টটি চমৎকার হয়েছে। আমার কাছে সব থেকে যে বিষয়টি ভাল লেগেছে যে সবাই সাদা কাগজে ম্যান্ডেলার আর্ট করে কিন্তু আপনি হলুদ কাগজে আর্ট করেছেন। যার ফলে ম্যান্ডেলার আর্টটি অন্যরকম সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে অন্য রকম ভাবে ম্যান্ডেলার আর্টটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

জি আপু। হলুদ কাগজে কালো মার্কার ইউজ করলে বিষয়টি ভালোভাবে ফুটে ওঠে। এই কারনেই আমি এটা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে গিটার ম্যান্ডেলাটি।🎸🎸
ছোট ছোট ম্যান্ডেলার ফুল গুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার কাছে তো সবচেয়ে বেশি গিটার আঁকাটা ভালো লেগেছে। গিটারের সুর গুলো যেন বয়ে যাচ্ছে। এক কথায় অসাধারণ হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

অনেক ধন্যবাদ আপু। আপনাকে আমি ফলো করি। আপনিও অসাধারণ আকেন। আপনার জন্যেও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর একটি গিটারের,ম্যান্ডেলা অংকন করলেন। গিটারের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংকন খুবই সুন্দর ভাবে দিয়েছেন। একেবারে নিখুঁত একটি চিত্র অঙ্কন করেছেন। ম্যান্ডেলা ওয়াটের মধ্যে সবথেকে বেশি যেটা সেটা হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে অংকন করতে হয়। আপনার উপস্থাপনা ও খুব সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি গিটারের ম্যান্ডেলা অংকন করার জন্য।

আপ্নাকেও অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল।

 3 years ago 

বাহ গিটারের ম্যান্ডেলা আর্ট‌ টি একেবারেই প্রফেশনাল লেভেলের হয়েছে। অনেক সুন্দর এবং গুছিয়ে প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আপনার পোষ্টটি বেশ ইউনিক হয়েছে, এমন পোষ্ট আপনার কাছে আরও প্রত্যাশা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ইমন ভাইয়া। খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। ভালো লেগেছে আমার এই কথা শুনে যে আমার টি আপনাদের ভালো লেগেছে।

 3 years ago 

গিটারের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে আপু। বিশেষ করে কালার কাগজের মধ্যে আপনি এই ম্যান্ডেলা আর্ট করেছেন সেটা দেখে আমার বেশি ভাল লেগেছে। আপনি প্রতিটি ধাপ খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন। সবকিছু মিলিয়ে খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভকামনা রইল আপনার জন্যে।

 3 years ago 

গিটারের ম্যান্ডেরা খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন। আপনার অংকনটি দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার সুন্দর উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।

রায়হান ভাইয়া,
অনেক ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। আপনার ভালো লেগেছে। আপনাদের জন্যই কাজ গুলো করা। আপনাদের ভালো লাগলে আমার কাজটি করা সার্থক।

 3 years ago 

ওয়াও অসাধারণ ড্রয়িং করেছেন আপু। ফটোগ্রাফী গুলোও অনেক সুন্দর করে করেছেন। গিটার টি অনেক সুন্দর লাগছে দেখতে। হলুদ কাগজের কারণে দেখতে আরো সুন্দর লাগছে। কারু কাজ গুলো অনেক সুন্দর করে করেছেন। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপু।

অনেক ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যটি করার জন্য। ভালোবাসা নিয়েন।❤️

 3 years ago 

ওয়াও!!গিটারের ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারণ লাগছে। সত্যি অনেক প্রশংসার দাবিদার। আমার কাছে খুবই ভালো লেগেছে।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছে।
শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে। অসাধারণ মন্তব্য করার জন্য। আপনাদের কাছ থেকে এই কমেন্ট গুলো আমাকে অনুপ্রাণিত করে।

 3 years ago (edited)

প্রিয় ভাই @litonali

ওয়াও, থ্যাঙ্ক ইউ, নাইস এগুলো কমেন্ট করায় স্পামিং। এসকল শব্দগুলো বলা থেকে বিরত থাকুন

 3 years ago 

আপনার গিটারের ম্যান্ডেলা আটটি খুব সুন্দর হয়েছে ।আমার কাছে খুবই ভালো লেগেছে ।বিশেষ করে আপনার উপস্থাপনা ও চমৎকার ছিল। বিভিন্ন রঙের সৌন্দর্য বৃদ্ধি করেছেন ।যেটা দেখে আমি মুগ্ধ।

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার মত গান পাগল মানুষদের কাছে আপনার এই কাজ মন ছুয়ে যাবে একদম। যেকোনো মিউজিকাল ইন্সট্রুমেন্ট এর ম্যান্ডেলা আর্ট দেখলে আমি প্রেমে পড়ে যায় পুরো। আজকেও তাই। খুব চমৎকার উপস্থাপনা। তবে একটা কথা বলব, কিছু কিছু ধাপে ছবিগুলো বড় করে উপস্থাপন করলে আরও বেশি ভালো লাগতো। অনেক ভালোবাসা রইল দিদি।

অনেক ধন্যবাদ ইসা দিদি। আমি পরের বার থেকে অবশ্যই চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57326.97
ETH 2428.61
USDT 1.00
SBD 2.32