রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি
আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @engtariqul
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. রঙিন কাগজ।
২. স্কেল।
৩. আঠা।
৪. কাঁচি ✂️।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে হলুদ কালার এর কাগজটা কে কাঁচি ✂️ দিয়ে চার কোণা আকৃতি করে কেটে নিব।
ধাপ:-০২
এরপর কাগজটি কে ভাঁজ করে নিব।
ধাপ:-০৩
কাগজটি কে ভাঁজ করে নেওয়ার পর কাঁচি দিয়ে একটু ডিজাইন করে কেটে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৪
কাটিং করে নেওয়ার পর ভাজ খুলে নিলে ফুলের আকৃতি হয়ে যাবে। দেখতে ছবির মতো দেখাবে।
ধাপ:-০৫
ফুলটি কে একটু সাইট থেকে বাঁকা করে দিলাম।
ধাপ:-০৬
এরপর আরেকটি কাগজ নিলাম। এরপর কাগজটি কে ভাঁজ করে কাঁচি দিয়ে ছোট ছোট করে এক সাইড কেটে নিলাম।
ধাপ:-০৭
এরপর কাগজটি কে ছবির মতো ফুলের আকৃতি দিয়ে দিলাম।
ধাপ:-০৮
এরপর ফুলের উপর বসিয়ে দিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৯
এরপর কাগজ গুলো কে লম্বা লম্বা করে কেটে নিব।
ধাপ:-১০
এরপর কাগজ গুলো কে ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। দেখতে ছবির মতো দেখাবে।
ধাপ:-১১
একটা সাদা কাগজ এর উপর কাগজ গুলো কে সিরিয়াল ভাবে বসিয়ে দিলাম। আছতে আছতে ফুলের আকৃতি করে নিলাম। এরপর মাঝখানে সুতা লাগিয়ে দিলাম। এইটা দেওয়ার কারণ ফুলটি কে ঝুলিয়ে রাখার জন্য এই কাজটি করা হয়েছে।
ধাপ:- শেষ ধাপ
এরপর ফুলের মাঝ বরাবর একটি হলুদ কালার এর ফুল বসিয়ে দিলাম।
এইতো হয়ে গেল আমার আজকের রঙিন কাগজ দিয়ে ফুল বানানো। আশা করি আমার আজকে ফুল বানানো সবার ভালো লেগেছে। পরবর্তীতে আবারো আসবো নতুন কোন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে খুবই সুন্দর ভাবে ফুটে উঠে তা। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন যা দেয়ালে টাঙিয়ে রাখলে বেশ দারুণ দেখাবে। এটি অনেক সময় দিয়ে তৈরি করেছেন মনে হচ্ছে। খুবই ভালো ছিল।
ঠিক বলেছেন ভাই রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে।এই ফুল গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর দেখায়।জি ভাইয়া অনেক সময় লেগেছে।
রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুল বানিয়েছেন তো ।রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের ফুল বানিয়ে সেটি ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাই। আপনি খুব সহজভাবে প্রতিটি ধাপ আপনাদের মাঝে বিশ্লেষণ করেছেন ।ফুলটি দেখতে আসলে আকর্ষণীয় লাগছে।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে আবার এগুলো দেওয়ালে ঝুলিয়ে রাখা যায়। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
চোখ ধাঁধানো একটি কাজ দেখলাম ভাইয়া। আসলে এভাবে যে কখনো ফুল তৈরি করা যায় তা আজকে প্রথম দেখলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি ভাইয়া আপনি অনেক দক্ষতার সাথে এই সুন্দর ফুলটি তৈরি করেছেন। আর এই ফুলটি তৈরি করতে বেশ সময়ের প্রয়োজন হয়েছে এটা বুঝতেই পারছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজের সুন্দর একটি ফুল তৈরির পদ্ধতি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমূলক সমালোচনা করার জন্য। চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।জি আপু অনেক সময়ের প্রয়োজন হয়েছে এই ফুল টা তৈরি করতে।
জিনিসটি খুবই সিম্পল ভাবে আপনি বানিয়েছেন, তবে দেখতে বেশ গর্জিয়াস মনে হচ্ছে। আর খুব চমৎকারভাবে আপনি ধাপে ধাপে সেটার কার্য সম্পাদনা, আমাদের সাথে শেয়ার করেছেন।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি ফিডব্যাক দেয়ার জন্য।
ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমিও অনেকদিন আগে সেম এরকম একটি ফুলের পোস্ট করেছিলাম। কিন্তু আমারটা তৈরি এতটা ভাল ছিল না আপনারটা তৈরি দেখে সত্যি আমি মুগ্ধ। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফুল তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাই রঙিন কাগজ দিয়ে ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে। এগুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে বেশ ভালো লাগে। ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। দক্ষতা আছে কিনা জানিনা তবে চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি তো দেখছি রঙিন কাগজ কেটে খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন। আসলে দূর থেকে ফুলটি দেখতে বেশ দৃষ্টিনন্দন মনে হচ্ছে। এত সুন্দর ফুল তৈরি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য জন্য।এই ফুলটি দূর থেকে দেখতে ভালো লাগে আবার কাছ থেকেও বেশ ভালো লাগে। ঘরের সৌন্দর্য বাড়াতে এই ফুল দেওয়ালে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের ফুলগুলো দেখতে খুবই চমৎকার লাগে। অনেক আগে আমি এরকম একটি ফুল তৈরি করেছিলাম। মাঝখানে ফুলটি দেওয়ার কারণে খুবই সুন্দর লাগছে দেখতে। এগুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। ডাই প্রজেক্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মতামত প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু। মাঝখানে ফুলটি দেওয়ার কারণে অনেক সুন্দর লাগছে এটা ঠিক বলেছেন আপু।এই গুলো ডাই পোস্ট করতে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন হয়।
ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ফুল বানিয়ে দেখালেন।অনেক ভাল লাগলো। আপনি ধাপে ধাপে ফুল বানানোর প্রসেস তুলে ধরেছেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য।