একটি মেয়ের শাড়িতে ম্যান্ডেলা আর্ট।(১০% shy-fox)

20220101_131107.jpg

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ অনেকদিন পর আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ম্যান্ডেলা আর্ট। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।
তাহলে চলুন দেখে নি উপকরণ লিস্ট :-
১.পেন্সিল
২.রাবার
৩.কাটার
৪.আর্ট পেপার
৫.মার্কার পেন

অংকনের ধাপ:-

20220101_011248.jpg

প্রথমে মাথা এবং পিঠের অংশ একে নিতে হবে।

20220101_012217.jpg

এরপর শাড়ির অংশ একে নিতে হবে।

20220101_013353.jpg

এরপর হাত,শাড়ি এবং দোলনার অংশ একে নিতে হবে।

20220101_120914.jpg

এবার কোমরের অংশতে আর্ট করে নিতে হবে।

20220101_121612.jpg

গোল করে একে নিতে হবে।

20220101_122225.jpg

ব্লাউজের অংশতে ডিজাইন করে নিতে হবে।

20220101_124208.jpg

এরপর শাড়ির আচলের এক অংশতে ডিজাইন করে নিতে হবে।

20220101_131107.jpg

এভাবে পুরো শাড়িতে আর্ট করে নিতে হবে। এবং মাথার চুলে পেন্সিল দিয়ে কালার করে নিতে হবে।

অংকন শেষে কিছু ছবি :-

20220101_131112.jpg

20220101_131107.jpg

20220101_130913.jpg

20220101_130256.jpg

GridArt_20220104_235431878.jpg

এই ছিল আমার আজকের ব্লগ।এইতো এইভাবেই খুব সহজে একে নিলাম আমার আজকের ম্যান্ডেলা আর্টটি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ

@farhanatonni

আমার পরিচয়

GridArt_20220106_232229131.jpg

ক্যামেরা ডিভাইস :স্যামসাং A30s
লোকেশন:নড়াইল
নাম:@farhanatonni
Sort:  
 3 years ago 

ছবিটি দেখে মনে হচ্ছে এমন সুন্দর একটা ছবি কেউ যদি আমাকে এঁকে দিতো খুব ভালো হতো। খুব সুন্দর ম্যান্ডেলা। শুভ কামনা আপনার জন্য।



ধন্যবাদ আপনাকে আপু।❤️আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ❤️
 3 years ago 

মনে হচ্ছে যেন একটি মহিলা খুব সুন্দরভাবে সেজে গুজে অসাধারণ একটি শাড়ি পড়ে দোলনায় দুলছে। আর তার শাড়ির আঁচল হাওয়ায় উড়ছে। শাড়ির ডিজাইন গুলো ছিল অসাধারণ। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে শাড়িতে ডিজাইনগুলো করেছেন। সব মিলিয়ে অসাধারণ একটি ম্যান্ডেলা অঙ্কন করেছেন। অনেক ভালো লাগলো।



অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমার প্রতিটি পোস্টে আমাকে সাপোর্ট করার জন্য। ❤️

ওয়াও অমায়িক এবং অসম্ভব সুন্দর হয়েছে আপনার শাড়ি পড়া মেয়ের চিত্রটি। দারুন লাগলো আমার কাছে আপনার চিত্রটি। আর অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল।



অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আমার ব্লগে আমার সাথে থাকবেন।❤️❤️
 3 years ago 

আপনার চিত্র অংকনটি একদম জীবন্ত।যা মনোমুগ্ধকর।
এমন সুন্দর উপস্থাপনায় এটিকে সম্পুর্ন করেছে শাড়ির ক্ষুদ্র ক্ষুদ্র অংকন।শুভকামনা ও ভালবাসা রইলো

ধন্যবাদ আপনাকে ভাইয়া। ❤️❤️
 3 years ago 

ধন্যবাদ আপনাকেও

ছবিটি দেখে অনেক সুন্দর লাগলো আপনি অনেক সুন্দর এঁকেছেন। কথায় আছেনা শাড়িতে সুন্দর নারী আসলেই তাই আপনি অনেক সুন্দর একজন নারীর চিত্র অঙ্কন করেছেন। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করবেন ইনশাআল্লাহ।

জি ভাইয়া অবশ্যই চেষ্টা করব আরও ভালো কাজ করার। ধন্যবাদ ❤️
 3 years ago 

বাহ অসাধারণ আপু👌👌। একটি মেয়ের মান্ডালা আর্টটা এককথায় অসাধারণ হয়েছে। আপনার প্রতিভা প্রকাশ পাচ্ছে ছবিটির মধ্যে দিয়ে। খুবই সুন্দরভাবে চিএটা একেছেন। আমার করে কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। 💚
 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি মেয়ের শাড়ি পরা মান্ডালা আর্ট অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সত্যিই আমি আপনার এই অংকন টি দেখে রীতিমত মুগ্ধ হয়েছি। আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে অংকনটি সম্পন্ন করেছেন। আপনি আপনার এই অংকন এর মধ্য দিয়ে ধৈর্যশীল এর পরিচয় তুলে ধরেছেন। যাইহোক এত সুন্দর একটি অংকন আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ জীবন ভাইয়া আপনাকে। ❤️❤️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57326.97
ETH 2428.61
USDT 1.00
SBD 2.32