বর্গক্ষেত্রে রঙিন ম্যান্ডেলা আর্ট
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। অনেক দিন হলো এই ধরনের আর্ট করা হচ্ছিল না। আজকে ভাবলাম যে ম্যান্ডেলা আর্ট করবো। এরপর বসে পড়লাম আকার জন্য কিন্তু আজকে করতে অনেক সময় চলে গেছে কেন যেন। তারপরও শেষ করতে পেরেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রঙিন ম্যান্ডেলা আর্ট।
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. সাদা কাগজ।
২. পেন্সিল ✏️।
৩. রাবার।
৪. মার্কার।
৫. স্কেল।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটা বর্গক্ষেত্র আঁকবো।
ধাপ:-০২
এখন আমি ছোট বড় অনেকগুলো বর্গক্ষেত্র এঁকে নিলাম।
ধাপ:-০৩
এবার ফুল আঁকবো,ফুল এঁকে কিছু অংশ নীল কালার মার্কার দিয়ে ভরাট করবো আর বাকি অংশ ফাঁকা রাখবো।
ধাপ:-০৪
ফাঁকা অংশ সবুজ মার্কার দিয়ে রং করে নিলাম।
ধাপ:-০৫
এবার সবুজ কালার মার্কার দিয়ে ফুল আঁকবো এবং ফুলের চারপাশে ভরাট করে নিব।
ধাপ:-০৬
এখন নীল কালার মার্কার দিয়ে ছোট ফুল আঁকবো এবং ফুল ভরাট করে নিব এবং সাথে স্কেল এর সাহায্যে দাগ টেনে নিব।
ধাপ:-০৭
এবার সবুজ মার্কার দিয়ে আকারে একটু বড় সাইজের ফুল আঁকবো এবং ফুলগুলো ভরাট করে নিব এবং সাথে স্কেল এর সাহায্যে দাগ টেনে নিব।
ধাপ:-০৮
এবার সব শেষ বড় সাইজের বর্গক্ষেত্র নীল কালারের মার্কার দিয়ে ফুল এঁকে নিব এবং ফুলগুলো ভরাট করে পাশে থাকা ফাঁকা জায়গায় স্কেল এর সাহায্যে দাগ টেনে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:- ০৯
সমস্ত কাজ শেষ করে আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।এইতো হয়ে গেল আমার আজকের বর্গক্ষেত্রে রঙিন ম্যান্ডেলা আর্ট। আশা করি আমার আজকের বর্গক্ষেত্রে রঙিন ম্যান্ডেলা আর্ট আপনাদের পছন্দ হয়েছে। পরবর্তীতে আবারও আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
ভাইয়া আপনার বর্গক্ষেত্রের রঙিন ম্যান্ডেলা আর্ট টি সত্যি চমৎকার হয়েছে । এ ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে ।আর কালারফুল হওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। ঠিক বলেছেন একটু কালর ফুল হলে দেখতে বেশ সুন্দর দেখায়।
রঙিন ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি বেশ কালারফুল একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। অনেকদিন থেকে কোনো কিছু আর্ট করা হয় না। ভাবছি কাল একবার আর্ট করবো। দারুণ একটি রঙিন ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
জি আপু আপনার আর্ট পোস্ট অনেক দিন হলো পায়না। আপনার আর্ট গুলো দারুন হয়ে থাকে।আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
বর্গক্ষেত্রে রঙিন ম্যান্ডেলা আর্টটি খুব ক্রিয়েটিভ হয়েছে ভাই। দেখে মনে হচ্ছে যথেষ্ট সময় দিয়ে কাজটি করেছেন। আর ম্যান্ডেলা আর্ট করতে হলে অবশ্যই ধৈর্যের প্রয়োজনীয়তা রয়েছে। ধন্যবাদ ভাই চমৎকার একটি আর্ট উপহার দেওয়ার জন্য।
জি ভাইয়া অনেক সময় চলে গেছে। সময় বেশি লাগে দেখে বেশি করা হয়না।এই আর্ট গুলো যতো সময় নিয়ে করা হয় ততই সৌন্দর্য বৃদ্ধি পায়। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
বর্গক্ষেত্রে অনেক সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আপনি অনেক সুন্দর করে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আসলে আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে খুবই ভালো লাগে। আপনি খুবই নিখুঁত ভাবে এই ডিজাইন টা অংকন করেছেন যা দেখেই বুঝতে পারছি। বেশ আকর্ষণীয় ভাবে এই আর্টটি ফুটে উঠেছে। উপস্থাপনার মাধ্যমে সবার মাঝে এত সুন্দর করে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
ভাইয়া চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।এই আর্ট গুলো কারুকাজ যতো ছোট হবে ততই সৌন্দর্য ফুটে ওঠে।
ভাইয়া আপনি বর্গক্ষেত্রের খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এই রঙিন ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আমার কাছে এই আর্ট করতে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার ম্যান্ডেলা আর্ট গুলো দারুন হয়ে থাকে। আপনার আর্ট পোস্ট কয়েকদিন হলো দেখছি না। মনে হচ্ছে ব্যস্ত সময় পার করছেন। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু। দোয়া করবেন।
অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন সত্যি অসাধারণ ছিলো, আমার খুবি ভালো লাগছে,দেখে মুগ্ধ আমি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আমি আগে ম্যান্ডেলা আর্ট করতাম তবে এখন ম্যান্ডেলা আর্ট আমার করা হয় না। তবে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে কিন্তু আমি এমনিতে খুব পছন্দ করি। আপনি নীল এবং সবুজ রঙিন কলম ব্যবহার করেছেন এই ম্যান্ডেলাটি অংকন করার জন্য। এই দুইটি রং ব্যবহার করার কারণে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। রঙিন যে কোন ম্যান্ডেলা অঙ্কন করলে এমনিতে খুব সুন্দর ভাবে ফুটে ওঠে।
জি আপু ম্যান্ডেলা আর্ট দেখতে আসলে অনেক সুন্দর লাগে।কালার করার কারণে একটু সুন্দর ভাবে ফুটিয়ে উঠেছে। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভ কামনা রইল আপনার জন্য।
অনেক ভালো লাগলো ভাই ধৈর্য সহকারে দারুন একটি মেন্ডেলা আর্ট তৈরি করে দেখিয়েছেন দেখে। একটি কাগজের বুকে যেখানে প্রথমে চতুর্ভুজ আকৃতির দৃশ্য অঙ্কন করে নিয়েছেন এরপরে ছোট ছোট করে দাগ টেনে হোক বিভিন্ন পর্যায়ে অংকন করে হোক সৃষ্টি করে দেখিয়েছেন কার্পেটের বুকে থেকে থাকা ডিজাইনের মত আর্ট।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।