বিকেলে ঘুরাঘুরি।
ঘুরতে যাওয়ার মজাটাই হচ্ছে বিকেলে। আর যদি সেটা গ্রামে হয় তাহলে তো আর কথাই নেই। আমরা যারা শহর বেশি তারা গ্রামীণ এলাকায় ঘুরতে যাওয়ার প্রতি অনেকটাই দুর্বল।
এই পৃথিবীর সবাই চায় মুক্ত ভাবে খুলে আকাশের নিচে বসবাস করতে। কিন্তু পরিস্থিতির চাপে পরে সবাইকে আবদ্ধ জীবন কাটাতে হয়। যাক ঐদিকে আর না গড়াই। পড়ালেখার চাপে ঘর থেকে তেমন বেশি বের হতে পারি না। শুধু মাত্র বন্ধুদের দিন গুলোতে মাঝে মধ্যে।
কয়েকদিন হলো পরীক্ষা শেষ হয়েছে। এখন আগের থেকে কিছুটা সস্থি মিলেছে। সত্যি বলতে প্রতিদিন করে কলেজ এ গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম।
সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কলেজ এর নিয়ম গুলো অনেক বেশি কঠিন। যদি আমরা কোনোভাবে ওই নিয়ম গুলোকে ভঙ্গ করি তাহলে পরে অনেক ভুগতে হয়। যদিও আমি কলেজ এ গিয়ে বেশির ভাগ সময় চুপ চাপ থাকি।
গত কয়েকদিন আগের কথা , আমাদের ইংলিশ পরীক্ষা। যেহেতু ঐটা ক্লাস টেস্ট ছিল সেহেতু তেমন বেশি গুরুত্ব দিয়ে পড়া হয়নি।
পরীক্ষার দিন কলেজ এ দিয়ে দেখি সবাই দেয়ালে "পেরাগ্রাফ" লিখছে। অনেক বড় ছিল পেরাগ্রাফ টি। রুম এর দরজা অফ করে কেউ কেউ বেঞ্চ কেউ কেউ দেয়াল আবার কেউ কেউ সেগুলোর ভিডিও করছে। সব থেকে মজার বেপার হচ্ছে আমরা যাই করি না কেন। সবাই একসাথে করতাম।
এই জিনিষটা আমাকে প্রায়শই ভাবায়। আমাদের সবার পরিচয় তেমন বেশি একটা দিন হয়নি। তাও আমাদের মধ্যে যে মিল মোহাব্বত এটাই তো প্রকতির বন্ধুত্ব। কলেজ বন্ধের কারণে সবার সাথে দেখা হয়না প্রায় অনেকদিন। গতকাল সবাই প্ল্যান করে একটু ঘুরতে গিয়েছিলাম। এই ভেবে যে কলেজ বন্ধ থাকবে প্রায় ২ মাস। তাহলে একটু অবসর সময়ে বন্ধুদের সাথে একটু সময় দিতে ক্ষতি কি ? :)
আপনার পরীক্ষা শেষ হয়েছে শুনে অনেক ভালো লাগলো ।পরীক্ষা শেষ হয়ে গেলে অনেক মজা লাগে কেননা পরীক্ষা হয়ে গেলে সম্ভবত সবাই কোথাও না কোথাও ঘুরতে যায়। আর বিকেলে ঘোরার মজাটাই তো অন্যরকম।
হ্যা আপু , পরীক্ষাটা যেন মাথার উপর একটা বোঝা হয়ে থাকে। ধন্যবাদ আপু।