অভিজ্ঞতা।
অভিজ্ঞতা শব্দটা মানুষের জীবনের সাথে উতপ্রোত ভাবে জড়িত। কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা , কোনো কিছু জানার ক্ষেত্রে অভিজ্ঞতা। মূল কথায় এটা আমাদের দৈনন্দিন জীবনের সচরাচর ব্যবহার করা একটি শব্দ। এমনটা মনে হয় আপনি যদি কোনো কাজের অভিজ্ঞ থাকেন তাহলে সবার থেকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। আমার ব্যাপারে যদি আপনাদেরকে একটা কমন কথা বলতে যাই তাহলে আমার প্রবল ইচ্ছা সব কিছু সম্পর্কে জানা। জিনিষটা এই রকম না যে আমি সব কিছু নিয়ে গবেষণা করবো।
আমি যদি খুঁটিনাটি সব কিছু সম্পর্কে সাধতন জ্ঞান টুকু রাখি তাহলে দেখা যাবে জীবনের সব ক্ষেত্রেই কাজে দিবে। বিশেষ করে জীবনের চলার পথে। অনেক সময় দেখা যায় আমরা অনেক ক্ষেত্রেই কিছু কিছু সময় অভিজ্ঞতার অভাবে অন্যদের থেকে পিছিয়ে পড়তে হয়। হয়তোবা সামান্য অভিজ্ঞতা থাকলেই হয়ে যেত কিন্তু নূন্যতম অভিজ্ঞতা না থাকায় পিছিয়ে পড়তে হয়। এছাড়াও সবার মাঝে একজন জ্ঞানী ব্যক্তি হতে হলে অবশ্যই সব কিছুর সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
যেমন যদি আমার কথাই এখন বলতে যাই তাহলে দেখা যাবে অনেক সময় অনেক কাজেই এগিয়ে থাকি। বিষয়টা আমি গর্ব করে বলছি না কিন্তু আমি যদি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা হয়তো কিছু জানতে পারবেন অথবা আপনাদের মধ্যে একটা আগ্রহ জন্মাবে। আমি আমার বাংলা ব্লগ এ আসার আগে hive এ অনেক দিন ছিলাম। এখন যেমন সব কিছু সম্পর্কে মোটামোটি একটা ধারণা আছে শুধু এই স্টিম প্লাটফর্ম না পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ড এর কথা বললেও সেটা ভুল হবে না অবশ্য ।
এখনো অনেক ইচ্ছা অনেক কিছু সম্পর্কে জানা এবং আপনাদের দোয়ায় একটু একটু করে সামনে আগাচ্ছি। যেমন এই গুলোকে রিয়েল লাইফ এ অনেক ক্ষেত্রে প্রয়োগ করা যায়। আমরা যদি একটু আমাদের লেখা পড়ার দিকে তাকাই তাহলে আমাদের কিন্তু সব বিষয় সম্পর্কে গভীর ভাবে তেমন আলোচনা হয়না। কেননা কেউই কখনো সব বিষয়ে একদম দক্ষ থাকতে পারবে না। কিন্তু প্রাথমিক জ্ঞান থাকাটা আবশ্যক। যদিও এমন মানুষ অনেক কমই দেখা যায় , তাই তো লোকে বলে " জ্ঞান অর্জনের কোনো বয়স নেই " . আপনি যদি সারাজীবনই একটু একটু করে জ্ঞান অর্জন করেন তাহলে আপনি সত্যিই অনেক বড় একটা জ্ঞান এর ভান্ডার এ পরিণত হবেন।
একদম ঠিক ঠিক বলেছেন শিক্ষার কোন বয়স নেই। তাই যে কোন সময় যেকোনো বয়সে শেখা যায়। আর মানুষ তো জন্মের পর থেকে পরিপ্বক্ক নয়। ধীরে ধীরে শিখতে শিখতে কিন্তু সে পরিপক্ক হয়। ধন্যবাদ বাস্তব একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
সত্যি বলেছেন আমরা যদি সারা জীবনই একটু একটু করে জ্ঞান অর্জন করি তাহলে আমরা সত্যিই অনেক বড় একটা জ্ঞানের ভান্ডারে পরিণত হব। এই কথা কিন্তু সত্যি জ্ঞান অর্জনের কোন বয়স নেই এটা আমি বেশিরভাগ মানুষের কাছে থেকে শুনে থাকি। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। এরকম পোস্টগুলো পড়ে আমরা অনেক কিছুই জানতে এবং শিখতে পারি