ব্যর্থ মনুভাব ।
মানুষের সব থেকে বড় বাধা হচ্ছে তার নিজের চিন্তা ভাবনা। সেটা কেন বলছি , আসলে আমাদের মনুভাবকে যদি আমরা দৃঢ় করতে না পারি তাহলে আমাদের সাফল্য কখনই আসবে না। আর সেই মনকে দৃঢ় করার পিছনে রয়েছে নিজের প্রতি আত্মবিশ্বাস। এবং আমি মনে করি আপনার যদি এই বিশ্বাস টুকু থাকে তাহলে আপনি কোনো ভাবেই আটকাবেন না নিজের স্বপ্ন পূরণে। আপনি যতবার ব্যর্থ হবেন আপনার মনই আপনাকে উৎসাহ দিবে যদি আপনার সেই আত্মবিশ্বাস থাকে। যেকোনো সাফল্যের পিছনে ওতপ্রোত ভাবে তার আত্মবিশ্বাস এর অবদান থাকবেই।
কিছুদিন আগে আমি একজন ব্যক্তির জীবন কাহিনী পড়ছিলাম। সেখানে উনি উনার জীবনের সব ধরণের সমস্যা , বাধা এবং নিজের সম্পর্কে লিখেছিলেন। আমি সত্যিই ব্যাক্তিগত ভাবে উনার লেখাটাকে পছন্দ করেছি। অনেক কিছু শিক্ষার ছিল সেখান থেকে। আসলে মাঝে মধ্যে এমন এমন কিছু জ্ঞান অর্জন করাটা অনেক জরুরি যেটা কিনা আমাদের মনুবল আরো দৃঢ় করবে। আমাদের এই মনুবলটাই হচ্ছে আমাদের মূল হাতিয়ার। ব্যর্থ শব্দটি আমাদের মনের মধ্যে কোনো ভাবেই প্রাধান্য দেয়া যাবে না। হয়তো আমরা জিতবো না হয় কিছু শিখবো। যা কিনা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। এমন মনুভাব থাকলে আপনার সাফল্যে কেউই বাধা দিতে পারবে না।
ওই গল্পের মূল বিষয় বস্তু ছিল "আত্মবিশ্বাস" নিয়ে। লেখক সম্পূর্ণ চেষ্টা করেছেন তার নিজের জীবন কাহিনী তুলে ধরতে। তার এই জীবনকে তুলে ধরার মাঝে ছিল অনেক বিশাল বড় একটা জীবন শিক্ষা। যা কিনা আমাদের প্রতিটা মানুষের জানা উচিত। নিজের জীবন থেকে যেমন শিক্ষার শেষ নেই তেমনি অন্যের জীবন কাহিনী থেকেও অনেক বড় বড় শিক্ষণীয় জিনিস রয়েছে যা আমাদের জানা অনেক জরুরি। এতে করে শুধু আমাদের মনুবলই দৃঢ় নয় আমাদের জীবনের চলার পথকেও সঠিক ভাবে গুছিয়ে নিতে পারবো।
জীবন যুদ্ধের এই অধ্যায়ে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। জ্ঞান যত তীক্ষ্ণ হবে পথ চলা তত সহজ হবে। আর শুধু বই পুস্তকের জ্ঞানই যথেষ্ট নয়। নিজস্ব জীবন থেকে জ্ঞান অর্জন করাটাও অনেক জরুরি। কোথায় আছে " জ্ঞান অর্জন করার কোনো বয়স লাগে না " . আর এই ধারণটাও ভুল যে শুধু পড়ালেখার দাঁড়ায় জ্ঞান অর্জন সম্ভব। " আমার এখন অনেক বয়স হয়ে গিয়েছে , আমি ক কিভাবে পড়ালেখা করবো। আর পড়ালেখা ছাড়া কি জ্ঞান অর্জন করা যায় ? " এইসব মনুভব নিজের থেকে দূর করতে হবে। অবশ্যই বই পুস্তক পরে জ্ঞান অর্জন জরুরি কিন্তু তার মানে এই না যে শুধু বই পুস্তকের জ্ঞান দ্বারা আমি আমার জীবনকে গুছাতে পারবো। একটি জীবনের গুছাতে হবে সকলের জ্ঞানকে একটা জ্ঞান ভান্ডারে রূপান্তর করে তারপর আস্তে আস্তে আগাতে হবে। অন্যথায় , ব্যর্থতা আপনারই অপেক্ষায়।
এরকম বিষয়গুলো থেকে এবং মানুষের জীবন কাহিনী থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি যা জানা আমাদের খুবই জরুরী এটি আপনি ঠিকই বলেছেন। আসলেই জীবন যুদ্ধের এই অধ্যায়ে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম।এটা আমিও মানি যে জ্ঞান অর্জন করার কোন বয়স থাকে না। আমরা যত বেশি জ্ঞান অর্জন করব ততই আমরা খুব সহজে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমাদের রাস্তা অনেক সহজ হবে। আপনার এই পোস্ট থেকে অনেক কিছুরই শেখার আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।
আপনি কিন্তু ঠিকই বলেছেন এই কথাটি মানুষের সব থেকে বড় বাধা হচ্ছে তার নিজের চিন্তা ভাবনা। আপনার এই কথাগুলোর থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে। এরকম গল্প এবং কবিতার মধ্য থেকে আমরা অনেক কিছু ধারণা লাভ করতে পারি যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জানা খুবই প্রয়োজন। আপনি আজকে আপনার এই পোস্ট টিতে অনেক কিছুই তুলে ধরেছেন। এটা কিন্তু ঠিকই বলেছেন বইপুস্তকের জ্ঞানই যথেষ্ট নয়। ধন্যবাদ।