কাগজ দিয়ে ব্যাঙ এর অরিগামি💚 (১০% shy-fox)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে করোনা সনাক্তের হার বেড়ে যাওয়াতে স্কুল,কলেজ আবারও বন্ধ করে দিয়েছে। তাই ঘরের ভেতর একপ্রকার বন্দী জীবন কাটাতে হচ্ছে। মন খুবই খারাপ থাকে কারণ এদেশে করোনার কারণে অসুস্থতার হার এবং মিত্যুর হার দুটোই বেড়েছে। বন্দী জীবনে মোবাইলে বন্ধুদের সাথে কথা বলে সময় পার করতে হচ্ছে। জানিনা এই অবস্থা আর কতোদিন থাকবে! যাইহোক এই অবস্থাতে আপনাদের সবার সুস্থতা কামনা করছি। কারন আমার বাংলা ব্লগ একটি পরিবার। আর পরিবারের কেউ অসুস্থ হলে মন-মানুষিকতা এমনিতেই খারাপ হয়ে যায়। এই বন্দী অবস্থায় চেষ্টা করছি আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করে নিজের সময়কে কাজে লাগাতে।যাইহোক,আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাগজ দিয়ে ব্যাঙ এর অরিগামি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।

GridArt_20220125_212157453.jpg

চলুন দেখে নি উপকরণ লিস্ট

১.রঙ্গিনকাগজ

২.স্কেল

বানানোর প্রসেস :-

GridArt_20220125_215230309.jpg

এভাবে একটি A4 সাইজের কাগজকে ৩ কোণ করে নিয়ে ৮*৮ সাইজ করে নিতে হবে।💚

20220125_205547.jpg

৮*৮ সাইজ করে কেটে নিয়েছি।💚

20220125_205835.jpg

এরপর এভাবে উপরের দিকে ২ সাইড থেকে ২ টি ভাজ করে নিতে হবে।

20220125_205919.jpg

এরপর মাঝখানে আরও একটি ভাজ দিতে হবে।

20220125_210039.jpg

এরপর ২ পাশ ধরে এভাবে ভাজ করে নিতে হবে।

20220125_210307.jpg

নিচের পাশে একই ভাবে ভাজ দিয়ে চার কোণ করে নিতে হবে।

20220125_210415.jpg

এবার পা বানানোর পালা। এভাবে ভাজ করে এনে পা বানাতে হবে।

20220125_210531.jpg

চার পাশেই এভাবে করে ভাজ করে নিতে হবে।

20220125_210543.jpg

এবার এটাকে উল্টো করে দিতে হবে।

20220125_210731.jpg

20220125_210658.jpg

এভাবে একএক সাইড করে ২ সাইডই ভাজ করে নিতে হবে।

20220125_210846.jpg

পেছনের দিক এভাবে ভাজ করে নিতে হবে।

20220125_210921.jpg

এবার উল্টো করে মাঝের দিক ভাজ করে দিতে হবে।

এইতো আমার ব্যাঙ এর অরিগামি💚 বানানো কম্পিলিট।

20220125_211838.jpg

20220125_211956.jpg

ভাবছি এই উভচর প্রাণীটিকে পানিতে ছেড়ে আসবো কিনা। আমার বানানো এই ব্যাঙটি কিন্তু লাফাতেও পারে। 😃যেহেতু ভিডিও শেয়ার করতে পারলাম না তাই দেখাতেও পারলাম না। 😉

আশা করছি আমার প্রজেক্টটি আপনাদের সবার ভালো লাগবে। ❤️ভালো লাগলে আমার ব্লগে আমার পাশে থাকবেন। আমাকে অবশ্যই জানাবেন আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমপ্লিমেন্ট আমাকে আমার কাজের প্রতি অনেক উৎসাহিত করে।
ধন্যবাদ

@farhanatonni

Sort:  
 3 years ago 

বাহ্ আপু আপনি রঙিন কাগজ দিয়ে ব্যাঙ তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। পাশে থাকবেন আশা করছি।
 3 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি ব্যাঙের অরিগাম বানিয়েছেন দারুন হয়েছে আপু।খুব গুছিয়ে ধাও গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো

ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্যে।
 3 years ago 

আপনি এত সুন্দর ভাবে কাগজ দিয়ে ব্যাঙ এর অরিগামি বানিয়ে উপস্থাপন করেছেন আমি প্রথমে বুঝতে পারিনি।খুব সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন এবং দেখতেও খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ব্যাঙের অরিগামি বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সবুজ রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ব্যাঙ তৈরি করলেন আপনি।দেখতে তো একেবারে সত্যিকারে ব্যাংঙের মতো মনে হচ্ছে। আপনার তৈরি করা ব্যাংঙ টা আমার কাছে অসাধারণ লেগেছে। নিখুত ভাবে তৈরী করলেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 69075.42
ETH 2475.71
USDT 1.00
SBD 2.35