আমার ছাদ বাগানের কিছু ছবি। ১০% shy-fox

আসসালামু আলাইকুম

প্রথমেই আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যের কাছে কৃতঙ্গতা প্রকাশ করছি, কৃতঙ্গতা প্রকাশ করছি আরইমি দাদা,সকল মডারেটরগন,এবং এবিবি স্কুলের কাছে। আমি নতুন হওয়া সত্ত্বেও আমাকে এতোটা সাপোর্ট দেওয়ার জন্য।

কেমন আছেন আমার বাংলা ব্লগ এর বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আমার বাসার ছাদ বাগানের কিছু ছবি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।

20211127_112459.jpg

১নং ছবি

20211126_121047.jpg

এটি ক্যাপসিকাপ গাছের চারা।বীজ লাগিয়েছিলাম সেখান থেকে চারা বের হয়েছে।

২নং ছবি


20211126_121107.jpg

এটি নীলকন্ঠ গাছের চারা।বীজ লাগিয়েছিলাম সেখান থেকে চারা বের হয়েছে।

৩নং ছবি

20211126_122736.jpg

এটি পাথরকুচি গাছ

৪নং ছবি

20211126_124012.jpg

একে পোলাও পাতা বলা হয়। পোলাও বা পায়েস রান্না করার সময় এই পাতা ব্যবহার করলে সুন্দর একটা স্মেল আসে।

৫নং ছবি

20211126_122241.jpg

এটি ড্রাগন ফলের গাছ

৬নং ছবি

20211126_124033.jpg

আমলকী গাছ

৭নং ছবি

20211126_121251.jpg

কমলালেবু গাছ

৮নং ছবি

20211126_121823.jpg

তেতুল গাছের ছবি

৯নং ছবি

20211126_122154.jpg

গাছে লাউ ধরেছে

১০নং ছবি

20211126_121425.jpg

নাম না জানা ফুল গাছ

১১নং ছবি

20211126_122858.jpg

বেদানা গাছ

১২নং ছবি

20211126_122035.jpg

20211126_121728.jpg

গাছটিকে লেমন গ্রাস বলা হয়।

১৩নং ছবি

20211126_122849.jpg

20211126_122840.jpg

জামরুল গাছের ছবি

১৪নং ছবি

20211126_122750.jpg

20211126_121555.jpg

20211126_121539.jpg

20211126_121312.jpg

১৫নং ছবি

20211126_121923.jpg

20211126_121512.jpg

20211126_121237.jpg

কয়েক ধরনের পাতা বাহারি গাছ

১৬নং ছবি

20211126_121738.jpg

20211126_121349.jpg

সরিষা শাক এবং পেপলি শাক

১৭নং ছবি

20211126_122026.jpg

পুইশাক গাছ

১৮নং ছবি

20211126_122059.jpg

লেবু গাছের ছবি

১৯নং ছবি

20211126_121652.jpg

২০নং ছবি


20211126_121638.jpg

২১নং ছবি


20211126_121615.jpg

২২নং ছবি


20211126_121454.jpg

বিভিন্ন রকম গাছের কয়েকটি ছবি

২৩নং ছবি


20211126_121705.jpg

২৪ নং ছবি


20211126_121359.jpg

মোরগ ফুল গাছের ছবি

২৫নং ছবি


20211126_122544.jpg

২৬নং ছবি


20211126_122539.jpg

২৭নং ছবি


20211126_122528.jpg

২৮নং ছবি


20211126_122309.jpg

২৯নং ছবি


20211126_122308.jpg

আমার বাবার পায়রার খামার

৩০নং ছবি


20211126_122931.jpg

৩১নং ছবি


20211126_122918.jpg

৩২নং ছবি


20211126_122847.jpg

৩৩নং ছবি


20211126_122210.jpg

পুরো ছাদের গাছের কিছু ছবি

ডিভাইসস্যামসাং A30s
ফটোগ্রাফার@farhanatonni
লোকেশনhttps://what3words.com/dryness.hotness.roadmap

এই ছিল আমার আজকের ছাদের গাছের কিছু ছবি পোস্ট। আশা করছি সবার ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে ❤️

@farhanatonni

Sort:  
 3 years ago 

আপনার ছাদ বাগান টি তো বেশ চমৎকার। অনেক ধরনের ফুলের গাছ এবং সবজির গাছ দেখতে পেলাম। বিশেষ করে পায়রার খামার টিও খুব সুন্দর লেগেছে আমার কাছে। কবুতর আমার কাছে অনেক পছন্দের। সব মিলিয়ে আপনার ছাদের বাগান টি খুবি সুন্দর। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্যেও শুভকামনা রইল।

ছাদ কৃষি খুব চমৎকার লাগলো । মনে হয়নি যে ছাদের উপর । মনে হচ্ছে কোন বাগানে আছেন । আমার কাছে ফুলগুলোর ছবি খুব ভালো লেগেছে ।

জি ভাইয়া এটা ছাদের উপর মাঝখানে পায়রার খামার আর তার পাশ দিয়ে
গাছ পালা লাগান।

আপনার ছাদের উপর তো দেখছি একটি বড় বাগান করে ফেলেছেন নানা রকম গাছের।পায়রার খামারটি আমার সব থেকে ভালো লাগছে এবং বিভিন্ন রকম ফুল ও ফলের ফটোগ্রাফি গুলোও চমৎকার ছিল।এমন ছাদবাগানে বসে কিন্তু পুরোটা বিকেল কাটিয়ে দেওয়া যায়।ধন্যবাদ আপু আপনার অসাধারণ ছাদবাগানের ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আবির ভাইয়া চমৎকার একটি মন্তব্য করার জন্য। হ্যা,আপনি ঠিক বলেছেন ভাইয়া। ছাদে বসে বিকেল কাটিয়ে দেওয়া যাবে।
ধন্যবাদ আপনাকে।

আপনার ছাদ বাগান দেখি অনেক সুন্দর, শীতের এই মৌসুমে সবকিছু তরতাজা হয়ে গেছে আর ফটোগ্রাফিও দারুন ছিলো। কমলা দেখলাম প্রায় পেকে গেছে। অনেক সৌখিন মানুষ বোঝায় যাচ্ছে। অনেক অনেক শুভ কামনা রইলো আপু আপনার জন্য।

জি ভাইয়া বেশিরভাগই আম্মু আর আব্বু মিলে গাছ গুলো লাগিয়েছেন। আর পায়রার খামারটি আব্বু করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপু আপনার ছাদের বাগানটি অনেক বেশি সুন্দর। এতগুলো ছবি শেয়ার করেছেন যে কোনটা রেখে কোনটা প্রশংসা করবো বুঝতে পারছিনা ‌‌। আর আপনার ছাদে এত বড় বাগান সত্যিই এটি অনেক প্রশংসনীয়। কয়জনে পারে গাছকে ভালোবেসে গাছের পরিচর্যা করে এটিকে বাড়িয়ে নিয়ে যেতে। আর আপনি যদি সে কবুতর ও পালেন ।অনেক ভালো লাগলো এই সবকিছু দেখে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর দক্ষতা এবং অভিজ্ঞতা পূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপু। আপনি খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। খুব ভালো লাগলো মন্তব্যটি পড়ে।

 3 years ago 

আপনার ছাদ বাগানটি খুবই সুন্দর।অনেক ধরনের ফুলের গাছ,সবজি আছে। বিশেষ করে পায়রার খামার আছে।কবুতর আমার কাছে খুব ভালো লাগে। অনেক ভালো লাগলো আপনার ছাদ বাগান দেখে।এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

জি দিদি। আব্বু এই কবুতরগুলো লালন পালন করেন আব্বুর খুব
পছন্দের। তাই অনেক বড়ো খামার করেছেন। বর্তমানে প্রায় ৩০ জোড়ার মতো পায়রা আছে।
অনেক ধন্যবাদ দিদি। আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো। এতোটা সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63281.14
ETH 2674.11
USDT 1.00
SBD 2.79