ফটোগ্রাফি: জাম্বুরা ফুলের ফটোগ্রাফি
জাম্বুরা ফুলের ফটোগ্রাফি |
---|
কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভাল আছেন। আজ এসেছি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে জাম্বুরা ফুলের ফটোগ্রাফি। জাম্বুরা আমাদের দেশীয় একটি ফল এটি সবাই চিনলেও জাম্বুরা ফুল কিন্তু সবাই দেখিনি। তবে আমরা যারা গ্রামে আছি তারা কিন্তু প্রায়ই দেখি ফাল্গুন মাসে হওয়া এই জাম্বুরা ফুল ।
এই সাদাশুভ্র ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর। সবুজ পাতার আড়ালে ঝুলে থাকা থোকা থোকা সাদাফুল দেখতে অনেক বেশি সুন্দর। আমাদের বাড়িতে তিনটি জাম্বুরা গাছ আছে প্রতিবছরই প্রচুর পরিমাণ জাম্বুরার ফুল আর ফল হয় এবারেও নতুন পাতা আর গাছ ভর্তি সাদা ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে গাছ।
সুন্দর কোন কিছু দেখলেই আমার ফটোগ্রাফি করতে ইচ্ছে করে তাই এই সুন্দর ফুল গুলো দেখেও ফটোগ্রাফির লোভ সামলাতে পারলাম না আর তাই খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্লিক করলাম।এই সুন্দর ফটোগ্রাফি গুলো আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
জাম্বুরা ফুলের খুব মিষ্টি সুন্দর একটা সুভাষ আছে যা আপনাকে মুগ্ধ করবে যদি কখনো কাছ থেকে দেখার সুযোগ পান। যখন আমাদের বাড়িতে ফাল্গুন মাসে জাম্বুরার ফুল হয় তখন পুরো বাড়ির পরিবেশই পাল্টে যায় সবকিছু জাম্বুরার ফুলের সুন্দর সুগন্ধে সুগন্ধি হয়ে ওঠে। জাম্বুরা যেমন অসম্ভব মজার তেমনি জাম্বুরা ফুলের ঘ্রান অনেক সুন্দর সুবাসযুক্ত। বাতাসে ছড়ানো মিষ্টি সুগন্ধ অনেক বেশি ভালো লাগে।
সাদা সুন্দর কুড়িগুলোও দেখতে অনেক বেশি ভালো লাগে। থোকায় থোকায় ধরে থাকা কুড়ি ও ফুল দুইটাই অনেক বেশি সুন্দরও আকর্ষণীয়। সবুজ ডাটাযুক্ত সাদা শুভ্র কুড়িগুলো অনেক বেশী সুন্দর। যখন ফুল পরিপূর্ণভাবে ফুটে যায় তখনও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমাদের বাড়ি একপাশ দিয়ে খাল বয়ে গেছে।
এই খালের পারজুড়ে বিভিন্ন গাছের সাথে দুটো জাম্বুরা গাছও আছে এই গাছগুলো খালের পানি পাওয়াই বেশ ফুলফুটে আর প্রচুর পরিমাণ ফল হয় প্রতিবছরই। সেদিন দেখলাম বাড়ির উঠোনে থাকা গাছটাতে বেশ কুড়ি এসেছে ভাবলাম যাই খালের পাশের গাছগুলোতে একটু ঘুরে আসি গিয়ে এইসব মুগ্ধকর ফুলগুলোর দেখা পেলাম।
এই সুন্দর ফুল গুলোর দেখা পেয়ে বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম এখন এখন সেই সুন্দর ফটোগ্রাফি গুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব আমার আজকের আজকে ফটোগ্রাফি ব্লগ টি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আজকে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ।
পোস্ট | বিবরণ |
---|---|
শ্রেণি | ফটোগ্রাফি |
ক্যামেরা | স্মার্টফোন |
পোস্টতৈরি | @farhanaaysha |
লোকেশন | বাংলাদেশ |
ডিভাইস | iQOO Z3 5G |
জাম্বুরা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব মুগ্ধ হলাম আপু। জাম্বুরা ফুল গুলো দেখতে খুবই কিউট হয়। সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদা সাদা ফুলের থোকা দেখতে অসাধারণ লাগে। অনেক ধন্যবাদ এত সুন্দর বর্ণনার মাধ্যমে জাম্বুরা ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Twitter
জাম্বুরা ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। জাম্বুরা ফুল দেখতে আসলেই অনেক অসাধারণ একটি ফুল। আমিও যখন গ্ৰামে ছিলাম তখন এই সুন্দর ফুল প্রতি বছরের ফাল্গুন মাসে দেখতে পেতাম। অনেক দিন পর আজকে আপনার পোস্টের মাধ্যমে এই চমৎকার ফুলটি দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। বিশেষ করে জাম্বুরা ফুলের মাঝখানের কলি গুলো আমার কাছে বেশি ভালো লাগতো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফুলের সবুজ কলি গুলো আসলেই সুন্দর। গ্রামে থাকা অবস্থায় আপনি জাম্বুরা ফুল দেখছেন জেনে ভালো লাগলো
আপু আপনি চমৎকার ভাবে জাম্বুরা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। জাম্বুরা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
জাম্বুরা ফুলের খুবই সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমাদের গাছেও এ বছর প্রচুর পরিমাণে ফুল এসেছিল সেই ফুলগুলো নিয়ে আমি আপনাদের মাঝে ইতিমধ্যেই পোস্ট শেয়ার করেছিলাম। ফুলগুলো আকৃতিতে ছোট হলেও দেখতে অনেক সুন্দর লাগে।
আপনি ওই বিষয়ে এই দিনে পোস্ট করেছেন জানতে পারে আনন্দিত হলাম আপনাদেরও জাম্বুরা গাছ আছে জেনে অনেক ভালো লাগলো। আসলে জাম্বুরা ফুল অনেক বেশি
সুন্দর
আপু আপনি জাম্বুরা ফুলের বেশ কয়েকটি ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বর্তমান সময়ে প্রতিটি জাম্বুরা গাছে ফুল ফূটেছে ।আর এই ফুল গুলোর সুগন্ধ আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসায় এরকম একটি গাছ রয়েছে।
বাহ আপু আপনি দেখছি বেশ সুন্দর করে ফটোগ্রাফি করেছেন।জাম্বুরা ফুলের কয়েকটি ফটোগ্রাফি করেছেন। এই জাম্বুরা ফুলের সুগন্ধটা কিন্তু দারুণ। বিশেষ করে এর সুগন্ধটা রাতের বেলায় ছড়িয়ে পড়ে। এতো সুন্দর গন্ধ একদম মুগ্ধ হয়ে যায়।
সাদা রঙের জাম্বুরা ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। জাম্বুরা ফুল আমিও এর আগে কখনো দেখিনি। তবে ফুলগুলো দেখতে একদম লেবু গাছের ফুলের মত। সবুজ পাতার ফাঁকে সাদা রঙের এই ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু জাম্বুরা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এখন গাছে গাছে জাম্বুরা লেবু কমলালেবু সহ বিভিন্ন প্রকার ফলের ফুল দেখা যায়। ঠিক এই মুহূর্তে আপনি জাম্বুরা গাছ থেকে অসাধারণ সব ফুলের ফটোগ্রাফির ধারণ করেছেন। খুবই ভালো লাগলো আপনার ধারণা করা সুন্দর এই ফটোগ্রাফি গুলো দেখে। প্রত্যেকটা ফটো চমৎকার ভাবে ক্যামেরাবন্দি করেছেন আপনি।