আমার করা একটি মেহেদী ডিজাইন। ১০% shy-fox

আসসালামু আলাইকুম।

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আমার করা একটি মেহেদী ডিজাইন শেয়ার করবো। আজকের মেহেদী ডিজাইনটি আমি আমার ভাগ্নীর হাতে করে দিয়েছি।

20211114_232228.jpg

মেহেদী নিয়ে কিছু কথা

20211114_190019.jpg

এই মেহেদীটি আমি ঢাকার প্রিন্স বাজার থেকে কিনেছি।মেহেদীর দাম নিয়েছে ৬৫ টাকা। এটি পাকিস্তানি মেহেদী।

আমি বেক্তিগতভাবে কাভেরি মেহেদী খুব পছন্দ করি। কিন্তু কাভেরি পাওয়া যাই নি। তাই এই মেহেদী কিনেছি। এটিও খারাপ না। ভালোই। রং হতে সময় লাগে ১০-২০ মিনিট এর মতো।

মেহেদী ডিজাইনটি যেভাবে করেছি-

20211114_230743.jpg

20211114_230630.jpg
এভাবে প্রথমে দুইটি লাইন একে নিয়েছি।
তারপর

20211114_230901.jpg
এভাবে ডট দিয়ে ফুল একে নিব একটি কটনবার এর মাধ্যমে।
20211114_231031.jpg

20211114_230957.jpg

20211114_230946.jpg

20211114_230930.jpg

20211114_230921.jpg
এভাবে আমি ফুল একে নিয়েছি।
তারপর

20211114_231319.jpg

20211114_231141.jpg
এভাবে আমি লাইন একে নিয়ে উপরে আবারও ফুলের পাপড়ি একে নিব।
20211114_231556.jpg

20211114_231507.jpg
এরপর আমি আঙুল এর মেহেদী ডিজাইন করে নিব।

20211114_232158.jpg

20211114_232037.jpg
সবগুলো আঙুল এ এভাবে আমি মেহেদী ডিজাইন করে নিয়েছি। এবং এভাবেই আমি আমার মেহেদী ডিজাইনের সব গুলো ধাপ শেষ করেছি
20211114_232228.jpg

20211114_232158.jpg

আসলে অনেক দিন পর মেহেদী ডিজাইন করলাম তাই একটু খারাপ হয়েছে। এরপর থেকে প্রায় দিনই প্রাকটিস করলে আশা করছি আপনাদের সাথে আরও আকর্ষণীয় ভাবে মেহেদীর ডিজাইন উপস্থাপন করতে পারব।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।

ফারহানা তন্নি

Sort:  
 3 years ago 

সবার মধ্যেই একটি প্রতিভা লুকিয়ে থাকে যেটা কোন না কোন ভাবে প্রকাশ পেয়ে যাবে।আপনার মধ্যে মেহেদি ডিজাইন এর প্রতিভাটা অনেক বেশি আপনি কাজে খুবই পারদর্শী। আপনার করা মেহেদি ডিজাইন টি অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি মন্তব্য করেছেন ভাইয়া।

 3 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার মেহেদি দেওয়া আর পাকিস্তানি মেহেদি বলতেই অথেন্টিক একটা ব্যাপার থাকে । আর কাভেরি মেহেদী যেটা সেটা আমিও দেখেছি আমার ঘরের যেই মহিলা সদস্য আছেন সবাই এই কাভেরি মেহেদী টা ব্যবহার করে থাকে।
খুব চমৎকারভাবে মেহেদি ডিজাইন করেছেন আপনি

অনেক ধন্যবাদ ভাইয়া। যদিও প্রায় ২/৩ বছর পর মেহেদী ডিজাইন করার চেষ্টা করেছি। অনেকদিন অনভ্যস্ত এই কারণে একটু হয়তো এদিক ওদিক হয়েছে।
আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

এখন দেখছি অনেকেই মেহেদির পোস্ট দিচ্ছে ভালোই লাগে দেখতে ।আপনি খুব সুন্দর ভাবে মেহেদি ডিজাইন করেছেন ।কটন বাড দিয়ে ডিজাইন গুলো করলে দেখতে অনেক ভালো লাগে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ।আসলে মেহেদির ডিজাইন করতে অনেক সময় লাগে অনেক সময় নিয়ে আস্তে আস্তে দিলে রং হওয়ার পরে দেখতে ভালই লাগে।

জি আপু। আপনি ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।

ছোট বেলার হাতে অনেক মেহেদী লাগাইতাম আপু। এখন এর নেওয়া হয় না। আপনার মেহেদী দেওয়া দেখে ছোট বেলার কথা মনে পরে গেল।অসাধারন ডিজাইন। আপনার জন্য শুভ কামনা রইলো আপু ♥️

আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

এতো কঠিন ডিজাইন কেমনে করেন আপু।হাতের উপরে ঘুরায়ে ঘুরায়ে ফুল ছাড়া কোনোদিন বড় কইরা কিছু আকাতে পারি নাই।

আর আপনারা এতো সুন্দর করে সব অংকন করে বসে আছেন।খুবই সুন্দর হয়েছে দেখতে শুভ কামনা।

অনেক ধন্যবাদ ভাইয়া। চেস্টা করতে থাকেন। হয়ে যাবে।

 3 years ago 

পাকিস্তানি মেহেদি টা আমি কখনো লাগাইনি। কাভেরি মেহেদী বেশি লাগানো হয়েছে। কাভেরি মেহেদী খুব ভালো থাকে এবং এর রংটা অনেক সুন্দর হয়। একদম অরজিনাল গাছের পাতার মতো লাগে আমার কাছে। আপনি খুবই সুন্দর করে মেহেদীর ডিজাইন করেছেন যা দেখতে খুবই ভালো লাগছে। মেহেদী উঠানোর পর হাতের আর একটা ছবি যোগ করতে পারতেন তাহলে আরো ভালো লাগতো দেখতে । শুভকামনা রইল আপনার জন্য।

আপু অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি আসলে পোস্টটি রাতেই করেছিলাম তাই ছবি যোগ করা হয় নি। কারন সকালে মেহেদীর রং আসে। কিন্তু যদি রং এর কথা বলেন তাহলে এই মেহেদীর রং ও কাভেরির মতো। বরং কাভেরি থেকে এটার রং একটু বেশি ডিপ হয়।

 3 years ago 

অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন করলেন আপু। আপনার ভাগ্নির হাতটাও ভীষণ সুন্দর ছিল তাই মেহেদি ডিজাইন ওর হাতে ফুটে উঠেছে। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপু অসাধারণ একটি মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার হয়েছে আপু ,মেহেদির ডিজাইনটি।আপনার ভাগ্নির মেহেদী রাঙানো হাতটি খুবই সুন্দর দেখতে লাগছে।তবে মেহেদী রং হওয়ার পরের দৃশ্যটি দিলে আর ও ভালো লাগতো।ধন্যবাদ আপু।

আপু আমি রাতে মেহেদী ডিজাইন করেছিলাম রাতেই পোস্ট করেছিলাম মুলত কালার আসতে অনেক সময় লেগেছিল। তাই ওই ছবিটি আমি দিতে পারি নি।
এরপর থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপু।

ওয়াও খুব সুন্দর করে মেহেদী ডিজাইন করেছেন, আপনার ভাগ্নিকে ভালো মানিয়েছি।

শুভকামনা রইলো আপু💓💓

ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর আর্ট করেছেন আপু। মেহেদী দিয়ে কোনো কিছু আর্ট করা আমার কাছে খুব জটিল মনে হয়, ভুল হইলে তো আর ইরেজার ব্যবহার করা যায় না, হিহিহি খুবই ভালো লেগেছে আপু। সামনে আরও ভালো কিছু আশা করছি আপনার কাছে। অনেক অনেক শুভকামনা রইল আপু।

রাজু ভাইয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার সুন্দর একটা মন্তব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57960.12
ETH 2482.73
SOL 155.31
SBD 2.43