রঙিন কাগজ দিয়ে সিংহ তৈরি করা।
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. রঙিন কাগজ।
২. আঠা।
৩. কাঁচি।
৪. কলম।
৫. স্কেল।
প্রসেস সমূহ:-
স্টেপ:-০১
প্রথমে একটা কাগজ সাইজ মতো কাটিং করে নিব এবং কাগজটি পরে ভাঁজ করে নিব।
স্টেপ:-০২
তারপর কাগজটি কে এপাশ ওপাশ ভাঁজ করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৩
এরপর কাগজটির ভাঁজ খুলে কলম দিয়ে দাগ টেনে নিলাম এবং দাগ বরাবর কাঁচি দিয়ে কাটিং করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৪
এরপর কাগজটি দিয়ে সিংহের বডি, পা এবং লেজ বানিয়ে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:- ০৫
এরপর কাগজ গুলো দিয়ে ধাপে ধাপে ডিজাইন তৈরি করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:- ০৬
এরপর কলম দিয়ে চোখ এঁকে দিয়ে বসিয়ে দিলাম। তারপর নাক এবং মছ কলম দিয়ে ভরাট করে নিব।
স্টেপ:-০৭
এরপর আবারো কাগজ দিয়ে ধাপে ধাপে ডিজাইন করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৮
এরপর একটির উপর আরেকটি আঠা দিয়ে লাগিয়ে নিলাম। কিছুটা সিংহের মতো দেখাচ্ছে।
স্টেপ:-০৯
এরপর সিংহের লেজ বানিয়ে লাগিয়ে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:-১০
এরপর নিচের দিকে আঙুল এঁকে নিলাম।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
আপনি রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি সিংহ তৈরি করেছেন। যা দেখে আমি চোখ ফেরাতে পারছি না। আসলে রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখলে আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখে বুঝতে পারছি অনেক সময়ের প্রয়োজন হয়েছে এই সিংহটি তৈরি করতে। খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে এটি তৈরি করলেন অসম্ভব ভালো ছিল।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত প্রদান করার জন্য। আপনার কাছে আমার ডাই প্রজেক্ট ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য।
রঙিন কাগজের জিনিস গুলো আমার কাছে দেখতে ও তৈরি করতে অনেক ভালো লাগে। আপনার রঙিন কাগজের সিংহ চমৎকার হয়েছে।রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করলে অনেক ভালো লাগে।জি আপু এই কাজ গুলো একটু সময় নিয়ে করতে হয়।
বাহ খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে সিংহ বানিয়েছেন। সিংহ দেখতে একদম বাস্তবের সিংহের মতো লাগছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য। চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি দেখতে আমার খুবই ভালো লাগে। আপনি সিংহ মামার মুখো স্মৃতি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন অনেক সুন্দর হয়েছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে বানানো ডাই এর কাজ আমার খুব ভাল লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি সিংহ বানিয়েছেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে ছবি এবং বর্ণনা দিয়ে দেখিয়েছেন। আপনার কাগজ কাটার দক্ষতা ভাল। খুব কিউট লাগছে সিংহ দেখতে। ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে।ডাই প্রজেক্ট গুলো দেখতে বেশ ভালো দেখায়। চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত প্রদান করার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি সিংহ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজের তৈরি এই সিংহটি আমার কাছে অনেক বেশি অনেক লেগেছে খুবই দক্ষতার সঙ্গে আপনি এটা তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি রঙিন কাগজের সিংহ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে আরো বেশি ভালো লাগলো ভাইয়া। সুন্দর সুন্দর কমেন্ট পড়লে কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়।
রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি সিংহ তৈরি করেছেন। আমিও চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে এরকম সুন্দর জিনিসগুলো তৈরি করার জন্য। সিংহের মাথাটি একেবারে সত্যিকারের সিংহের মতোই লাগছে। কালার কম্বিনেশন টাও বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার অভিজ্ঞতার প্রশংসা না করলেই নয়। যখন চমৎকার অভিজ্ঞতার তুলনা দেখিয়েছেন আপনি।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আমার কাছে রঙিন কাগজ দিয়ে ডাই প্রজেক্ট গুলো বানাতে এবং দেখতে দুটোই অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে।
রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করা দেখতে অনেক সুন্দর লাগে।আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে একটি সিংহ তৈরি করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে।এছাড়া তৈরি করার ধাপ গুলো অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমুলক মন্তব্য করার জন্য। চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
খুবই কিউট দেখতে লাগছে আপনার রঙিন কাগজের তৈরি সিংহটিকে দেখতে। সিংহ তৈরি আপনি খুবই সুন্দর ভাবে করেছেন দেখছি। কালার কম্বিনেশন কিন্তু বেশ চমৎকার হয়েছে।আসলে আমি রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে যেমন পছন্দ করি রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতেও ভীষণ ভালো লাগে আমার কাছে। অসম্ভব ভালো ছিল আপনার আজকের রঙিন কাগজের তৈরি সিংহ যা পরিমাণে মুগ্ধকর ছিল।
আপনার কাছে রঙিন কাগজ দিয়ে ডাই প্রজেক্ট তৈরি করতে ভালো লাগে জেনে ভালো লাগলো ভাইয়া। আমার কাছে এই ডাই প্রজেক্ট গুলো দেখতে এবং তৈরি করতে বেশ ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে বেশ আনন্দিত হলাম।
রঙিন কাগজ দিয়ে সিংহ তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার আইডিয়ার প্রশংসা না করে পাশে না কারণ রঙিন কাগজ ব্যবহার করে এমন সুন্দর জিনিস তৈরি করা সত্যিই অবাক করার মত বিষয়।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।