"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ || শীতকালীন প্রাকৃতিক দৃশ্য || [@shy-fox 10% beneficiary]
আসসালামুয়ালাইকুম
আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি।
পৌষ ও মাঘ এই দু' মাস প্রচুর শীত থাকে। এখন মাঘ মাসের প্রায় শেষের দিকে চলে এসেছে। এজন্য শীতের মধ্যে আমার বাংলা ব্লগের এডমিন মহোদয় আমাদের জন্য সুন্দর একটি ইভেন্টের আয়োজন করেছেন। এই আয়োজন দারুন ভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ।
এই শীতের মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা যায় হচ্ছে গ্রামে। গ্রামের আবহাওয়া টা চমৎকার ভাবে উপভোগ করা যায়। কিন্তু এই সুন্দর দৃশ্য দেখা হয়ে উঠে নাই। এই ব্যস্ততম নগরীর জন্য। কিন্তু এই ব্যস্ততম নগরী ঢাকা শহরে কিন্তু অনেক ঠান্ডা ছিল। এই ঠান্ডার দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ।
এই পথটা হচ্ছে আমার বাসার সামনে। অফিসে যাওয়ার সময় উঠানো হয়েছে। প্রতিদিন এর চেয়ে আজকে অফিস যাওয়ার সময় টা ছিল অনেক সকালে। সেই জন্য শীতের আমেজ টাও ছিল অন্যরকম।
অফিসে ঢুকে সিগনেচার টা করে শীতের আমেজ উপভোগ করার জন্য চলে গেলাম একদম অফিসের ছাদে। যাওয়ার পর অসাধারণ দৃশ্য দেখতে পেলাম। দৃশ্য গুলো দেখে মনটা ভরে গেল। চারদিকে কোন শব্দ নেই। নেই কোন কোলাহল।এই শীতে সবাইকে শীতল করে দিয়েছে মনে হচ্ছে।
এইটা হচ্ছে আমার অফিসের ছাদ। ছাদে অনেক সুন্দর বাগান করা হয়েছে। সাথে চা খাওয়ার সুন্দর কিছু লোকেশন তৈরি করা হয়েছে।এই শীতের মধ্যে আড্ডা দেওয়া অসাধারণ একটি জায়গা। আসলে অফিসে এসে উপরে উঠার সময় হয়ে উঠে না সময়ের অভাবে। আপনাদের কে অন্য একসময় ছাদ ঘুরে দেখাবো ইনশাআল্লাহ।
আমার বাংলা ব্লগের সকল এডমিন ও মডারেটর কে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের লেখা আজ এখানেই শেষ করছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই দোয়া কামনা করছি।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
ধরণ | প্রতিযোগিতা - ১১ "শীতকালীন প্রাকৃতিক দৃশ্য" |
লোকেশন | বাসাবো টেম্পু স্টান্ড, সবুজবাগ, ঢাকা |
বেশ ভালো ছিল আপনার ফটোগ্রাফি । বিশেষ করে উপর থেকে পুরো শহরের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালবাসা রইল।
ঢাকা শহরের প্রাকৃতিক দৃশ্য আসলে এমনই। শীতেও যা গ্রীষ্মকালেও তা, তেমন কোন পার্থক্য নেই। আকাশ থেকে দেখা ঢাকা শহরের চিত্রটি অনেক ভাল ছিল কিন্তু ভাই আপনি নির্দিষ্ট সময়ের পরে পোস্ট করেছেন। সময় ছিল দুপুর 12 টা পর্যন্ত। শুভেচ্ছা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার জন্য শুভকামনা রইলো।