সোনারগাঁও জাদুঘর ভ্রমণ পর্ব -১ |-By @engtariqul |shy-fox=10%

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম

হ্যালো প্রিয় আমার বাংলা ব্লগ এর বন্ধুরা।

সবাই কেমন আছেন
আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।

গত সপ্তাহে নারায়ণগঞ্জ অফিসের কাজে গিয়ে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম পানামা সিটিতে।সেখান কার কিছু স্থিরচিত্র ছবি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কে বলছিলাম যে পানামা সিটি পাশে সোনারগাঁও জাদুঘর রয়েছে। আজকে আপনাদের কে সোনারগাঁও জাদুঘর কিছু ছবি শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।


IMG_20220805_164128.jpg


ফটোগ্রাফি 🎥:-০১


IMG_20220805_164151.jpg

প্রথমে ঢোকার সময় টিকিট কাটার জন্য লাইন ধরতে হয়েছিল। ছুটির দিন ছিল দেখে ভিড়টা একটু বেশি ছিল। তারপর টিকিট হাতে পেয়ে ভিতরে প্রবেশ করলাম। টিকিট এর প্রবেশ ফ্রি নিল ৫০ টাকা করে প্রতি জন প্রতি।


ফটোগ্রাফি 🎥:-০২


IMG_20220805_164243.jpg

IMG_20220805_164310.jpg

IMG_20220805_164531.jpg

ভিতরে প্রবেশ করার পর হাতের বাম পাশে একটা বিশাল আকৃতির একটা পুকুর আছে।যা দেখতে খুবই সুন্দর। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। পানির কাছে গেলে সেগুলো হাত দিয়ে ধরতে পাওয়া যায়। মাছ হাত দিয়ে ধরার ফিলিংসটা কিন্তু অন্যরকম লাগে।


ফটোগ্রাফি 🎥:-০৩


IMG_20220805_165007.jpg

IMG_20220805_165318.jpg

IMG_20220805_164255.jpg

IMG_20220805_164659.jpg

IMG_20220805_165214.jpg

জাদুঘর এর ভিতরে আসতে আসতে কিছু সুন্দর সুন্দর গাছ এবং ফুল গাছ ছিল। শীতের মধ্যে গেলে চতুর্দিকে ফুল গাছগুলো অসাধারন লাগে এবং এখানে দুইটা গরু কিছু পিঠের উপর মালামাল নিয়ে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে এখানকার জমিদার যারা ছিল তারা এটা ব্যবহার করছে। কিছুক্ষণ পর জাদুঘর এর ভিতরে প্রবেশ করলাম।


ফটোগ্রাফি 🎥:-০৪


IMG_20220811_095956.jpg

এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহারিত পোশাক ও তার সংগৃহীত পোশাক পাঞ্জাবি এবং পায়জামা।


ফটোগ্রাফি 🎥:-০৫


IMG_20220811_100344.jpg

এখানে ব্যবহারিত রুটি বানানোর বেলন , কাঠ খোদাই প্যানেল, শুভ্রদা , সাম্পান ইত্যাদি এগুলো ব্যবহারিত জিনিস এখানে সংগ্রহ করা আছে। এগুলো অষ্টাদশ শতাব্দীর দিকে ব্যবহার হয়েছে। এগুলো ফরিদপুর জেলা থেকে সংগ্রহ করা হয়েছে।


ফটোগ্রাফি 🎥:-০৬


IMG_20220805_170012.jpg

IMG_20220805_165933.jpg

IMG_20220805_165953.jpg

IMG_20220805_170039.jpg

IMG_20220805_165813.jpg

IMG_20220805_165720.jpg

IMG_20220805_170317.jpg

এখানে বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে রাখা হয়েছে। এগুলো অনেক বছর আগের ব্যবহারিত জিনিস পত্র। কিছু কিছু জিনিস আছে এখনো মনে হয় একদম নতুনের মতো দেখতে। আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি জিনিস আমি একটা একটা করে দেখেছি।যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছে এগুলো এখন জীবনেও পাওয়া যাবে না। ব্যবহার করা পর এগুলো সংগ্রহ করা হয়েছে কিন্তু দেখে মনে হয় যে নতুন ভাবে এগুলো এনে রেখে দিয়েছে।


আজকে এই পর্যন্তই আবারো আসবো এই সোনারগাঁও জাদুঘর ২য় পর্ব নিয়ে। এখানে আরো কিছু সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদের সাথে আবারো শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকের পোস্ট কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন আশা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে
@engtariqul

Sort:  
 2 years ago 

২য় পর্বের অপেক্ষায় রইলাম।এভাবে কখনো দেখা হয়নি, আপনার পোস্টের মাধ্যমেই প্রথম দেখলাম।তাই একটু বেশিই এক্সাইটেড।
আশা করি,খুব বেশি দেরি করতে হবেনা ২য় পর্বের জন্য।
ফটোগ্রাফিগুল সুন্দর ছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য জন্য

 2 years ago 

জয়নুল আবেদিনের ব্যবহারিত পোশাক ও তার সংগৃহীত পোশাক পাঞ্জাবি এবং পায়জামা।

জয়নাল আবেদীনের ব্যবহৃত পাঞ্জাবি ও পায়জামা আমি আগে কখনো দেখেছিলাম না আপনার পোষ্টের মাধ্যমে দেখার ভাগ্য হলো। সোনারগাঁও জাদুঘর ভ্রমণ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ে গঠনমূলক মন্তব্য জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া সোনারগাঁও জাদুঘর ঘুরে এসে খুব সুন্দর একটি পোষ্ট করেছেন। দেখে অনেক ভাল লাগলো। আমি কয়েক বছর আগে গিয়েছিলাম। জায়গাটা অনেক সুন্দর ,খোলামেলা পরিবেশ।

 2 years ago 

জি ভাইয়া আসলেই অনেক সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য জন্য।

 2 years ago 

মাঝে মাঝে মনকে প্রফুল্ল রাখতে এবং নতুন কোন বিষয় সম্পর্কে ধারণা পেতে অবশ্যই আমাদের কোথাও না কোথাও যেয়ে জ্ঞান অর্জন করা ও মন ভালো রাখা উচিত। তাই আপনার এই বিষয়টাকে আমি সবচেয়ে বেশি স্বাগত জানাই এই জন্য যে, আপনার এই পোষ্টের মধ্য দিয়ে আপনার যেমন একটি সুন্দর মুহূর্ত অতিক্রম হয়েছে ঠিক তেমনি অন্যান্যদের জন্য সুযোগ করে দিয়েছেন ধারণা লাভের।

 2 years ago 

আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাদ ভাইয়া। আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন। ঠিক বলেছেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য

 2 years ago 

অও,সোনারগাঁও জাদুঘরটি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।প্রতিটি ছবি সুন্দর ছিল আমার কাছে বেশি ভালো লেগেছে ভাস্কর্যগুলি ও ফুলে বেষ্টিত গাছ।পুকুরের জল পাড়ের সবুজ ঘাসে নীল হয়ে গেছে, মাছগুলো ও সুন্দর।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য জন্য আন্তরিক ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে খুব মজা করেছেন। আপনার ফটোগুলো আমার কাছে খুব ভালো লাগলো। এবং দ্বিতীয় পর্বের অপেক্ষায় আছি। আপনাকে ধন্যবাদ খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন অনেক মজা হয়েছে। দ্বিতীয় পর্ব আজকে পোস্ট করেছি। আশা করছি পোস্টটি পড়বেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ওয়াও ভাইয়া অসাধারণ আপনি সোনারগাও জাদুঘরে অনেক কিছুর ফটোগ্রাফি করেছেন ৷আমার কাছে প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে ৷ দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম ৷
ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87