ফটোগ্রাফি :- পাতাবাহারের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম
পাতাবাহার /কৈলাশ
সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। এখন থেকে নতুন নতুন ফটোগ্রাফি নিয়ে প্রতিদিন হাজির হবো ইনশাআল্লাহ। আজকে সম্পূর্ণ নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাগানে থাকা পাতাবাহারের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি। আপনারা জানেন আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি সবসময় নিত্যনতুন ফটোগ্রাফি করার চেষ্টা করি ফটোগ্রাফিতে নতুন কিছু আনার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করে স্থির ছবি সংগ্রহ করতে ভীষণ ভালো লাগে।
আজ আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছি পাতাবাহারের। আশা করি আপনারা ফটোগ্রাফিগুলো পছন্দ করবেন। আজ আমি খুব সুন্দর একটি পাতাবাহার গাছের সৌন্দর্য সংরক্ষণের চেষ্টা করেছি। আমাদের দেশের পাতা বাহারের অসংখ্য জাত রয়েছে আমার সংগ্রহে কয়েক রকমের আছে। সৃষ্টিকর্তা যেন নিজেই সৃষ্টি করেছে এই রংবেরঙের পাতাগুলো যেন তারা নিজেরাই একেকটা ফুল। রংবেরঙের হওয়ায় কারণে এর সৌন্দর্য সবসময়ই মুগ্ধ করে।
আমার নিজেরও অনেকগুলো পাতাবাহার গাছ থাকলেও আরো সংগ্রহ করার স্বপ্ন রয়েছে। কৈলাশ তার মধ্যে অন্যতম সুন্দর একটা পাতাবাহার। যেগুলো আমি প্রতিনিয়ত দেখবো আর মুগ্ধ হবো। আজ আমি খুবই পরিচিত একটি পাতা বাহার গাছের ফটোগ্রাফি করেছি এই ধরনের পাতাগুলো দেখতে খুবই সুন্দর। আমি যখনই দেখি তখনই অনেক ভালো লাগে আর মন ভালো হয়ে যায়। আজকের এই ফটোগ্রাফি আমি বাড়ির গার্ডেন থেকে করেছি। বিভিন্ন ফুল গাছ ফল গাছ যেমন সুন্দর , তেমনি ফুল ফল ব্যতীত পাতাবাহার গাছও অনেক সুন্দর।
পোস্ট | বিবরণ |
---|---|
শ্রেণি | শীতের পিঠা রেসিপি |
ক্যামেরা | স্মার্টফোন |
পোস্টতৈরি | @farhanaaysha |
লোকেশন | বাংলাদেশ |
ডিভাইস | OPPO Find X3 Pro |
https://x.com/farhana87988/status/1735293648122892691?s=20
পাতা বাহার ফুলের ফটোগ্রাফি দেখে তো, আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। সত্যি কথা বলতে সৃষ্টিকর্তার সৃষ্টি দেখলেই মনের ভিতরে অনেক প্রশান্তি কাজ করে, এতটা সুন্দর এই ফুলটি আমাকে মুগ্ধ করলো।ফুলগুলি চমৎকারভাবে ফুটে উঠেছে ও আপনি চমৎকারভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন যা দেখে আমি রীতিমত মুগ্ধ।
আপনার আজকের পাতাবাহার গাছের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি আপু। এর আগে আমি এই গাছটি দেখেছি বলে মনে হয় না। তবে আপনার করা ফটোগ্রাফিতে কিন্তু গাছটি দেখতে চমৎকার লাগছিল। ধন্যবাদ আপু এত সুন্দর গাছের ফটোগ্রাফি ও তার বর্ননা আপনি আমাদের মাঝে সুন্দর করে তুলে ধরেছেন।
চমৎকার ফটোগ্রাফি করেছেন ৷ পাতাবাহারের এমন দৃষ্টিনন্দন ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটা ছবি খুবই সুন্দর হয়েছে ৷ ফটোগ্রাফি গুলো যেনো কথা বলছে ৷ এতো উজ্জ্বল এবং সুন্দর পাতাবাহারের রূপ দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে৷ এখানে আপনি যেভাবে পাতাবাহার এর ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগলো। আপনার ফটোগ্রাফির দক্ষতাও অনেক ভালো যা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে৷
অনেক ধন্যবাদ আপনাকে টুইটার প্রমোশন উদ্যোগে অংশগ্রহণ করে আপনার পোষ্ট সমূহ টুইটারে শেয়ার করার জন্য। তবে আপনার পোষ্টগুলো নিয়ম মেনে শেয়ার করা হয় নাই। টুইটারে পোষ্ট শেয়ার করার ক্ষেত্রে তিনটি নিয়ম মানতে হবে আপনাকে-
এক) আপনার পোষ্টের টাইটেল অথবা পোষ্ট সম্পর্কিত কিছু লিখতে হবে।
দুই) #steemit #STEEM $steem এই তিনটি ট্যাগ বাধ্যতামুলকভাবে দিতে হবে এবং তার সাথে পোষ্ট সম্পর্কিত কিছু ট্যাগ দিতে হবে।
তিন) সব শেষে আপনার পোষ্ট লিংক দিতে হবে।
বিষয়টি বুঝার জন্য নিচের স্ক্রিনশটটি দেখুন, কমিউনিটির অন্য ইউজারগণ কিভাবে টুইটারে পোষ্ট শেয়ার করেন। এছাড়াও কোন কিছু বুঝতে সমস্যা হলে @shuvo35 ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাকেও নক দিতে পারেন। ধন্যবাদ
ধন্যবাদ ভাই আমার ভূলগুলো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য নেক্সট টাইম সঠিকভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ
কোন সমস্যা হলে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপু। ধন্যবাদ 🙏
ঠিকআছে ভাইয়া সহযোগিতার জন্যে ধন্যবাদ আপনাকেও
অনেক অসাধারণ একটি পাতাবাহারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। এই পাতাবার গাছটি দেখতে অনেক সুন্দর।