ফোটোগ্রাফি 📽️📽️ || রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম
হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারো প্রতি সপ্তাহে ন্যায় ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। ফটোগ্রাফি করতে অন্য রকম ভালো লাগা কাজ করে। সেই ভালো লাগা থেকে আজকে আপনাদের সাথে কয়েকটি রেনডম ফটোগ্রাফি করেছি। সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করবো।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ফটোগ্রাফি শেয়ার:-
এইটা একদম গ্রামের প্রাকৃতিক জায়গা থেকে ফটোশুট করা হয়েছে।এই জায়গাটা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে তোলা। রাস্তার দুই পাশে বিল মাঝখান দিয়ে রাস্তা। দেখতে অসাধারন লাগছে। বর্ষার পানি চলে এসেছে। সূর্য ডোবার আগ মুহূর্তে ফটোগ্রাফি করা হয়েছে।
এই ছবিটি যমুনা নদী থেকে তোলা হয়েছে। নদীর পানি এখন চারদিকে থয় থয় করছে। এখন শুধু পানির গর্জন শোনা যায়। বর্ষা কিছু মানুষের হাসি আবার কিছু মানুষের কান্না।
গ্রামের মেঠো পথের রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে কার না ভালো লাগবে। বেশি ভালো লাগে বর্ষার সময় দুই পাশে পানি থাকলে সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে।আমার এই কাঁচা রাস্তা গুলোতে হাঁটতে ভিশন ভালো লাগে।
এইটা জবা ফুলের গাছ। কয়েকদিন আগে টবের মধ্যে লাগানো হয়েছে।এখন গাছে কলি ধরেছে কয়েকদিন এর মধ্যে ফুল ফুটবে আশা করছি। জবা ফুল সবার কাছে পরিচিত একটা ফুল।এই ফুল কম সময়ের মধ্যে বড় হয় এবং তাড়াতাড়ি ফুল ফোটে।
এইটা ড্রাগন ফলের গাছ। কয়েকদিন আগে রোপণ করা হয়েছে।এই ফলটি দেখতে দারুন লাগে খেতেও সুস্বাদু। এই ফল এখন বাংলাদেশে অনেক জায়গায় চাষ করা হয়।
এইটা যমুনা নদী শহর রক্ষা একটা বাঁধ।এই বাঁধ বিকেলে অনেক লোকসমাগম হয়। বিশেষ করে ঈদের মধ্যে বেশি মানুষ দেখা যায়। এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকলে মনটা একদম শীতল হয়ে যায়।
এই ফুলের নাম হচ্ছে ক্রিনাম লিলি ফুল।আমার কাছে একদম নতুন একটা ফুল।চমৎকার দর্শন এই ফুলে হালকা মিষ্টি ঘ্রাণ আছে। এই গাছের ঔষধি গুণও রয়েছে।এর ফুল বেশ বড়, সাদা, সুগন্ধি এবং সুন্দর হয়ে থাকে।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
কি বলবো ভাই, আপনার ফটোগ্রাফি গুলো দেখে তার ভাষাই যেন খুঁজে পাচ্ছি না। আপনার ভালো লাগা ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি একদম প্রাণবন্ত ও চোখ জুড়ানো হয়েছে। তবে সব থেকে ভালো লেগেছে,ক্রিনাম লিলি ফুলটি দেখে। কেননা আমি আগে কখনো এই ফুলটি দেখিনি। আজ আপনার পোষ্টের মাধ্যমেই নতুন একটি ফুল দেখতে পেলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই, রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি সুন্দর ভাবে কমেন্ট করে উৎসাহিত করেছেন। সুন্দর কমেন্ট পেলে বেশ ভালো লাগে। চেষ্টা করছি সবগুলো ছবি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য।ক্রিনাম লিলি ফুলটি আমার কাছে একদম নতুন লেগেছে। নতুন কোন কিছু ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। শুভ কামনা রইল ভাইয়া আপনার জন্য।
বাহ চমৎকার ফটোগ্রাফি করলেন আপনি এবং আমাদের সাথে শেয়ার করলেন দেখে তো মুগ্ধ হয়ে গেছি। কারণ বর্তমানে বর্ষাকালের মেঘলা আকাশ দেখতে খুব ভালো লাগে। মাঝে মাঝে যখন রোদ দেখা দেয় তখন আকাশটা আরও ভিন্ন ধরনের দেখায়। এছাড়া নদীর দৃশ্য গুলো অনেক ভালো লেগেছে। অসাধারণ ছিল আপনার প্রতিটি ফটোগ্রাফি।
ঠিক বলেছেন আপু বর্ষাকালে আকাশে রঙ একটু পর পর চেঞ্জ হয়ে যায়।এই জন্য এই সময়টাকে বেশি ভালো লাগে। সুন্দর ভাবে কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
অসাধারণ রেনডম ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি একটি পোস্ট সাজিয়ে। আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই পোষ্টের মধ্যে আমি লক্ষ্য করে দেখেছি যমুনা নদীর পানির উত্তাল ঢেউ অন্যদিকে গ্রামীন একটি মেঠো পথ একদিকে রয়েছে জবা ফুলের চারা একটি টবের মধ্যে,পাশে রয়েছে গোলাপ ফুল এছাড়াও রয়েছে ফুলের ফটোগ্রাফ। খুব সুন্দর ভাবে আজকের পোস্ট আপনি সাজিয়েছেন দেখে ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য। শুভ কামনা থাকবে আপনার জন্য।