দৃষ্টি নন্দন আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ পরিদর্শন || ১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম
আমি @engtariqul ঢাকা বাংলাদেশ থেকে।

আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে যে পোস্টটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে ৩০ কোটি টাকায় নির্মিত আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ নির্মাণ করা হয়েছে । মসজিদটি দৃষ্টিনন্দন স্থাপত্য অনুপম নিদর্শন ।
সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভার মুকন্দগাঁতী মহল্লায় আড়াই বিঘা জমির ওপর নির্মিত হয়েছে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ । মসজিদটির নির্মাণশৈলী দৃষ্টি কেড়েছে
অনেকের । দেশের অন্যতম সুন্দর মসজিদ এটি ।
স্থানীয়রা জানিয়েছেন, মুকুন্দগাঁতীর বাসিন্দা রহমত গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ আলী সরকার ২০১৬ সালের সেপ্টেম্বরে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । নিজস্ব অর্থায়নে ছেলে আমানুল্লাহ সরকার ও মা বাহেলা খাতুনের নামে ‘আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স’ নির্মাণ শুরু করেন তিনি । মসজিদ নির্মাণে প্রতিদিন ৫০ জন শ্রমিক কাজ করেন । নির্মাণকাজ শেষ হতে সাড়ে চার বছরেরও বেশি সময় লেগেছে ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়নাভিরাম দ্বিতল এ মসজিদের ওপরে বিশাল আকৃতির একটি গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরও আটটি গম্বুজ আছে । মসজিদের দুই পাশে আছে ১১তলা ভবনের সমান (১১০ ফুট) উঁচু মিনার । মসজিদের ভেতরে মার্বেল পাথর ও গ্রানাইট পাথরে সূক্ষ্ম কারুকাজ নজর কাড়ে মুসল্লিদের । মসজিদের চারপাশে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা, সাদাটে টাইলস । চত্বরে পরিকল্পিতভাবে লাগানো সবুজ ঘাস । সবকিছু মিলে অনন্য সৌন্দর্য্য ছড়িয়েছে । রাত হলেই আলোর ঝলকানিতে অপরূপ রূপে শোভিত হয় মসজিদটি । চারদিকে রঙ-বেরঙের আলোকসজ্জা দূর থেকে আকৃষ্ট করে । মসজিদের ভেতের আছে একাধিক ঝাড়বাতি । মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা আছে ।
এখানে প্রায় ৭ হাজার মানুষ একসাথে নামায আদায় করাটাও অন্যরকম প্রশান্তি বয়ে আনে।

IMG_20220306_115846.jpg

IMG_20220306_115635.jpg

মসজিদ পরিদর্শন করতে গিয়েছিলাম রাতের বেলায়। রাতের বেলার দৃশ্যটা অসাধারণ।

IMG_20220306_115700.jpg

মসজিদ এর ওযু খানা। সম্পন্ন ফিল্টারিং সিস্টেম করা ওযু খানা।

IMG_20220306_115717.jpg

মসজিদ এর ভিতরের অংশ।

IMG_20220306_115812.jpg

মসজিদ এর ইমাম সাহেব এর জায়গা। প্রত্যেকটা টাইলস গুলো বাহিরের দেশ থেকে ক্রয় করা হয়েছে। মসজিদ যে একটি শান্তির জায়গা। এখানে ভিতরে ঢুকলে মনটা সতেজ হয়ে যায়।

IMG_20220306_115800.jpg

IMG_20220306_115743.jpg

মসজিদ এর ভিতরের গম্বুজ এর অংশ। অসাধারণ ভাবে কারূকাজ করা হয়েছে।

IMG_20220306_115900.jpg

মসজিদ এর টয়লেট।

IMG_20220306_115649.jpg

ফটোমেকার@engtariqul
ডিভাইসশাওমি রেডমি নোট ৭
লোকেশন(https://w3w.co/celebs.precious.refurbish)

আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।

Sort:  
 2 years ago 

আপনার ভ্রমণ করা মসজিদ পরিদর্শন টি দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি অনেক সুন্দর ভাবে মসজিদের ফটোগ্রাফি গুলো করেছেন । তার সাথে বলো না গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি মসজিদ পরিদর্শন করেছেন। মসজিদের ভেতরের জায়গা গুলো অসাধারণ লেগেছে। আপনি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর করেছেন। আমাদের মাঝে মুহূর্তটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও আন্তরিক ধন্যবাদ আপু। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো।

 2 years ago 

মসজিদের প্রতিটি জায়গায় দেখতে অনেক বেশী সুন্দর। আপনি খুবই সুন্দর সুন্দর কিছু মসজিদের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে জায়গা গুলো খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আসলেই ভাইয়া দৃষ্টি নন্দন একটি মসজিদ।

 2 years ago 

আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাইয়া। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

মসজিদ টি জাস্ট দারুণ।

  • তবে আপনার জন্যে একটি গুরত্বপূর্ণ সাজেশন,

অবশ্যই লেখার পরিমাণ আরেকটু বাড়াতে হবে।না হলে আপনি ভালো সাপোর্টটি কখনোই পাবেন না।

 2 years ago 

ওকে আপু অনেক ধন্যবাদ। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।এর পর থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.96
ETH 2649.39
USDT 1.00
SBD 2.58