লেভেল ৩ হতে আমার অর্জন - By @farhanaaysha

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

oo.jpg

লেভেল-৩ হতে আমার অর্জন

আসসালামু আলাইকুম
আশাকরি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ লিখছি লেভেল -৩ এর পরিক্ষার উত্তরপত্র আশা করবো লেভেল-৩ হতে আমার অর্জন আমাকে এই লেভেল সফলভাবে পাশ করতে সাহায্য করবে।আমাদের লেভেল -৩ এর প্রফেসর @alsarzilsiam স্যারকে ধন্যবাদ জানাই।

তিনি আমাদের বেশ সহজভাবে কনটেন্ট,কিউরেশন এবং মার্ক ডাউন এই তিনটি বিষয়ে ধারণা দিয়েছেন।আমি অনেকদিন যাবত চেষ্টা করছিলাম পিকচারে লোকেশন কিভাবে দেয় এটা জানার অবশেষে লেভেল-৩ ক্লাসে এসে সেটা বেশ সুন্দরভাবে জানতে পারলাম। স্যারকে আবারও কৃতজ্ঞতা সেদিন বার বার প্রশ্ন করার পর বিরক্ত না হয়ে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
লেভেল -৩ এর ভাইভাতে পাস করার পর আজ লিখিত পরীক্ষা দিচ্ছি। চলুন তবে এক্সাম শুরু করি।



প্রশ্ন- ১. মার্কডাউন কি ?

উত্তর: কোনো পোস্টকে আর্কষণীয় ও সুন্দরভাবে উপস্থাপনের জন্য কিছু বিশেষ html কোড রয়েছে যেগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে পোস্টকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা যায়। এই বিশেষ কোড বা ট্যাক্সট ফরম্যাট গুলোকে বলা হয় মার্কডাউন।


প্রশ্ন-২. মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?


উত্তর:পোস্টকে সুন্দর ও আর্কষণীয় করার জন্য এছাড়াও

  • লেখাগুলোকে জাস্টিফাই করা।
  • শিরোনাম বা হেডিংকে বড় ও মোটা করা।
  • লেখাকে বোল্ড ও ইটালিক করা।
  • ছবিকে ডানে অথবা বামে করা।
  • প্যারাগ্রাফ তৈরি করা।
  • টেবিল বা ছক তৈরি।
  • নির্দিষ্ট লেখাকে সেন্টারে নিয়ে আসা।
  • গুরুত্বপূর্ণ লেখা কালার করা।
  • লেখাকে কোট করা।
  • সোর্স উল্লেখ করা।
  • সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট টেক্সট করা।
    -আনঅডার বা অর্ডার লিস্ট তৈরি করতে মার্কডাউন কোডের ব্যবহার করা হয়।

প্রশ্ন-৩. পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তর: মার্কডাউন কোডের আগে ৪ টি স্পেস বসালে মার্কডাউন কোডগুলো দৃশ্যমান হবে।


প্রশ্ন-৪. নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তর:
|User|posts|steem power|
|----|----|----|
|User1|10|500|
|User2|20|9000|


প্রশ্ন-৫. সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তর : সোর্স উল্লেখ করার জন্য থার্ড ব্রাকেটের [source] লিখে ফাস্ট ব্রাকেটের মধ্যে (Link) লিখতে হবে তাহলে একটি হাইপার লিংক তৈরি হবে।

[Source](https://pixabay.com/illustrations/woman-writing-table-work-books-5835747/) এভাবেই একটি হাইপার লিংক তৈরি হয়

ফলাফল:

woman-5835747_1280.jpg

Source

প্রশ্ন-৬.বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর:
# খুবই বড় সাইজ
## বড় সাইজ
### মিডিয়াম সাইজ
#### ছোট সাইজ
##### খুব ছোট সাইজ
###### টিনি সাইজ

ফলাফল :

খুবই বড় সাইজ

বড় সাইজ

মিডিয়াম সাইজ

ছোট সাইজ

খুব ছোট সাইজ
টিনি সাইজ

প্রশ্ন-৭. টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তর: < div class="text-justify"> জাস্টিফাই < /div>

ফলাফল :

লেখা আঁকাবাকা হলে সুন্দর দেখায় না তাই লেখাকে সমান করে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে জাস্টিফাই করা হয়।এখানে জাস্টিফাই ব্যবহার করা হয়েছে।


প্রশ্ন-৮. কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তর: যেকোনো কনটেন্টের টপিকস নির্বাচনের ক্ষেত্রে উক্ত টপিকের ওপর ৩ টি বিষয়ে গুরুত্ব যেওয়া উচিত। যথা:
১.জ্ঞান,
২.অভিজ্ঞতা,
৩.সৃজনশীলতা।
কোনো বিষয়ে লেখালেখি করার আগে সে বিষয়ে জ্ঞান অর্জন করে নিজের অভিজ্ঞতার আলোকে সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সে বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করে কনটেন্ট তৈরি করা উচিত।


প্রশ্ন-৯. কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তর: কোনো টপিকস নিয়ে লিখার আগে যদি সে টপিকসের ওপর আমাদের জ্ঞান, অভিজ্ঞতা থাকে তাহলে আমরা সে বিষয়ের গুরুত্বপূর্ণ এবং উপকারী - অপকারি দিকগুলো তুলে ধরতে পারবো এবং সেই বিষয়ের ওপর একটি মান সম্মত দারুণ লেখনী উপস্থাপন করতে পারবো।
আর জ্ঞান না থাকলে গুরুত্বপূর্ণ দিকগুলো অপ্রকাশিত থেকে যাবে ফলে আমাদের পোস্টের মান ভালো হবে না। তাই কোনো বিষয়ে লেখালেখি করার আগে সে বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত।


প্রশ্ন-১০.ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তর: রিওয়ার্ড বন্টন হিসেব অনুযায়ী $7 এর ৫০%$ 3.5 কিউরেশন রিওয়ার্ড পাবে অথর মানে যার পোস্টে ভোট দিবো আর বাকি ৫০% $3.5 কিউরেশন রিওয়ার্ড পাবো কিউরেটর হিসেবে আমি।
STEEM কয়েনের মূল্য যেহেতু 0.50 দেওয়া আছে
3.5÷0.5=7 STEEM যেটা (sp) স্টিম পাওয়ার হিসেবে কিউরেশন রিওয়ার্ড পাবো।
sp হিসেবে পাওয়া 7 STEEM কে যদি ডলারে কনভার্ট করি তাহলে 7
0.5=$3.5 USD পাবো।
অর্থাৎ আমি $7 এর ভোট দিলে $3.5 USD কিউরেশন রিওয়ার্ড পাবো।
*


প্রশ্ন-১১.সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর: কোনো পোস্ট পাবলিশ হওয়ার প্রথম ৫ মিনিট এবং শেষ ১২ ঘন্টাকে রেড জোন বলা হয়। এসময়ে ভোট দিলে কিছু কিউরেশন সময় হিসেবে যোগ হয় আর কিছু রিওয়ার্ডপুলে ফেরত যায়। যেমন ১ম ১ মিনিট এ ২০% পাবে বাকি ৮০% ফেরত যাবে।
সর্বোচ্চ কিউরেশন পাওয়ার জন্য ৬ মিনিট থেকে ৬ দিন পযন্ত সময়ে ভোট দিলে কিউরেশন পুরোপুরি পাওয়া যায় এই সময়টাকে গ্রীণ জোন বলা হয় ।


প্রশ্ন-১২. নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তর:@Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।
কারণ একজনের পাওয়ারের পরিবর্তে হিরোইজম কয়েকজনের পাওয়ার একসাথে করে বড়ো আকারের ভোট দেয় যেট নিজে দিলে সম্ভব না।




লেভেল -৩ এর ভাইভা সফলভাবে পাশ করার পর লেভেল -৩ এর ক্লাস থেকে শেখা তিনটি বিষয়ের ওপর আজ লিখিত পরীক্ষা দিলাম। আশা রাখবো প্রফেসর আমার উত্তরপত্র যাচাই করার পর আমাকে পরবর্তী লেভেলে উন্নতি হওয়ার সুযোগ দিবেন।আমি abb-school এর নিকট কৃতজ্ঞতা জানাই এতো সুন্দর করে সবকিছু হাতেকলমে শেখানোর জন্য।
আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Sort:  
 2 months ago 

প্রথমেই অভিনন্দন জানাই লেভেল থ্রি সম্পূর্ণ করার জন্য। আপনি বেশ সুন্দর করে আমাদের মাঝে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। আশা করব সুন্দর ভাবে সবগুলি ক্লাস করে আপনি যেন ভেরিফাইড মেম্বার হতে পারেন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।আপনাদের সাথে দীর্ঘ পথ চলার ইচ্ছে আছে ইনশাআল্লাহ

 2 months ago 

লেভেল তিন এর সব কিছু বেশ ভালভাবে শিখেছেন দেখা যাচ্ছে।তবে টেক্সট জাস্টিফাই এর কোড টা ভুল করেছেন হয়ত। শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

রাইটিং মিসটেক হয়েছিলো ভাইয়া বিষয়টি জানানোর জন্য অনেক ধন্যবাদ

 2 months ago 

লেবেল থ্রি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো।আশা করি খুব শীঘ্রই লেবেল ফোর এবং ফাইভ শেষ করে ভেরিফাই মেম্বার হবেন।আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম

 2 months ago 

লেভেল থ্রি এটা মূলত মার্ক ডাউন নিয়ে ক্লাস করানো হয় , যাই হোক আপনার পোস্টটা দেখে মনে হচ্ছে আপনি এগুলো খুব ভালো বুঝেছেন ‌। দোয়া করি আপনি যেন খুব শীঘ্রই ভেরিফাইড মেম্বার হয়ে যেতে পারেন ধন্যবাদ ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

জ্বী ভাইয়া আমাদের লেভেল-৩ এর প্রফেসর বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন সবকিছু

 2 months ago 

এবিবি স্কুলের প্রত্যেকটা লেভেল খুবই গুরুত্বপূর্ণ ৷ প্রত্যেকটা লেভেল আমাদের এই প্ল্যাটফর্মে সুন্দর এবং নিশ্চিত ভাবে ব্লগিং করতে গড়ে তোলে ৷ এজন্য এই বিষয় গুলোর দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন আমাদের ৷ আপনি আজ লেভেল তিন এর লিখিত পরীক্ষা দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো ৷

Posted using SteemPro Mobile

 2 months ago 

আসলেই এটা অনেক উপকারী গত একবছরে যতোটা শিখেছি এই তিনটি ক্লাসে তারচেয়ে অনেক বেশি খুটিনাটি বিষয়ে শিখতে পেরেছি

 2 months ago 

অভিনন্দন আপনাকে,, আপনি লেভেল তিনের বিষয়গুলো সঠিক এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 2 months ago 

আপনার মন্তব্য পেয়ে অনেক বেশি আনন্দিত হলাম ভাইয়া। অনেক ধন্যবাদ এতো সুন্দর করে সবকিছু হাতেকলমে শেখানোর জন্য এবং নতুন লেভেল এ উন্নতি হতে সাহায্য করার জন্য

 2 months ago 

লেভেল থ্রি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। লেভেল থ্রি তে মূলত মার্কডাউন নিয়ে আলোচনা করা হয়। আপনি দেখছি মার্ক ডাউন সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছেন। আসলে পোস্টে যদি মার্কড ডাউন ঠিক না থাকে তাহলে পোস্ট দেখতে অন্যরকম লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

মার্কডাউন ছাড়া পোস্টগুলো আসলেই সুন্দর লাগে না দেখতে। এই লেভেল -৩ আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলো

 2 months ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ লেবেল ৩ এ যে সকল বিষয়গুলো আপনাকে শেখানো হয়েছিল এবং যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেগুলোর উত্তর আজকে আপনি খুব সুন্দর ভাবে আপনার পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ আশা করি পরবর্তী যে সকল লেভেল গুলো রয়েছে সেগুলো আপনি অতি তাড়াতাড়ি শেষ করে আমাদের সাথে একসাথে কাজ করে যেতে পারবেন৷ শুভকামনা রইল আপনার জন্য৷

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ ভবিষ্যতে একটা সুন্দর সময় অতিবাহিত হবে আপনাদের সাথে

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 61994.03
ETH 2917.97
USDT 1.00
SBD 3.62