যমুনা নদী এবং বেড়িবাঁধ এ একটু ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সাথে নতুন একটি পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সাথে যমুনা নদীর কিছু সুন্দর দৃশ্য দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20220708_175527.jpg

ফটোগ্রাফি :-০১

IMG_20220804_181326.jpg

আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি যমুনা নদী। বাড়ি থেকে যেতে ১০-১৫ মিনিট সময় লাগে ।যখনি বাড়িতে যায় সময় পেলে একটু গিয়ে ঘুরে আসি। অপরুপ সৌন্দর্য মিলে এই নদী। বিশেষ করে মন খারাপ হয়ে থাকলে নদীর পাশে গিয়ে বসে থাকি। যত মনখারাপ থাকুক না কেন কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করলে মনটা এমনি ভালো হয়ে যায়।এই ছবিটি যে দৃশ্য গুলো দেখা যাচ্ছে তা হচ্ছে নদীর পাশ দিয়ে মাছ 🐟 ধরার জন্য জাল পেতে রেখেছে। আসলে এখানকার নিম্ন আয়ের মানুষ অনেক। তাদের মাছ ধরার একটা আয়ের উৎস এবং অনেকে শখের বসে মাছ ধরার জন্য অনেকে দূর দূরান্ত থেকে চলে আসে।


ফটোগ্রাফি :-০২

IMG_20220708_180155.jpg

IMG_20220708_180145.jpg

এখানকার আরেকটি সৌন্দর্য হচ্ছে নদী রক্ষা বাঁধ। এটাকে আমাদের এলাকার মানুষ বেড়িবাঁধ হিসেবে সবাই চেনে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। নদীর মাঝখান পর্যন্ত চলে গিয়েছে বাঁধটি। এতো পরিমাণ বাতাস যা মনকে একদম শীতল করে ফেলে। বিকেল হলে এই জায়গাটা একদম ভরপুর হয়ে যায় মানুষ দিয়ে। বেশি ভালো লাগে হচ্ছে সন্ধ্যার পরের সময়টা।


ফটোগ্রাফি :-০৩

IMG_20220708_180548.jpg

IMG_20220708_180717.jpg

নদী টা খুব শান্ত ছিল যখন গিয়েছিলাম। কিন্তু নদী খুবই স্বার্থপর। ছবিতে দেখতে পাচ্ছেন কোথাও কোন বাড়ি ঘর নেই। কিন্তু নদীর পাশ দিয়ে শতশত বাড়ি ঘর ছিল।সব বিলিন হয়ে গেছে।এখন শুধু পানি আর পানি চারপাশে।


ফটোগ্রাফি :-০৪

IMG_20220708_175710.jpg

IMG_20220708_175700.jpg

বাঁধের চারপাশ দিয়ে অনেক দোকান পাট বসে শুধু মাত্র বিকেল থেকে রাত পর্যন্ত। ভালো কেনাবেচা হয়। কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ চলাফেরা করে। আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়ার পর একটু খানাপিনা করে নিলাম।


ফটোগ্রাফি :-০৫

IMG_20220708_181312.jpg

IMG_20220708_181310.jpg

এখানকার সবচেয়ে মজার খাবার হচ্ছে চানাচুর ভাঁজা। অনেক মজাদার একটি খাবার।আমার কাছে ভিশন ভালো লাগে। বিশেষ করে নদীর তীরে হাওয়া খেতে খেতে চানাচুর ভাঁজা অসাধারণ একটি খাবার।


ফটোগ্রাফি :-০৬

IMG_20220708_180502.jpg

IMG_20220708_175430.jpg

যমুনা নদী বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে একটি। এটি ব্রহ্মপুত্র নদীর একটি প্রধান শাখা। যমুনা নদীর পুর্ব নাম ছিলো জোনাই নদী।এখানে প্রতিদিন সিরাজগঞ্জ এনায়েতপুর ও তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এবং আশেপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে আসে প্রাকৃতিক দৃশ্য আর মাতাল আবহাওয়া গায়ে লাগাতে। যাদের নদী নালা ভালো লাগে তাদের জন্য এই জায়গাটা বেস্ট।


ফটোগ্রাফি :-০৭

IMG_20220708_175307.jpg

IMG_20220708_180315.jpg

এই ছবিটি একদম সন্ধ্যার একটু আগ মুহূর্তের ছবি। অসাধারণ দৃশ্য এবং রাতের বেলা চাঁদ মামাকে দেখতে বেশ সুন্দর লাগে।

আজকে এই পর্যন্তই আবারো আসবো নতুন কিছু নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কোন ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন আশা করছি।

ফটোমেকার@engtariqul
ডিভাইসশাওমি রেডমি নোট ৭
লোকেশন( https://w3w.co/shade.savannahs.databank )

ধন্যবাদ সবাইকে
@engtariqul

Sort:  
 2 years ago 

আজকে আপনাদের সাথে যমুনা নদীর কিছু সুন্দর দৃশ্য দেখাবো।

আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা যমুনা নদীর কিছু অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। আমাদের এলাকায় কোন নদী নেই যার ফলে আমরা চাইলেও এমন সুন্দর অপরূপ দৃশ্য গুলো দেখতে পারিনা। একই সাথে দেখছি আপনি যমুনার পাশে খাওয়া-দাওয়া করেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার বাড়ি থেকে তো একেবারে কাছে যমুনা নদী। আপনি মাঝে মাঝেই অবলোকন করতে পারেন এই যমুনা নদীর সৌন্দর্য। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। দেখে আমার কাছেই অনেক ভালো লাগছে। বেশ দারুণ কাটিয়েছেন সময় টা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

জি ভাইয়া আসলে পরিবেশ টা অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 2 years ago 

আপনি যমুনা নদীর পাড়ে ভালো ঘোরাঘুরি করেছেন এবং ভালো মুহূর্ত কাটিয়েছেন বোঝাই যাচ্ছে। নদীর পাড়ে ঘুরতে আমার অনেক ভালো লাগে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো নদী নেই তাই আসলে তেমন ঘুরা হয়না। তবে আমি যখন সুযোগ পাই তখন নদীর পাড়ে ঘুরতে যাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর নতুন ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য

 2 years ago 

জি ভাইয়া আসলে নদীর পাড়ে ঘুরতে ভিশন ভালো লাগে।এই জন্য বাড়িতে গেলে একটু সময় পেলে ঘুরে আসি।

 2 years ago 

পোস্ট দেখেই বোঝা যাচ্ছে যমুনা নদী ও বেরিবাঁধ অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। বিশেষ করে আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর ছিল ।এভাবেই সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাবেন বলে আশা রাখি।

 2 years ago 

আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68859.42
ETH 2732.07
USDT 1.00
SBD 2.73